Breaking




Saturday, 27 July 2024

ষোড়শ মহাজনপদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | 16 Mahajanapads Question Answer PDF

ষোড়শ মহাজনপদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | 16 Mahajanapads Question Answer PDF

100+ ষোড়শ মহাজনপদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
100+ ষোড়শ মহাজনপদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের ইতিহাস বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ এটি পোস্ট শেয়ার করছি, যে পোস্টটি তোমাদের দারুন ভাবে সকল প্রকার চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। আমরা আজ নিয়ে হাজির হয়েছি, 100+ ষোড়শ মহাজনপদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে প্রশ্ন গুলি উক্ত টপিকের বাছাই করা প্রশ্ন এবং যে প্রশ্ন গুলি পড়লে তোমরা খবই উপকৃত হবে।
তাই দেরি না করে নীচে দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে পড়ে নাও আর যদি মনে হয় পরবর্তী সময়ে অফলাইনে পড়তে চাও তাহলে PDF টি সংগ্রহ করে রাখতে পারো, যার লিংক নীচে দেওয়া আছে।

100+ ষোড়শ মহাজনপদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন:: মহাজনপদ শব্দের অর্থ কি ?
উত্তর:: মহাজনপদ শব্দের অর্থ হল বৃহৎ রাজ্য

প্রশ্ন:: বিম্বিসার কোন্ বংশের রাজা ছিলেন ?
উত্তর:: বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন

প্রশ্ন:: ষোড়ষ মহাজনপদের কোনগুলি প্রজাতন্ত্র রাজ্য ?
উত্তর:: ষোড়ষ মহাজনপদগুলির মধ্যে বৃজি, কম্বোজ ও মল্ল ছিল প্রজাতন্ত্র রাজ্য

প্রশ্ন:: ষোড়শ মহাজনপদ কাকে বলা হত ?
উত্তর:: খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে সমগ্র ভারতে যে ১৬টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয় , তাদের ষোড়শ মহাজনপদ বলা হত

প্রশ্ন:: মগধ সাম্রাজ্যের রাজধানী কী ছিল ?
উত্তর:: রাজগ্রীহ

প্রশ্ন:: হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:: বিম্বিসার

প্রশ্ন:: নন্দ রাজবংশের শেষ রাজা কে ?
উত্তর:: ধননন্দ

প্রশ্ন:: কোন বই ১৬ মহাজনপদ সম্পর্কে ভালোভাবে বর্ণনা করে ?
উত্তর:: আঙ্গুত্তর নিকায়া (Anguttara Nikaya)

প্রশ্ন:: অবন্তীর রাজধানী কী ছিল ?
উত্তর:: মহিষ্মতী

প্রশ্ন:: বিম্বিসারের পুত্রের নাম কী ?
উত্তর:: অজাতশত্রু

প্রশ্ন:: বিম্বিসার তার সাম্রাজ্য প্রসারিত করতে কোন কৌশল ব্যবহার করেন ?
উত্তর:: বিবাহ

প্রশ্ন:: বিম্বিসার কার দুর্দান্ত অনুগামী ছিলেন ?
উত্তর:: মহাবীর এবং গৌতম বুদ্ধ

প্রশ্ন:: শিশুনাগ রাজবংশের শেষ রাজা কে ?
উত্তর:: নন্দীবর্ধন

প্রশ্ন:: কোন দুটি নদীর মাঝে পটলিপুত্র অবস্থিত ?
উত্তর:: শোণ এবং গঙ্গা

প্রশ্ন:: সুদর্শন হ্রদ কার আমলে খনন করা হয় ?
উত্তর:: চন্দ্রগুপ্ত মৌর্য

প্রশ্ন:: চন্দ্রগুপ্ত মৌর্যর সময়ে ভারতে কে ভ্রমণ করেছিলেন ?
উত্তর:: মেগাস্থিনিস

প্রশ্ন:: 'ভাব্রু এডিক্টস' (Bhabru Edicts) কোথায় অবস্থিত ?
উত্তর:: রাজস্থান

প্রশ্ন:: কোন বছরে অশোক তাঁর রাজত্ব শুরু করেছিলেন ?
উত্তর:: ২৬৮ খ্রীস্টপূর্বাব্দ

প্রশ্ন:: চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ?
উত্তর:: বিন্দুসার

