WB Class 11 1st Semester Model Question Paper PDF | একাদশ শ্রেণী 1st সেমিস্টার মডেল প্রশ্ন PDF
ডিয়ার স্টুডেন্টস,
তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো আজকের পোস্টটি কেবলমাত্র তোমাদের জন্য। আমরা সকলেই জানি যে আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে 1st সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে, যেহেতু পরীক্ষার সিস্টেম, প্রশ্ন, উত্তরপত্র সহ আরও অনেক কিছু সম্পূর্ণ নতুন সেহেতু পরীক্ষার্থীরা ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে প্রশ্ন কেমন হবে।
তোমাদের সেই ভয়কে কিছুটা কমিয়ে আনার জন্য পর্ষদ কলা বিভাগ (Arts), বাণিজ্য বিভাগ (Commerce) এবং বিজ্ঞান বিভাগ (Science)-এর কিছু কিছু প্রশ্নের মডেল সেট প্রকাশ করেছে। আজকে আমরা একাদশ শ্রেণী 1st সেমিস্টার মডেল প্রশ্ন 2024-25 PDF এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি।
যে পোস্টটির মধ্যে তিনটি বিভাগ অনুযায়ী সকল বিষয় গুলির পর্ষদ প্রকাশিত মডেল প্রশ্ন গুলি দেওয়া আছে তাই তোমরা দেরি না করে পরীক্ষায় বসার আগে অবশ্যই নিজ নিজ বিষয়ের প্রশ্ন গুলি সংগ্রহ করে দেখে নাও প্রশ্ন কেমন হতে পারে।
তবে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এটা একটি মডেল প্রশ্ন কখনই প্রশ্নপত্র নয়। আসল বিষয় হল এই ধরনের প্রশ্ন আসতে পারে, এটাই প্রশ্নপত্র নয়।
কম্পালসারি বিষয়
বাংলা (Bengali) | Download |
ইংরেজি (English) | Download |
কলা বিভাগের বিষয় সমূহ
ইতিহাস (History) | Download |
ভূগোল (Geography) | Download |
দর্শনশাস্ত্র (Philosophy) | Download |
রাষ্ট্রবিজ্ঞান (Political Science) | Download |
সমাজবিজ্ঞান (Sociology) | Download |
পরিবেশ বিজ্ঞান (Environmental Science) | Download |
মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন | Download |
বাণিজ্য বিভাগের বিষয় সমূহ
হিসাবশাস্ত্র (Accountancy) | Download |
কারবার সমীক্ষা (Business Studies) | Download |
অর্থনীতি (Economics) | Download |
পরিব্যয় নির্ণয় ও কর আইনের রূপরেখা | Download |
বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ
পদার্থবিদ্যা (Physics) | Download |
রসায়ন (Chemistry) | Download |
গণিত (Mathematics) | Download |
জীববিদ্যা (Biology) | Download |
পুষ্টিবিদ্যা (Nutrition) | Download |
আরও পড়ুন - ইডির বাজেয়াপ্ত টাকা কি করা হয় ?
No comments:
Post a Comment