ষোড়শ মহাজনপদ - মহাজন || রাজধানী || বর্তমান অবস্থান
নমস্কার বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ইতিহাস বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যে পোস্টটির সম্পর্কে তোমরা এর আগে হয়তো শুনেছো কিন্তু বিস্তারিত ভাবে পড়া হয়নি, তাই তোমাদের সেই পোস্টটি সম্পর্কে একটু বিস্তারিত ভাবে শেয়ার করছি। আমাদের আজকের সেই পোস্টটি হল, ষোড়শ মহাজনপদ তালিকা PDF || রাজধানী ও বর্তমান অবস্থান। তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও কেনোনা এই টপিকটি থেকে প্রায় পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে। তাই তোমাদের কাজ হবে এই বিষয়টিকে একটু ভালোভাবে দেখে নেয়া।
ষোড়শ মহাজনপদ তালিকা
মহাজনপদ | রাজধানী | বর্তমান অবস্থান |
---|---|---|
অবন্তী | উত্তরে উজ্জয়িনী এবং দক্ষিণে মহিষ্মতি | মালয় |
অস্মক | পোটানা বা পোটালি | গোদাবরী নদীর দক্ষিণ তীর |
অঙ্গ | চম্পা | পূর্ব বিহার |
কম্বোজ | রাজপুর | দক্ষিণ-পশ্চিম কাশ্মীর |
কাশী | বারাণসী | বারাণসী বা বেনারস |
কুরু | ইন্দ্রপ্রস্থ | স্থানেশ্বর, দিল্লী, মিরাট |
কোশল | শ্রাবস্তী | অযোধ্যা |
গান্ধার | তক্ষশীলা | পেশোয়ার ও রাওয়ালপিণ্ডি |
চেদি | শুকতি মতি | যমুনা ও নর্মদা নদীর মধ্যবর্তী স্থান |
বজ্জি বা বৃজি | বৈশালী | মজঃফরপুর (উত্তর বিহার) |
বৎস | কৌশাম্বী | এলাহাবাদ |
পাঞ্চাল | উত্তরে অহিছত্র এবং দক্ষিণে কাম্পিল্য | বেরিলি,বদায়ুন,ফরাক্কাবাদ |
মগধ | রাজগৃহ বা পাটলিপুত্র | দক্ষিণ বিহার বা পাটনা ও গোয়া |
মৎস্য বা মচ্ছ | বিরাটনগর | জয়পুর, আলোয়ার ও ভরতপুর |
মল্ল | কুশিনারা বা পাবা | গোরক্ষপুর |
সূরসেন | মথুরা | মথুরা |
ষোড়শ মহাজনপদ তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ষোড়শ মহাজনপদ তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 150 KB
No comments:
Post a Comment