জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ PDF | United Nations International Years
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি Static GK বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যে পোস্টটি তোমাদের অবশ্যই খুব ভালোভাবে ধাতস্ত করে রাখা দরকার কেননা এই পোস্টটি চাকরির পরীক্ষা গুলির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় সকল প্রকার পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে।
আমাদের আজকের Static GK বিষয়ের গুরুত্বপূর্ণ পোস্টটি হল, জাতি সংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ তালিকা PDF. যে পোস্টটির মধ্যে জাতিসংঘের দ্বারা ঘোষণা করা কিছু আন্তর্জাতিক বর্ষ গুলি এবং সেই বর্ষ গুলিকে কীসের জন্য ঘোষণা করা হয়েছে এই সকল তথ্য গুলি দেওয়া হয়েছে।
সুতরাং দেরি না করে নীচের দেওয়া তালিকাটি মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখে দাও-
জাতি সংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ তালিকা
বর্ষ | তকমা |
---|---|
1961 | আন্তর্জাতিক স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা বর্ষ |
1965 | আন্তর্জাতিক সহযোগিতা বর্ষ |
1967 | আন্তর্জাতিক পর্যটন বর্ষ |
1968 | আন্তর্জাতিক মানবাধিকার বর্ষ |
1970 | আন্তর্জাতিক শিক্ষা বর্ষ |
1974 | বিশ্ব জনসংখ্যা বর্ষ |
1975 | আন্তর্জাতিক মহিলা দিবস |
1978/79 | আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী বর্ষ |
1979 | আন্তর্জাতিক শিশু বর্ষ |
1981 | আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ |
1983 | বিশ্ব সঞ্চার বর্ষ |
1985 | আন্তর্জাতিক যুব বর্ষ |
1986 | আন্তর্জাতিক শান্তি বর্ষ |
1987 | আন্তর্জাতিক আশ্রয় বর্ষ |
1990 | আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ |
1992 | আন্তর্জাতিক মহাশূন্য বর্ষ |
1993 | আন্তর্জাতিক আদিবাসী বর্ষ |
1994 | আন্তর্জাতিক পরিবার বর্ষ |
1995 | আন্তর্জাতিক সহিষ্ণুতা বর্ষ |
1996 | আন্তর্জাতিক দ্রারিদ্র্য দূরীকরণ বর্ষ |
1998 | আন্তর্জাতিক মহাসাগর বর্ষ |
1999 | আন্তর্জাতিক প্রবীণ নাগরিক বর্ষ |
২০০০ | আন্তর্জাতিক শান্তি সংস্কৃতি বর্ষ |
2000 | আন্তর্জাতিক ধন্যবাদজ্ঞাপন বর্ষ |
2001 | আন্তর্জাতিক সভ্যতা-সংবাদ বর্ষ |
2001 | আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ |
2002 | আন্তর্জাতিক পার্বত্য বর্ষ |
2002 | আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত পর্যটন বর্ষ |
2003 | আন্তর্জাতিক শুদ্ধজল বর্ষ |
2004 | আন্তর্জাতিক চাল বর্ষ |
2005 | আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণ বর্ষ |
2005 | আন্তর্জাতিক পদার্থবিদ্যা বর্ষ |
2005 | আন্তর্জাতিক খেলাধুলা ও শরীরচর্চা বর্ষ |
2006 | আন্তর্জাতিক মরুভূমি ও মরু পর্যবসিত অঞ্চল বর্ষ |
2007 | আন্তর্জাতিক ডলফিন বর্ষ |
2008 | আন্তর্জাতিক আলু বর্ষ |
2009 | আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ |
2009 | আন্তর্জাতিক প্রাকৃতিক তন্তু বর্ষ |
2010 | আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ |
2011 | আন্তর্জাতিক রসায়ন বিজ্ঞান বর্ষ |
2011 | আন্তর্জাতিক অরণ্য বর্ষ |
2012 | আন্তর্জাতিক সমবায় বর্ষ |
2014 | ইন্টারন্যাশনাল ফ্যামিলি ফারমিং |
2015 | আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ |
2015 | আন্তর্জাতিক আলোক বর্ষ |
2016 | আন্তর্জাতিক ডাল বর্ষ |
2017 | আন্তর্জাতিক উন্নত ভ্রমণব্যবস্থা বর্ষ |
2019 | আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ |
2020 | আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য বর্ষ |
2021 | আন্তর্জাতিক শান্তি ও বিশ্বাস বর্ষ |
2022 | আন্তর্জাতিক মৎস্যচাষ ও মৎস্যচাষীদের বর্ষ |
2023 | আন্তর্জাতিক জোয়ার বাজরা বর্ষ |
2024 | আন্তর্জাতিক ক্যামেলিড বর্ষ |
2025 | আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ |
জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: জাতিসংঘ দ্বারা ঘোষিত আন্তর্জাতিক বর্ষ সমূহ
File Format: PDF
No. of Pages: 02
File Size: 165 KB
No comments:
Post a Comment