ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা PDF || Founder of Ancient Temple in India
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা হাজির হয়েছি ভারতের একটি অন্যতম টপিকের পোস্ট নিয়ে, যে পোস্টটি তোমাদের সকলের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। আমরা আজকে শেয়ার করছি, ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে থাকছে ভারতের কিছু খুব উল্লেখযোগ্য মন্দিরের নাম এবং সেই মন্দিরের প্রতিষ্ঠাতা।
অতএব তোমরা অবশ্যই নীচের দেওয়া তালিকাটি খুব ভালোভাবে মনোযোগ সহকের দেখে নাও এবং নিজেকে সঠিক ভাবে এই টপিকটি সম্পর্কে অবগত রেখে দাও।
ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা তালিকা
মন্দিরের নাম | প্রতিষ্ঠাতা |
---|---|
কেদারনাথ মন্দির | আদি শঙ্করাচার্য্য |
কামাখ্যা মন্দির | কোচ বংশ |
কৈলাশ মন্দির | রাষ্ট্রকুট বংশ |
লিঙ্গরাজ মন্দির | রাজা যযাতি কেশরী |
দক্ষিনেশ্বর কালী মন্দির | রানী রাসমণি |
জগন্নাথ মন্দির | অনন্ত বর্মন |
গোবিন্দ মন্দির | রাজা মান সিং |
সোমনাথ মন্দির | যাদব রাজারা |
স্বর্ণ মন্দির | গুরু অর্জন দেব |
সূর্য মন্দির | প্রথম নরসিংহদেব |
কৈলাশনাথ মন্দির | পল্লব বংশ |
বিশ্বনাথ মন্দির | রাজা মান সিং |
কাশী বিশ্বনাথ মন্দির | রানী অহল্যাবাই হোলকার |
শোর মন্দির | পল্লব |
বিরুপাক্ষ মন্দির | চালুক্য |
হাজারস্বামী মন্দির | তুলভা বংশ |
বৃহদেশ্বরা মন্দির | চোল বংশ |
মহাবোধি মন্দির | সম্রাট অশোক |
দেওগড় মন্দির | গুপ্ত বংশ |
বৈষ্ণদেবী মন্দির | রাজা গুলাব সিং |
দিলওয়ারা মন্দির | বিমল শাহ (চালুক্য) |
মিনাক্ষী মন্দির | রাজা কুলাশেকারা |
খাজুরাহ মন্দির | চান্দেলা বংশ |
শঙ্করাচার্য্য মন্দির | রাজা গোপাদিত্য |
মহাকালেশ্বর মন্দির | পেশবা বাজীরাও |
ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রশ্ন উত্তর
❐ "কেদারনাথ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ আদি শঙ্করাচার্য্য
❐ "কামাখ্যা মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ কোচ বংশ
❐ "কৈলাশ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রাষ্ট্রকুট বংশ
❐ "লিঙ্গরাজ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রাজা যযাতি কেশরী
❐ "দক্ষিনেশ্বর কালী মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রানী রাসমণি
❐ "জগন্নাথ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ অনন্ত বর্মন
❐ "গোবিন্দ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রাজা মান সিং
❐ "সোমনাথ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ যাদব রাজারা
❐ "স্বর্ণ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ গুরু অর্জন দেব
❐ "সূর্য মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ প্রথম নরসিংহদেব
❐ "কৈলাশনাথ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ পল্লব বংশ
❐ "বিশ্বনাথ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রাজা মান সিং
❐ "কাশী বিশ্বনাথ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রানী অহল্যাবাই হোলকার
❐ "শোর মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ পল্লব
❐ "বিরুপাক্ষ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ চালুক্য
❐ "হাজারস্বামী মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ তুলভা বংশ
❐ "বৃহদেশ্বরা মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ চোল বংশ
❐ "মহাবোধি মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ সম্রাট অশোক
❐ "দেওগড় মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ গুপ্ত বংশ
❐ "বৈষ্ণদেবী মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রাজা গুলাব সিং
❐ "দিলওয়ারা মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ বিমল শাহ (চালুক্য)
❐ "মিনাক্ষী মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রাজা কুলাশেকারা
❐ "খাজুরাহ মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ চান্দেলা বংশ
❐ "শঙ্করাচার্য্য মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ রাজা গোপাদিত্য
❐ "মহাকালেশ্বর মন্দির" কে প্রতিষ্ঠা করেন ?
➦ পেশবা বাজীরাও
ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা PDF-টি বিনামূল্যে সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা
File Format: PDF
No. of Pages: 0
File Size: 137 KB
No comments:
Post a Comment