জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ PDF | United Nations International Years
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি Static GK বিষয়ের গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যে পোস্টটি তোমাদের অবশ্যই খুব ভালোভাবে ধাতস্ত করে রাখা দরকার কেননা এই পোস্টটি চাকরির পরীক্ষা গুলির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় সকল প্রকার পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে।
আমাদের আজকের Static GK বিষয়ের গুরুত্বপূর্ণ পোস্টটি হল, জাতি সংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ তালিকা PDF. যে পোস্টটির মধ্যে জাতিসংঘের দ্বারা ঘোষণা ১৯৬১ সালে থেকে ২০২৫ সাল পর্যন্ত ঘোষিত আন্তর্জাতিক বর্ষ গুলি এবং সেই বর্ষ গুলিকে কীসের জন্য ঘোষণা করা হয়েছে এই সকল তথ্য গুলি দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি কিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর দেওয়া আছে যে গুলি এই টপিকের জন্য খবু উপযোগী।
সুতরাং দেরি না করে নীচের দেওয়া তালিকাটি এবং প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে দেখে নিয়ে PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে পরবর্তী সময়ে পড়তে সুবিধা হয়।
জাতি সংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ তালিকা
| বর্ষ | তকমা |
|---|---|
| 1961 | আন্তর্জাতিক স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা বর্ষ |
| 1965 | আন্তর্জাতিক সহযোগিতা বর্ষ |
| 1967 | আন্তর্জাতিক পর্যটন বর্ষ |
| 1968 | আন্তর্জাতিক মানবাধিকার বর্ষ |
| 1970 | আন্তর্জাতিক শিক্ষা বর্ষ |
| 1974 | বিশ্ব জনসংখ্যা বর্ষ |
| 1975 | আন্তর্জাতিক মহিলা দিবস |
| 1978/79 | আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী বর্ষ |
| 1979 | আন্তর্জাতিক শিশু বর্ষ |
| 1981 | আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ |
| 1983 | বিশ্ব সঞ্চার বর্ষ |
| 1985 | আন্তর্জাতিক যুব বর্ষ |
| 1986 | আন্তর্জাতিক শান্তি বর্ষ |
| 1987 | আন্তর্জাতিক আশ্রয় বর্ষ |
| 1990 | আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ |
| 1992 | আন্তর্জাতিক মহাশূন্য বর্ষ |
| 1993 | আন্তর্জাতিক আদিবাসী বর্ষ |
| 1994 | আন্তর্জাতিক পরিবার বর্ষ |
| 1995 | আন্তর্জাতিক সহিষ্ণুতা বর্ষ |
| 1996 | আন্তর্জাতিক দ্রারিদ্র্য দূরীকরণ বর্ষ |
| 1998 | আন্তর্জাতিক মহাসাগর বর্ষ |
| 1999 | আন্তর্জাতিক প্রবীণ নাগরিক বর্ষ |
| ২০০০ | আন্তর্জাতিক শান্তি সংস্কৃতি বর্ষ |
| 2000 | আন্তর্জাতিক ধন্যবাদজ্ঞাপন বর্ষ |
| 2001 | আন্তর্জাতিক সভ্যতা-সংবাদ বর্ষ |
| 2001 | আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ |
| 2002 | আন্তর্জাতিক পার্বত্য বর্ষ |
| 2002 | আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত পর্যটন বর্ষ |
| 2003 | আন্তর্জাতিক শুদ্ধজল বর্ষ |
| 2004 | আন্তর্জাতিক চাল বর্ষ |
| 2005 | আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণ বর্ষ |
| 2005 | আন্তর্জাতিক পদার্থবিদ্যা বর্ষ |
| 2005 | আন্তর্জাতিক খেলাধুলা ও শরীরচর্চা বর্ষ |
| 2006 | আন্তর্জাতিক মরুভূমি ও মরু পর্যবসিত অঞ্চল বর্ষ |
| 2007 | আন্তর্জাতিক ডলফিন বর্ষ |
| 2008 | আন্তর্জাতিক আলু বর্ষ |
| 2009 | আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ |
| 2009 | আন্তর্জাতিক প্রাকৃতিক তন্তু বর্ষ |
| 2010 | আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ |
| 2011 | আন্তর্জাতিক রসায়ন বিজ্ঞান বর্ষ |
| 2011 | আন্তর্জাতিক অরণ্য বর্ষ |
| 2012 | আন্তর্জাতিক সমবায় বর্ষ |
| 2014 | ইন্টারন্যাশনাল ফ্যামিলি ফারমিং |
| 2015 | আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ |
| 2015 | আন্তর্জাতিক আলোক বর্ষ |
| 2016 | আন্তর্জাতিক ডাল বর্ষ |
| 2017 | আন্তর্জাতিক উন্নত ভ্রমণব্যবস্থা বর্ষ |
| 2019 | আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ |
| 2020 | আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য বর্ষ |
| 2021 | আন্তর্জাতিক শান্তি ও বিশ্বাস বর্ষ |
| 2022 | আন্তর্জাতিক মৎস্যচাষ ও মৎস্যচাষীদের বর্ষ |
| 2023 | আন্তর্জাতিক জোয়ার বাজরা বর্ষ |
| 2024 | আন্তর্জাতিক ক্যামেলিড বর্ষ |
| 2025 | আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ |
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সম্পর্কিত প্রশ্নোত্তর
প্রশ্ন: জাতিসংঘ কত সাল থেকে আন্তর্জাতিক বর্ষ ঘোষণা করা শুরু করে?
