একনজরে সৌরজগতের গ্রহদের পরিচয় PDF | Solar System Planets
ডিয়ার ভিজিটার,
আজকে ভূগোল বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে কিছু দারুন তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা আজকে সৌরজগতের গ্রহদের পরিচয় PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটিতে আমরা সৌরজগতের সমস্থ গ্রহ গুলির সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তোমাদের তৈরি করার জন্য এই পোস্টটি সংক্ষিপ্ত এবং সহজ ভাবে তুলে ধরলাম।
অতএব তোমরা সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি মনে হয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে পরবর্তী সময় অফলাইনে পড়ার জন্য।
একনজরে সৌরজগতের গ্রহদের পরিচয়
বুধ (Mercury)
◧ সূর্য থেকে দূরত্বঃ প্রায় ৫.৮ কোটি কিমি।
◧ আবর্তনঃ ৫৮ দিন ১৭ ঘণ্টা।
◧ পরিক্রমণঃ ৮৮ দিন।
◧ ব্যাসঃ ৪৮৭৯.৪ কিমি।
◧ দিনের তাপমাত্রা প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা -১৮০ ডিগ্রি সেলসিয়াস।
◧ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ।
◧ বুধের কোনো উপগ্রহ নেই।
শুক্ৰ (Venus)
◧ সূর্য থেকে দূরত্বঃ প্রায় ১০.৭ কোটি কিমি।
◧ আবর্তনঃ ২৪৩ দিন।
◧ পরিক্রমণঃ ২২৫ দিন।
◧ ব্যাসঃ ১২,১০৪ কিমি।
◧ পৃথিবীর সবচেয়ে কাছের এবং সূর্যের দ্বিতীয় কাছের গ্রহ শুক্র।
◧ এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি।
◧ শুক্রের কোনো উপগ্রহ নেই।
পৃথিবী (Earth)
◧ সূর্য থেকে দূরত্বঃ প্রায় ১৫ কোটি কিমি।
◧ আবর্তনঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
◧ পরিক্রমণঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।
◧ ব্যাসঃ ১২,৭৪২ কিমি।
◧ পৃথিবীর একটি উপগ্রহ আছে - চন্দ্র বা চাঁদ।
◧ মহাকাশ থেকে পৃথিবীকে নীল রং এর দেখায় বলে, একে নীল গ্রহ বলা হয়ে থাকে।
◧ এটি সৌরজগতের একমাত্র গ্রহ, যেখানে প্রাণের অস্তিত্ব আছে।
মঙ্গল (Mars)
◧ সূর্য থেকে দূরত্বঃ ২২.৮ কোটি কিমি।
◧ আবর্তনঃ ২৪ ঘ. ৩৭ মি.।
◧ পরিক্রমণঃ ৬৮৭ দিন।
◧ ব্যাসঃ ৬৭৭৯ কিমি।
◧ উপগ্রহঃ ২টি; যথা - ডাইমোস ও ফোবোস।
◧ এই গ্রহকে লালগ্রহ বলা হয়।
◧ তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল।
বৃহস্পতি (Jupiter)
◧ সূর্য থেকে দূরত্বঃ ৭৭.৮ কোটি কিমি।
◧ আবর্তনঃ ৯ ঘণ্টা ৫০ মিনিট।
◧ পরিক্রমণঃ ১২ বছর।
◧ ব্যাসঃ ১৩৯৮২০ কিমি।
◧ উপগ্রহঃ ৯২টি; তার মধ্যে উল্লেখযোগ্য হল - গ্যানিমিড, ইউরোপা।
◧ সবচেয়ে বড়ো গ্রহ এবং মাধ্যাকর্ষণ সবথেকে বেশি।
শনি (Saturn)
◧ সূর্য থেকে দূরত্বঃ ১৪২.৭ কোটি কিমি।
◧ আবর্তনঃ ১০ ঘণ্টা প্রায়।
◧ পরিক্রমণঃ ২৯ বছর ৬ মাস।
◧ ব্যাসঃ ১১৬৪৬০ কিমি।
◧ ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল ৭টা বলয় আছে।
◧ উপগ্রহঃ ৮২টি; কিন্তু নামকরণ হয়েছে ৫৩টির। তার মধ্যে উল্লেখযোগ্য হল – টাইটান।
ইউরেনাস (Uranus)
◧ সূর্য থেকে দূরত্বঃ ২৮৭ কোটি কিমি।
◧ আবর্তনঃ প্রায় ১৭ ঘণ্টা।
◧ পরিক্রমণঃ প্রায় ৮৪ বছর।
◧ ব্যাসঃ ৫০৭২৪ কিমি।
◧ উপগ্রহঃ ২৭টি; তার মধ্যে উল্লেখযোগ্য হল – মিরান্ডা, ওবেরন, টিটানিয়া।
◧ এটি সৌরজগতের শীতলতম গ্রহ।
◧ মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ।
নেপচুন (Neptune)
◧ সূর্য থেকে দূরত্বঃ ৪৪৯.৭ কোটি কিমি।
◧ আবর্তনঃ প্রায় ১৬ ঘণ্টা।
◧ পরিক্রমণঃ ১৬৫ বছর।
◧ ব্যাসঃ ৪৯২৪৪ কিমি।
◧ উপগ্রহঃ ১৪টি; উল্লেখযোগ্য - ট্রাইটন।
◧ মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল।
বামন গ্রহ-প্লুটো
একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হতো। কিন্তু ২০০৬ সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ (Dwarf Planet) অ্যাখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকেও ছোটো প্লটো, সূর্যকে পরিক্রমণ করে ২৪৮ বছরে।
সৌরজগতের গ্রহদের পরিচয় PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো
File Details ::
File Name: একনজরে সৌরজগতের গ্রহদের পরিচয়
File Format: PDF
No. of Pages: 02
File Size: 200 KB
No comments:
Post a Comment