প্রশ্ন:: চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন ?
উত্তর:: চাণক্য (ইনি কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন)

প্রশ্ন:: কোন পুরাণ মৌর্য সাম্রাজ্য সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দেয় ?
উত্তর:: বিষ্ণু পুরাণ

প্রশ্ন:: উদয়ন কার সন্তান  ?
উত্তর:: অজাতশত্রু

প্রশ্ন:: শিশুনাগ রাজবংশ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:: শিশুনাগ

প্রশ্ন:: বিন্দুসারের প্রথম পুত্র কে ?
উত্তর:: সুমন

প্রশ্ন:: প্রাচীনতম যুগে ভারতের কোন অঞ্চল অবন্তিকা নামে পরিচিত ছিল ?
উত্তর:: মালওয়া (Malwa)

প্রশ্ন:: গ্রীক শাসক আলেকজান্ডার ঝিলাম নদীর তীরে কাদের সেনাবাহিনী মুখোমুখি হয়েছিলেন ?
উত্তর:: পুরু

প্রশ্ন:: কোন শাসক সিংহাসনে আরোহণের জন্য তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন ?
উত্তর:: অজাতশত্রু

প্রশ্ন:: আলেকজান্ডার এবং পুরু সেনাবাহিনী কোন নদীর বিপরীত তীরে শিবির স্থাপন করেছিল ?
উত্তর:: ঝিলাম

প্রশ্ন:: কোন পণ্ডিত, অদম্য যজ্ঞবল্ক্যকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করেছিলেন ?
উত্তর:: গার্গি

প্রশ্ন:: নিচের কোন শাসক মগধের উত্থানের জন্য দায়ী ?
উত্তর:: বিম্বিসার

প্রশ্ন:: কলিঙ্গের চেদি রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উত্তর:: রাজা খারাভেলা

প্রশ্ন:: কোন রাজ্য যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করেছিল ?
উত্তর:: মগধ

প্রশ্ন:: মৌর্য রাজবংশের পরে কোন রাজবংশ 'মগধ' এর উপরে রাজত্ব করেছিল ?
উত্তর:: শুঙ্গ

প্রশ্ন:: নালন্দা মহাবিহার কোথায় অবস্থিত ?
উত্তর:: বিহার

প্রশ্ন:: নন্দ রাজবংশ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:: মহাপদ্মনন্দ

প্রশ্ন:: কলিঙ্গ যুদ্ধের বিবরণ অশোক কোন প্রত্নলিপিতে দিয়েছেন ?
উত্তর:: ১৩ তম

প্রশ্ন:: অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন কোন সালে ?
উত্তর:: ২৬১ খ্রীস্টপূর্বাব্দে

প্রশ্ন:: শ্রী নগর কে প্রতিষ্ঠিত করেছিলেন ?
উত্তর:: অশোক

প্রশ্ন:: কোন বছর অশোক মারা যান ?
উত্তর:: ২৩২ খ্রীস্টপূর্বাব্দ

প্রশ্ন:: মৌর্য রাজবংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর:: বৃহদ্রথ

প্রশ্ন:: কোথায় আলেকজান্ডার মারা যান ?
উত্তর:: ব্যাবিলন

প্রশ্ন:: গন্ধার বিদ্যালয়ের ভাস্কর্যগুলির মধ্যে কী প্রতিফলিত হয় ?
উত্তর:: গ্রীক

প্রশ্ন:: কলিঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য শাসক কে ছিলেন ?
উত্তর:: খারাভেলা

প্রশ্ন:: শিশুনাগ রাজত্বের প্রভাবে কোন মহাজনপদ ধ্বংস হয়েছিল ?
উত্তর:: অবন্তী

প্রশ্ন:: বিম্বিসারের কোন মহাজনপদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল না ?
উত্তর:: অঙ্গ

প্রশ্ন:: সমস্ত মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শহর কোনটি ?
উত্তর:: মগধ

