Breaking




Tuesday, 13 August 2024

প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর PDF | Paris Olympics 2024 Question Answer PDF

প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর PDF | Paris Olympics 2024 Question Answer PDF

2024 প্যারিস অলিম্পিক প্রশ্ন উত্তর PDF
2024 প্যারিস অলিম্পিক প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে বেশ কয়েকদিন আগে সম্পন্ন হল অলিম্পিক 2024 খেলাটি। এই বছর আমরা লক্ষ্য করেছি ভারতের পারফর্মেন্স খুব একটা ভালো হয়নি, যেটা খুবই দুঃখ জনক বিষয়। আমরা আজকে তোমাদের সেই খেলা অর্থাৎ 2024 প্যারিস অলিম্পিক প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করলাম। যে পোস্টটির মধ্যে উক্ত খেলার কিছু উল্লেখযোগ্য তথ্য প্রশ্ন উত্তর আকারে দেওয়া আছে। যে তথ্য গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে। 
সুতরাং দেরি না করে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে পড়ে নাও এবং পারলে PDFটি সংগ্রহ করে রাখতে পারো।

প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ২০২৪ অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ? 
উঃ প্যারিস, ফ্রান্স 

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এর মোটো  কি ছিলো ? 
উঃ Games Wide Open

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এর ক্রীড়াবিদ সংখ্যা কত ছিলো ? 
উঃ প্রায় ১০,৭১৪ জন

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হয়ে ছিলো কবে ? 
উঃ ২৬শে জুলাই ২০২৪ 

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪ শেষ হয়ে ছিলো কবে ? 
উঃ ১১ই আগস্ট ২০২৪

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এর সর্বোচ্চ পদক জয়ী দেশ কোনটি ? 
উঃ আমেরিকা (১২৬টি, ৪০ সোনা, ৪৪ রুপো, ৪২ ব্রোঞ্জ)

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের স্থান কত ? 
উঃ ৭১তম

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে ? 
উঃ ৬টি (১টি রুপো, ৫টি ব্রোঞ্জ)

প্রশ্নঃ প্যারিস অলিম্পিক ২০২৪ -এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে ? 
উঃ আমন শেরাওয়াত

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে এনেছেন ? 
উঃ মনু ভাকের (শুটিং-এ)

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় পদক কে এনেছেন ? 
উঃ মনু ভাকের ও সরবজ্যোত সিং (শুটিং-এ)

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে তৃতীয় পদক কে এনেছেন ? 
উঃ স্বপ্নিল কুশালে (শুটিং-এ)

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে চতুর্থ পদক এসেছে – 
উঃ ভারতীয় পুরুষ হকি দল এর হাত ধরে

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে পঞ্চম পদক কে এনেছেন ? 
উঃ নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স-এ)

প্রশ্নঃ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে ষষ্ঠ পদক কে এনেছেন ? 
উঃ আমন শেরাওয়াত (কুস্তি-তে)

প্যারিস অলিম্পিক 2024 প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name:  UPSC চেয়ারম্যান তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  252 KB 


No comments:

Post a Comment