Breaking




Sunday, 28 July 2024

জাতিসংঘের মহাসচিবগণের তালিকা–PDF

জাতিসংঘের মহাসচিবগণের তালিকা–PDF | জাতিসংঘের উপ মহাসচিবগণের নামের তালিকা – PDF

জাতিসংঘের মহাসচিবগণের তালিকা–PDF
জাতিসংঘের মহাসচিবগণের তালিকা–PDF
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে তোমাদের একটি পোস্টের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরলাম, আমরা আজকে  জাতিসংঘের মহাসচিবগণের নামের তালিকা–PDF এবং জাতিসংঘের উপ মহাসচিবগণের নামের তালিকা – PDF খুব সুন্দর ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই পোস্টটির গুরুত্ব তোমাদের আলাদা করে বলার প্রয়োজন নেই, কেননা এই পোস্টটির গুরুত্ব এতটাই যে প্রায় পরীক্ষা গুলিতে এই টপিক থেকে প্রশ্ন এসেই থাকে। যেটা তোমরা বিগত সালের প্রশ্নপত্র দেখলেই বুঝতে পারবে।
তাই তোমরা কোনো রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকাটি মুখস্থ করে নাও এবং সর্ব নীচে দেওয়া এই পোস্টের PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।

জাতিসংঘের মহাসচিবগণের নামের তালিকা
 
মহাসচিব সময়কাল দেশ
গ্লাডউইন জেব ২৪ অক্টোবর, ১৯৪৫ - ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ যুক্তরাজ্য (ব্রিটেন)
ট্রিগভি লি ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ - ১০ নভেম্বর, ১৯৫২ নরওয়ে
দ্যাগ হ্যামারশোল্ড ১০ এপ্রিল, ১৯৫৩ - ১৮ সেপ্টেম্বর, ১৯৬১ সুইডেন
ইউ থান্ট ৩০ নভেম্বর, ১৯৬১ - ৩১ ডিসেম্বর, ১৯৭১ মায়ানমার (বার্মা)
কুর্ট ওয়াল্ডহেইম ১ জানুয়ারি, ১৯৭২ - ৩১ ডিসেম্বর, ১৯৮১ অস্ট্রিয়া
জেভিয়ার ডি. কুয়েলার ১ জানুয়ারি, ১৯৮২ - ৩১ ডিসেম্বর, ১৯৯১ পেরু
বুত্রোস বুত্রোস ঘালি ১ জানুয়ারি, ১৯৯২ - ৩১ ডিসেম্বর, ১৯৯৬ মিশর (ইজিপ্ট)
কোফি আন্নান ১ জানুয়ারি, ১৯৯৭ - ৩১ ডিসেম্বর, ২০০৬ ঘানা
বান কি-মুন ১ জানুয়ারি, ২০০৭ - ৩১ ডিসেম্বর, ২০১৬ দক্ষিণ কোরিয়া
আন্টোনিও গুটারেস ১ জানুয়ারি, ২০১৭ - বর্তমান পোর্তুগাল

জাতিসংঘের উপ মহাসচিবগণের নামের তালিকা
 
উপ মহাসচিব সময়কাল দেশ
লুইসি ফ্রেশেট ২ মার্চ ১৯৯৮ – ৩১ মার্চ ২০০৬ কানাডা
মার্ক ম‌্যালোচ ব্রাউন ১ এপ্রিল ২০০৬ - ৩১ ডিসেম্বর ২০০৬ যুক্তরাজ্য (ব্রিটেন)
মিস আশা রেজি মিগিরো ৫ জানুয়ারি ২০০৭ – ৩০ জুন ২০১২ তানজানিয়া
জন এলিয়াসন ১ জুলাই ২০১২ – ৩১ ডিসেম্বর ২০১৬ সুইডেন
আমিনা মোহাম্মদ ১ জানুয়ারি ২০১৭ – বর্তমান নাইজেরিয়া

 

জাতিসংঘের মহাসচিবগণের তালিকা PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  জাতিসংঘের মহাসচিব দের তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  281 KB


No comments:

Post a Comment