প্রশ্ন:: যমুনার তীরে কোন মহাজনপদ অবস্থিত ?
উত্তর:: বৎস

প্রশ্ন:: হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:: বিম্বিসার

প্রশ্ন:: খ্রিস্টপূর্ব ৩২৬ সালে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন নন্দ রাজবংশের রাজা কে ছিলেন ?
উত্তর:: ধননন্দ

প্রশ্ন:: কোন প্রাচীন নাটকে চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা নন্দবংশ কে উৎখাত করার কথা বর্ণনা করা হয় ?
উত্তর:: মুদ্রারাক্ষস

প্রশ্ন:: সেলুকাস কোন মৌর্য রাজার দরবারে তার রাষ্ট্রদূত হিসাবে মেগাস্থিনিসকে প্রেরণ করেছিলেন ?
উত্তর:: চন্দ্রগুপ্ত মৌর্য

প্রশ্ন:: কোন শাসক প্রথম বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা করেন ?
উত্তর:: অজাতশত্রু

প্রশ্ন:: কোন শাসক দ্বিতীয় বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা করেন ?
উত্তর:: কালাশোক

প্রশ্ন:: প্রথম কোন ভারতীয় রাজা ভারতের ইতিহাসে পাথরে খোদাই করে নিজের রেকর্ড রেখেছিলেন ?
উত্তর:: অশোক

প্রশ্ন:: প্রথম কোন ভারতীয় রাজা তার শক্তি জোরদার করার জন্য বৈবাহিক জোট শুরু করেছিলেন ?
উত্তর:: বিম্বিসার

প্রশ্ন:: কোন প্রাচীন ভারতীয় রাজা, ইরানের রাজা দারিয়াস প্রথম এর মতো শিলালিপি জারি করেছিলেন ?
উত্তর:: অশোক

প্রশ্ন:: বিম্বিসারের অন্য নাম কী ছিল ?
উত্তর:: শ্রেনিকা

প্রশ্ন:: শিশুনাগ বংশের শেষ শাসক কে ?
উত্তর:: নন্দীবর্ধন

প্রশ্ন:: কোন শাসককে ‘ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা’ বলে বর্ণনা করা হয় ?
উত্তর:: মহাপদ্মনন্দ

প্রশ্ন:: নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:: মহাপদ্মনন্দ

প্রশ্ন:: মগধের কোন শাসক গঙ্গা নদীর তীরে পাটলিপুত্র (পাটনা) শহর প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর:: অজাতশত্রু

প্রশ্ন:: গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের সময় কে মগধের রাজা ছিলেন ?
উত্তর:: অজাতশত্রু

প্রশ্ন:: মগধের কোন রাজা মহাবীর এবং বুদ্ধ উভয়ের সমসাময়িক ছিলেন ?
উত্তর:: অজাতশত্রু

প্রশ্ন:: পাটনার নিকটে প্রাচীন রাজগৃহ যা আধুনিক রাজগীর, কোন রাজার দ্বারা নির্মিত হয়েছিল ?
উত্তর:: বিম্বিসার

প্রশ্ন:: কে অঙ্গকে, মগধের সাথে যুক্ত করেছিলেন ?
উত্তর:: বিম্বিসার

প্রশ্ন:: গ্রীক গ্রন্থে, কাকে অমিত্রকোট হিসাবে উল্লেখ করা হয়েছে ?
উত্তর:: বিম্বিসার

প্রশ্ন:: গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল ?
উত্তর:: অশ্মক

প্রশ্ন:: উত্তর বিহারের প্রাচীন নাম কি ছিল ?
উত্তর:: ভাজ্জি

প্রশ্ন:: বৎস মহাজনপদের রাজধানীর নাম কি ?
উত্তর:: কোশাম্বী

প্রশ্ন:: একমাত্র কোন ষোড়শ মহাজনপদটি দক্ষিন ভারতে ছিল ?
উত্তর:: অস্মক

প্রশ্ন:: জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল ?
উত্তর:: বৎস

প্রশ্ন:: তক্ষশীলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল ?
উত্তর:: গান্ধার

