Breaking




Wednesday, 11 September 2024

ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর PDF | ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস

ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর PDF | ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস

স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর PDF
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কিত বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর। যা তোমাদের আগত সকল চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
তাই দেরি না করে নীচের দেয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে পড়ে নাও আর যদি মনে হয় PDF-টি সংগ্রহ করে রেখে দিতে পারো। 

স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর

প্রশ্নঃ নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন ?
উঃ লর্ড নর্থব্রুক

প্রশ্নঃ ভারতের ব্রিটিশ শাসনকে কে ‘অ-ব্রিটিশ শাসন’ বলেছিলেন ?
উঃ দাদাভাই নৌওরোজি

প্রশ্নঃ কোন সালে সর্বভারতীয় মুসলীম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ 1906 সালে

প্রশ্নঃ কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন ?
উঃ লর্ড বেন্টিঙ্ক

প্রশ্নঃ আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌশুলি কে ছিলেন ?
উঃ সি আর দাস

প্রশ্নঃ যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উঃ বারীন্দ্র ঘোষ

প্রশ্নঃ বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ লর্ড ক্যানিং

প্রশ্নঃ 1882 সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন ?
উঃ লর্ড রিপন

প্রশ্নঃ 1878 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন ?
উঃ লর্ড লিটন

প্রশ্নঃ 1857 সালের মহাবিদ্রোহকে 'একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ' বলে অভিহিত করেছেন কে ?
উঃ বিনায়ক দামোদর সাভারকর

প্রশ্নঃ সারা ভারত কিষাণ সভা কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1936 সালে

প্রশ্নঃ কোন পত্রিকা বিশেষভাবে নীল বিদ্রোহের কথা তুলে ধরেছিল ?
উঃ হিন্দু প্যাট্রিয়ট

প্রশ্নঃ কত সালে প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থায় কর্মী নির্বাচনের ব্যবস্থা করা হয় ?
উঃ 1853 সালে

প্রশ্নঃ তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন ?
উঃ সতীশ চন্দ্র সামন্ত

প্রশ্নঃ নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন ?
উঃ রানী গুইডিনলিউ

প্রশ্নঃ স্বদশীকে কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন ?
উঃ অশ্বিনীকুমার দত্ত

প্রশ্নঃ রাইটার্স অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল ?
উঃ 1930 সালে

প্রশ্নঃ কোন ভাইসরয়কে ‘উজ্জল বিফলতা’ বলা হয় ?
উঃ লর্ড লিটন

প্রশ্নঃ “আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন’-কথাটি কে বলেছিলেন ?
উঃ লর্ড রিপন

প্রশ্নঃ  কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?
উঃ জি ভি যোশী

প্রশ্নঃ বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
উঃ শ্রীমতি অ্যানি বেসান্ত

প্রশ্নঃ “New lamps for old” প্রবন্ধটি কে লিখেছিলেন ?
উঃ শ্রী অরবিন্দ ঘোষ

প্রশ্নঃ কে প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন ?
উঃ লর্ড রিপন

প্রশ্নঃ ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্য বাহিনী গঠন কে করেছিলেন ?
উঃ রাসবিহারী বসু

প্রশ্নঃ ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উঃ দাদাভাই নৌরজি

স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

 File Details :: 

File Name: স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  204 KB  


No comments:

Post a Comment