জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF || United Nations Question Answers PDF In Bengali
আমার স্নেহের ছাত্র ছাত্রীরা আজ তোমাদের জন্য একটি খুবই উপযোগী পোস্ট শেয়ার করছি, যে পোস্টটি তোমাদের বিভিন্ন বড়ো বড়ো চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। আমরা আজকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে প্রায় ৫০টি দারুন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। যে প্রশ্ন গুলি তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে।
তাই তোমরা প্রথমে নীচে দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নাও এবং যদি প্রশ্ন গুলি ভাললাগে অবশ্যই PDF টি সংগ্রহ করে রাখবে, যাতে পরবর্তী সময়ে তাড়াতাড়ি পড়ে নিতে পারো। অতএব আর বেশি সময় নষ্ট নাকরে অবিলম্বে প্রশ্ন গুলি দেখে নাও।
জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর
🌞সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে ?
Ans :: ১৯৪৫ সালে
🌞UNO-র প্রথম মহাসচিব কে ছিলেন ?
Ans :: ট্রিগভি লি
🌞সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ (DPKO) আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে ?
Ans :: ১৯৯২ সালে
🌞সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করেন কে ?
Ans :: মহাসচিব
🌞জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নং ধারায় ?
Ans :: ৯৯ নং ধারায়
🌞সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত ?
Ans :: ৫ বছর
🌞জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কিসের দ্বারা নির্বাচিত হন ?
Ans :: সাধারণ সভা
🌞জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে ?
Ans :: মহাসচিব
🌞আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর ?
Ans :: ৯ বছর
🌞প্রতি তিন বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের কত জন বিচারপতি অবসর গ্রহণ করেন ?
Ans :: এক-তৃতীয়াংশ
🌞আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন ?
Ans :: যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা।
🌞অছি পরিষদের নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?
Ans :: ৩ বছর
🌞খাদ্য ও কৃষি সংস্থাটি (FAO) যুক্ত সম্মিলিত জাতিপুঞ্জের কোন পরিষদের সঙ্গে ?
Ans :: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে
🌞অর্থনৈতিক ও সামাজিক পরিষদ-এর অধীনে কটি বিশেষজ্ঞ সংস্থা আছে ?
Ans :: ১৪ টি
🌞আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন্ পদ্ধতি অবলম্বন করে না ?
Ans :: নিরপেক্ষতা বজায় রাখা
🌞নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা কারা প্রয়োগ করতে পারে ?
Ans :: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।
🌞জাতিপুঞ্জের কোন্ বিভাগ সনদ সংশোধন করতে পারে ?
Ans :: নিরাপত্তা পরিষদ
🌞নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে কি বলা হয় ?
Ans :: ভেটো ক্ষমতা
🌞ভেটো ক্ষমতাহীন সদস্যসংখ্যা নিরাপত্তা পরিষদে কত জন ?
Ans :: ১০ জন
🌞নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?
Ans :: ২ বছর
🌞নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত ?
Ans :: ১০ টি রাষ্ট্র
🌞নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত ?
Ans :: ৫ টি রাষ্ট্র
🌞সাধারণ সভাকে ‘কূটনীতিবিদদের সম্মেলন’ কে বলেছেন ?
Ans :: সুম্যান
🌞সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর কোন মাসে ?
Ans :: সেপ্টেম্বর
🌞সাধারণ সভার বর্তমান সদস্যসংখ্যা কত ?
Ans :: ১৯৩ টি
🌞 ‘শাস্তির জন্য ঐক্য’ প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে ?
Ans :: ১৯৫০ সালে
🌞সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ-আইনসভা কোন সভাকে বলে ?
Ans :: সাধারণ সভাকে
🌞বিশ্বের সর্ববৃহৎ ‘নাগরিক সভা’ হল –
Ans :: সাধারণ সভা
🌞“বিশ্ব-বিবেকের প্রতিনিধি সভা’ বলা হয় কাকে ?
Ans :: সাধারণ সভাকে
🌞সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি ?
Ans :: ১১১টি
🌞বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের কত নং ধারায় ?
Ans :: ১ নং ধারায়
🌞সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু –
Ans :: সার্বভৌম রাষ্ট্র
🌞জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায় ?
Ans :: প্রস্তাবনায়
🌞১৯৪৫ সালে কয়টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল ?
Ans :: ৫০ টি
🌞সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেছেন কে ?
Ans :: রুজভেল্ট
🌞সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে ?
Ans :: ১৯৪৫ সালে ২৪শে অক্টোবর
🌞কোন সম্মেলনে ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ কথাটি ব্যবহার করা হয় ?
Ans :: মস্কো ঘোষণায়
🌞 ‘সানফ্রান্সিসকো সম্মেলন’ অনুষ্ঠিত হয় কবে ?
Ans :: ১৯৪৫ সালে এপ্রিল মাসে
🌞”ডাম্বারটন ওক্স সম্মেলন’’ অনুষ্ঠিত হয় কবে ?
Ans :: ১৯৪৪ সালে
🌞ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয় কবে ?
Ans :: ১৯৪২ সালে
🌞 ‘League of Nation’ প্রতিষ্ঠিত হয় কবে ?
Ans :: ১৯২০ সালে
🌞সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা কোনটি ?
Ans :: জাতিসংঘ
সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 04
File Size: 285 KB
No comments:
Post a Comment