উত্তর: ১৯৫৯ সাল থেকে।
প্রশ্ন: ১৯৬৫ সাল কোন আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তর: আন্তর্জাতিক সহযোগিতা বর্ষ (International Cooperation Year)।
প্রশ্ন: ১৯৭৯ সালকে জাতিসংঘ কী হিসেবে ঘোষণা করেছিল?
উত্তর: আন্তর্জাতিক শিশু বর্ষ (International Year of the Child)।
প্রশ্ন: ১৯৮৫ সালকে কী হিসেবে পালন করা হয়েছিল?
উত্তর: আন্তর্জাতিক যুব বর্ষ (International Youth Year)।
প্রশ্ন: ১৯৯৪ সাল কোন আন্তর্জাতিক বর্ষ হিসেবে পরিচিত?
উত্তর: আন্তর্জাতিক পরিবার বর্ষ (International Year of the Family)।
প্রশ্ন: ২০০১ সালকে জাতিসংঘ কী হিসেবে ঘোষণা করে?
উত্তর: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ (International Year of Volunteers)।
প্রশ্ন: ২০১০ সালকে কোন বর্ষ হিসেবে পালন করা হয়েছিল?
উত্তর: আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ (International Year of Biodiversity)।
প্রশ্ন: ২০১১ সালকে জাতিসংঘ কোন বর্ষ হিসেবে ঘোষণা করে?
উত্তর: আন্তর্জাতিক বন বর্ষ (International Year of Forests)।
প্রশ্ন: ২০১২ সাল কোন আন্তর্জাতিক বর্ষ ছিল?
উত্তর: আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives)।
প্রশ্ন: ২০১৫ সালকে কোন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তর: আন্তর্জাতিক আলোক বর্ষ (International Year of Light and Light-based Technologies)।
প্রশ্ন: ২০১৬ সাল কোন আন্তর্জাতিক বর্ষ ছিল?
উত্তর: আন্তর্জাতিক ডাল জাতীয় ফসল বর্ষ (International Year of Pulses)।
প্রশ্ন: ২০১৭ সালকে জাতিসংঘ কোন বর্ষ হিসেবে পালন করেছিল?
উত্তর: আন্তর্জাতিক টেকসই পর্যটন বর্ষ (International Year of Sustainable Tourism for Development)।
প্রশ্ন: ২০১৯ সাল কোন আন্তর্জাতিক বর্ষ ছিল?
উত্তর: আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ (International Year of Indigenous Languages)।
প্রশ্ন: ২০২৩ সালকে জাতিসংঘ কী হিসেবে ঘোষণা করে?
উত্তর: আন্তর্জাতিক জোয়ার বর্ষ (International Year of Millets)।
প্রশ্ন: ২০২৫ সালকে জাতিসংঘ কোন বর্ষ হিসেবে ঘোষণা করেছে?
উত্তর: আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ (International Year of Quantum Science and Technology)।
জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ
File Format: PDF
No. of Pages: 02
File Size: 165 KB

No comments:
Post a Comment