Breaking




Saturday, 19 October 2024

General Science Questions Answers PDF for RRB NTPC | ICDS | WBP Constable | WBPSC

General Science Questions Answers PDF for RRB NTPC | ICDS | WBP Constable | WBPSC

General Science Questions Answers PDF for RRB NTPC | ICDS | WBP Constable | WBPSC
General Science Questions Answers PDF for RRB NTPC | ICDS | WBP Constable | WBPSC
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি RRB NTPC, ICDS, WBP Constable, WBPSC সহ আরও চাকরির পরীক্ষা গুলির জন্য সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে প্রায় ১০০টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর যা তোমাদের উক্ত পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
সুতরাং তোমরা কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া নমুনা প্রশ্ন গুলি ভালোভাবে দেখে নাও এবং সম্পূর্ণ প্রশ্ন গুলি পড়ার জন্য PDF-টি সংগ্রহ করে নাও। 

সাধারণ বিজ্ঞান নমুনা প্রশ্ন ও উত্তর

সৌরশক্তির উৎস কি ?
উত্তরঃ পারমাণবিক সংযোজন

কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
উত্তরঃ বল

অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?
উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

কোন বলটি সংরক্ষী বল নয় ?
উত্তরঃ ঘর্ষণজনিত বল

'হিগস বোসন' কি ?
উত্তরঃ একটি মৌল কণা

ইনসুলিনের অভাবে যে রোগ হয় ?
উত্তরঃ ডায়াবেটিস

হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কোন অস্থায়ী যৌগ গঠন করে ?
উত্তরঃ অক্সি-হিমোগ্লোবিন

একটি সরেখ পেশীতে কয়টি নিউক্লিয়াস থাকে ?
উত্তরঃ প্রায় ১০০টি

মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হল -
উত্তরঃ লাং ফিস

ভূতলে আয়রনের পরিমাণ কত ?
উত্তরঃ ৪.১২% 

কাকে কোষের ‘শক্তিঘর’ বলা হয় ?
উত্তরঃ মাইটোকনড্রিইয়াকে

‘জাতীয় বিজ্ঞান দিবস’ কবে পালন করা হয় ?
উত্তরঃ ২৮ ফেব্রুয়ারী 

অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সংকোচনশীল গহ্বর 

বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি ?
উত্তরঃ নেফ্রন 
General Science Questions Answers PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: General Science Questions Answers in Bengali

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  260 KB 


No comments:

Post a Comment