প্রশ্ন:: উত্তরপথ ও দক্ষিণপথ এর সংযোগস্থলে কোন মহাজনপদ অবস্থিত ?
উত্তর:: শূরসেন

প্রশ্ন:: প্রাচীন রাজ্য কোশলার রাজধানী কোথায় ছিল ?
উত্তর:: শ্রাবন্তী

প্রশ্ন:: গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান ?
উত্তর:: মল্ল

প্রশ্ন:: বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল ?
উত্তর:: শূরসেন

প্রশ্ন:: মগধের কোন রাজা সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন ?
উত্তর:: চন্দ্রগুপ্ত মৌর্য

প্রশ্ন:: আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ?
উত্তর:: আলেকজান্ডার ইউরোপ মহাদেশের গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন

প্রশ্ন:: মহাজন শব্দের অর্থ কী ?
উত্তর:: বৃহৎ রাজ্য

প্রশ্ন:: ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম কী ?
উত্তর:: বৃজি ও মল্ল

প্রশ্ন:: ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কতগুলি রাজ্য রাজতান্ত্রিক ছিল ?
উত্তর:: ১৪ টি

প্রশ্ন:: ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিণত হয় ?
উত্তর:: মগধ

প্রশ্ন:: চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল ?
উত্তর:: অঙ্গ

প্রশ্ন:: কুরু মহাজনপদের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:: ইন্দ্রপ্রস্থ 

প্রশ্ন:: ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে কোন রাজ্যটি আটটি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে তৈরী ছিল ?
উত্তর:: বৃজি

প্রশ্ন:: বৎস রাজ উদয়নকে কেন্দ্র করে কোন সাহিত্য রচিত হয়েছে ?
উত্তর:: ভাসের স্বপ্নবাসবদত্তা এবং হর্ষবর্ধনের রত্নাবলি ও প্রিয়দর্শীকা

প্রশ্ন:: ষোড়শ মহাজনপদের কোনটি রাষ্ট্রসংঘ নামে পরিচিত ?
উত্তর:: বৃজি (৩৬টি গনরাজ্য মিলে বৃজি, অজাতশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল যদিও পরাজিত হয়, তাই বৃজিকে রাষ্ট্রসংঘ বলা হয়)

প্রশ্ন:: কোন জনপদটি তুলা শিল্পে বিখ্যাত ছিল ?
উত্তর:: বৎস

প্রশ্ন:: কোন জনপদটি দুটিভাগে ভাগ হয়ে যায় ?
উত্তর:: অবন্তী (উত্তরাংশ - উজ্জয়িনী, দক্ষিনাংশ - মহিষ্মতী)

প্রশ্ন:: কে সাঁচি স্তূপ নির্মাণ করেছেন ?
উত্তর:: অশোক

প্রশ্ন:: ভারত আক্রমণকারী প্রথম বিদেশি কে ?
উত্তর:: দারিয়ুস প্রথম

প্রশ্ন:: মগধের প্রাচীনতম রাজধানী কোনটি ?
উত্তর:: রাজগীর

প্রশ্ন:: কে রাজগীর থেকে পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তর করেছিলেন ?
উত্তর:: উদয়ন

প্রশ্ন:: পাটলিপুত্র থেকে বৈশালিতে তাঁর রাজধানী কে স্থানান্তরিত করেছিলেন ?
উত্তর:: শিশুনাগ

প্রশ্ন:: কোন যুদ্ধে আলেকজান্ডার রাজা পুরুকে পরাজিত করেছিলেন ?
উত্তর:: হিদাস্পাসের যুদ্ধ

প্রশ্ন:: প্রাচীন ভারতের বৃহত্তম কেন্দ্র কোনটি ?
উত্তর:: কাউসম্বী

প্রশ্ন:: কোন রাজাকে "দ্বিতীয় পরশুরাম" উপাধি দেওয়া হয় ?
উত্তর:: মহাপদ্মনন্দ

প্রশ্ন:: কোন রাজা নিজেকে ভারতের প্রথম রাজকীয় শাসক হিসাবে দাবি করেছিলেন ?
উত্তর:: উদয়ন

প্রশ্ন:: আলেকজান্ডার কোন নদীর তীরে রাজা পুরুকে পরাজিত করেছিলেন ?
উত্তর:: ঝিলাম

ষোড়শ মহাজনপদ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

 File Details :: 

File Name: ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  301 KB  


No comments:

Post a Comment