ভারতীয় অর্থনীতির উপর MCQ প্রশ্ন উত্তর PDF | Indian Economy MCQ Questions Answers In Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের ভারতীয় অর্থনীতির MCQ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করছি, যে পোস্টটির মধ্যে দেওয়া আছে উক্ত বিষয়ের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যে প্রশ্ন গুলি তোমাদের আগত WBP, SSC, NTPC, WBPSC সহ আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
সুতরাং দেরি না করে নীচে SAQ ফরম্যাটের প্রশ্ন উত্তর গুলি মুখস্ত করে নাও আর MCQ ফরম্যাটের প্রশ্ন গুলি পড়ার জন্য PDF-টি সংগ্রহ করে পড়ে নাও-
ভারতীয় অর্থনীতির উপর SAQ প্রশ্ন উত্তর
◩ 'GATT' হলো একটি-
উঃ চুক্তি ✓
◩ ক্রেতা সুরক্ষা আইন কত সালে চালু হয় ?
উঃ 1986 সালে ✓
◩ বিশ্ব বানিজ্য সংস্থা কবে গঠিত হয়েছিল ?
উঃ 1995 সালের 1লা জানুয়ারী ✓
◩ RBI এর সদর দপ্তর কোথায় ?
উঃ মুম্বাই ✓
◩ ভারতীয় জীবন বিমা নিগম স্থাপিত হয়-
উঃ 1956 সালে ✓
◩ জীবন বিমানিগমের কেন্দ্রীয় কার্যালয় কোথায় ?
উঃ মুম্বাইতে ✓
◩ এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে ?
উঃ ভারতের অর্থ সচিব ✓
◩ ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম কী ?
উঃ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ✓
◩ ভারতে কোন ভাইসরয়ের আমল থেকে বাজেট প্রথার প্রবর্তন করা হয় ?
উঃ লর্ড ক্যানিং (1859 সালে) ✓
◩ ভারত সরকার বাছাই করা সরকারী ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করে কোন শাল থেকে ?
উঃ 1992 সালে ✓
◩ ভারতীয় পেটেন্ট আইন পাশ হয় কোন সালে ?
উঃ 1970 সালে ✓
◩ ভারতে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল কোন দশকে ?
উঃ 1981-91 ✓
◩ অর্থ কমিশনের নিয়োগ কে করে থাকেন ?
উঃ রাষ্ট্রপতি ✓
◩ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘাটতি অর্থসংস্থানের লক্ষ্যকে শুন্য ধরা হয় ?
উঃ নবম ✓
◩ ভারতে সুদের হারের নীতি প্রকৃতপক্ষে কোন নীতির অন্তর্গত ?
উঃ আর্থিক ✓
◩ ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উঃ জহরলাল নেহেরু ✓
◩ আসিয়ান (ASEAN) কোথাকার আঞ্চলিক সংগঠন ?
উঃ দক্ষিন-পূর্ব এশিয়ার ✓
◩ ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ হয় ?
উঃ 1949 সালে ✓
◩ 'জনগনের পরিকল্পনা' বলা হয় কোন পরিকল্পনাকে ?
উঃ পঞ্চম ✓
◩ ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে ?
উঃ 1লা এপ্রিল ✓
◩ অর্থনীতিতে দেউলিয়া বলতে বোঝায় ?
উঃ দায় > সম্পত্তি ✓
◩ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় ?
উঃ 1955 সালে ✓
◩ পরিকাঠামো বলতে কী বোঝো ?
উঃ রাস্তাঘাট ✓
◩ ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা ?
উঃ CSO ✓
◩ ভারতে কত শতাংশ দারিদ্র সীমার নিচে বাস করেন ?
উঃ গ্রামে-36%, শহরে-30% ✓
◩ ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
উঃ মার্চ 1950 ✓
◩ স্বাধীন ভারতে কেন্দ্রীয় সরকারের বাজেট প্রথম কোন তারিখে পেশ হয় ?
উঃ 26শে নভেম্বর 1947 ✓
◩ এখনও পর্যন্ত মোট কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছে ?
উঃ 12টি (3 সেপ্টেম্বর 2024) ✓
◩ দারিদ্র দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল ?
উঃ পঞ্চম ✓
◩ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয় ?
উঃ 1951 সালে ✓
◩ প্রত্যেক ব্যক্তি কর্তৃক প্রদত্ত কর হল-
উঃ পরোক্ষ কর ✓
◩ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে অনুমোদন করে ?
উঃ পরিকল্পনা কমিশন ✓
◩ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল ?
উঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ✓
ভারতের অর্থনীতি MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতীয় অর্থনীতির MCQ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 04
File Size: 342 KB
No comments:
Post a Comment