Breaking




Wednesday, 20 March 2024

রঞ্জি ট্রফি 2024 সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Ranji Trophy 2024 Questions Answers PDF

রঞ্জি ট্রফি 2024 সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Ranji Trophy 2024 Questions Answers PDF

রঞ্জি ট্রফি 2024 প্রশ্ন উত্তর PDF
রঞ্জি ট্রফি 2024 প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সদ্য সম্পন্ন হওয়া রঞ্জি ট্রফি 2024 প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে উক্ত খেলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে। যে প্রশ্ন গুলি কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে আগত সকল চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
অতএব দেরি না করে তাড়াতাড়ি নীচের প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে এই সমস্ত টপিক গুলি সম্পর্কে অবগত করে নাও-

রঞ্জি ট্রফি 2024 সম্পর্কিত প্রশ্ন উত্তর

01. রঞ্জি ট্রফি 2024 কত তম সংস্করণ ? 
উত্তরঃ 42তম

02. রঞ্জি ট্রফি 2024 কত তারিখ থেকে শুরু হয় ?  
উত্তরঃ 5ই জানুয়ারী

03. রঞ্জি ট্রফি 2024 কত তারিখে শেষ হয় ?
উত্তরঃ 14ই মার্চ

04. রঞ্জি ট্রফি কোন ফরম্যাটে অনুষ্ঠিত হয় ? 
উত্তরঃ নক আউট

05. রঞ্জি ট্রফিতে কত গুলি দল অংশগ্রহন করেছিল ?
উত্তরঃ 38টি

06. রঞ্জি ট্রফি 2024-এ কতগুলি খেলা অনুষ্ঠিত হয়েছিল ? 
উত্তরঃ 138টি

07. রঞ্জি ট্রফি 2024 ফাইনালে কোন দল জিতেছে ? 
উত্তরঃ মুম্বাই

08. রঞ্জি ট্রফি 2024 ফাইনালে কোন দল রানার্স আপ হয়েছে ? 
উত্তরঃ বিদর্ভ

09. রঞ্জি ট্রফি 2024 প্লেয়ার অফ দ্য সিরিজ কে হন ?
উত্তরঃ তানুশ কোটিয়ান (মুম্বাই)

10. রঞ্জি ট্রফি 2024 ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ কে হন ? 
উত্তরঃ মুশীর খান (মুম্বাই)

11. 2024 সালের রঞ্জি ট্রফিতে কে সবচেয়ে বেশি রান করেছেন ? 
উত্তরঃ অগ্নি চোপড়া (939 রান) (মিজোরাম)

12. 2024 সালের রঞ্জি ট্রফিতে কে সবচেয়ে বেশি রান করেছেন ? 
উত্তরঃ তনয় থ্যাগরাজন (56 টি উইকেট) (হায়দ্রাবাদ)

13. 2024 সালের রঞ্জি ট্রফিতে কে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ? 
উত্তরঃ অগ্নি চোপড়া (5টি সেঞ্চুরি) (মিজোরাম)

14. রঞ্জি ট্রফি 2024 বিজয়ীদের নগদ পুরস্কার কত ?
উত্তরঃ 5 কোটি

15. রঞ্জি ট্রফি 2024 রানার্স আপ নগদ পুরস্কার কত ?
উত্তরঃ 3 কোটি

16. রঞ্জি ট্রফি 2024 ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ? 
উত্তরঃ ওয়াংখেড়ে স্টেডিয়াম , মুম্বাই

17. রঞ্জি ট্রফি কত গুলি প্রুপে খেলা হয় ?
উত্তরঃ 4 টি গ্রুপে

18. রঞ্জি ট্রফি ক্রিকেট ফরম্যাট কোন ধরনের ?
উত্তরঃ First-class cricket

19. রঞ্জি ট্রফি পরিচালনা করে কে ? 
উত্তরঃ BCCI

20. 2024 সালের রঞ্জি ট্রপিতে কে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকার করেছে ? 
উত্তরঃ তনয় থ্যাগরাজন (7 বার) (হায়দ্রাবাদ) 

রঞ্জি ট্রফি 2024 সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name:  UPSC চেয়ারম্যান তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  252 KB  


No comments:

Post a Comment