ভারতের বিভিন্ন শহর এবং তার প্রতিষ্ঠাতা PDF | Indian Cities and Their Founders
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে ভারতের কিছু গুরুত্বপূর্ণ শহর গুলির নাম, তার প্রতিষ্ঠাতা এবং সেই শহরটি কোন রাজ্যে অবস্থিত এই সকল তথ্য গুলি তালিকা আকারে সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে।
আমরা সকলেই জানি যে এই টপিকটি থেকে WBP, WBPSC, RRB NTPC সহ আরও অন্যান্য সকল পরীক্ষা গুলিতে প্রশ্ন প্রায় এসেই থাকে, যেটা তোমরা বিগত সালের প্রশ্নপত্র ফলো করলেই দেখতে পাবে।
সুতরাং দেরি না করে নীচে দেওয়া তালিকাটি খুব ভালোভাবে দেখে নাও আর অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখে দাও-
ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা
শহর | প্রতিষ্ঠাতা | রাজ্য |
---|---|---|
কলকাতা | জব চার্নক | পশ্চিমবঙ্গ |
দিল্লী | আনঙ্গপাল তোমার | দিল্লী |
তুঘলকাবাদ | গিয়াসউদ্দিন তুঘলক | দিল্লী |
নতুন দিল্লী | এডউইন লুটিয়েনস (ডিজাইনার) | দিল্লী |
শাহজাহানবাদ | শাহজাহান | দিল্লী |
বিজাপুর | ইউসুফ আদিল শাহ | কর্ণাটক |
ব্যাঙ্গালর | কেম্পে গৌরা | কর্ণাটক |
হাম্পি | হরিহর ও বুক্কা | কর্ণাটক |
মুম্বাই | রাজা ভিমদেব | মহারাষ্ট্র |
দৌলতাবাদ | মহম্মদ বিন তুঘলক | মহারাষ্ট্র |
পুনে | শাহাজি ভোসলে | মহারাষ্ট্র |
হায়দ্রাবাদ | কুলি কুতুব শাহ | তেলেঙ্গানা |
অমৃতসর | গুরু রাম দাস | পাঞ্জাব |
ফিরোজপুর | ফিরোজ শাহ তুঘলক | পাঞ্জাব |
ভোপাল | রাজা ভোজ | মধ্যপ্রদেশ |
ইন্দোর | রাও নন্দলাল চৌধুরী | মধ্যপ্রদেশ |
চণ্ডিগড় | লে করবুসিয়ার | চণ্ডিগড় |
পাটনা | উদয়ীন | বিহার |
আহমেদাবাদ | সুলতান আহমেদ শাহ | গুজরাট |
উদয়পুর | দ্বিতীয় উদয় সিংহ | রাজস্থান |
জয়পুর | দ্বিতীয় জয় সিং | রাজস্থান |
আজমীর | রাজা অজয়পাল চৌহান | রাজস্থান |
যোধপুর | রাও যোধা | রাজস্থান |
কুম্ভলগড় | রানা কুম্ভ | রাজস্থান |
মাদ্রাজ (চেন্নাই) | ফ্রান্সিস ডে ও অ্যান্ড্রু কোগান | তামিলনাড়ু |
মহাবলীপুরম | নরসিংহবর্মন | তামিলনাড়ু |
রায়পুর | ব্রহ্মদেও রায় | ছত্তিশগড় |
ঝাঁসি | রাজা অর্চা | উত্তরপ্রদেশ |
এলাহাবাদ | আকবর | উত্তরপ্রদেশ |
গাজিয়াবাদ | উজির গাজী উদ্দিন | উত্তরপ্রদেশ |
আগ্রা | সিকান্দার লোদি | উত্তরপ্রদেশ |
ফতেপুর সিক্রি | আকবর | উত্তরপ্রদেশ |
ফৈজাবাজ | আলী বর্দি খান | উত্তরপ্রদেশ |
মুরাদাবাদ | রুস্তম খান | উত্তরপ্রদেশ |
লখনউ | আসাফ-উদ-দৌলা | উত্তরপ্রদেশ |
দেরাদুন | গুরু রাম রায় | উত্তরাখন্ড |
পুরী | গং চোলা | ওড়িশা |
ভুবনেশ্বর | ওটো কনিগসবার্গার | ওড়িশা |
হিশার | ফিরোজশাহ তুঘলক | হরিয়ানা |
রায়পুর | ব্রাহ্মদেও রায় | ছত্রিশগড় |
জম্মু | জাম্বু লোচন | জম্মু ও কাশ্মীর |
শ্রীনগর | দ্বিতীয় প্রবরসেন (মতান্তরে অশোক) | জম্মু ও কাশ্মীর |
টাটানগর | জামসেটজি টাটা | ঝাড়খন্ড |
নালন্দা | প্রথম কুমারগুপ্ত | বিহার |
পাটনা (পাটলিপুত্র) | উদয়ীন/উদয়ভদ্র | বিহার |
ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ
File Format: PDF
No. of Pages: 02
File Size: 179 KB
আরও পড়ুন - জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ
আরও পড়ুন - ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস তালিকা
No comments:
Post a Comment