Breaking




Tuesday, 13 August 2024

IBPS PO MT নিয়োগ 2024 :: ৪৪৫৫+ শূন্যপদে IBPS কর্মী নিয়োগ 2024

IBPS PO MT নিয়োগ 2024 :: ৪৪৫৫+ শূন্যপদে IBPS কর্মী নিয়োগ 2024

IBPS PO MT নিয়োগ 2024
IBPS PO MT নিয়োগ 2024
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি দারুন একটি চাকরির খবর নিয়ে, যে খবরটি তোমাদের দারুন ভাবে কাজে আসবে। আর যাদের ব্যাঙ্কের চাকরী করতে ইচ্ছুক তাদের জন্য আজকের পোস্টটি দারুন হতে চলেছে। তাই দেরি না করে মনোযোগ সহকারে নীচে দেওয়া তথ্য গুলি দেখে নাও আর নির্ধারিত তথ্য অনুযায়ী আবেদন করে দাও। 

পরীক্ষার নাম :: IBPS CRP PO/MT XIV

পদের নাম :: PO MT (PROBATIONARY OFFICERS & MANAGEMENT TRAINEES)

মোট শুন্যপদ :: ৪৪৫৫ টি

বয়সসীমা :: ১লা আগস্ট ২০২৪ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় আছে।

বেতন :: PO/MT ব্যাঙ্কিং পোস্টের বেতন ২৭,৬২০ টাকা থেকে ৪২,০২০ পর্যন্ত। তবে এটি একটি সঠিক বেতন স্কেল নয়, কারণ PO/MT বেতন ব্যাঙ্কের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

যোগ্যতা :: উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (স্নাতক ডিগ্রী) বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা।

আবেদন মূল্য :: আবেদন বাবদ Gen/OBC প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং SC, ST, PWD বিভাগ গুলির জন্য ১৭৫ টাকা।

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

নিয়োগ পদ্ধতি :: প্রিলিমিনারি, মেন, ইন্টার্ভিউ এই তিনটি পদ্ধতিতে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন শুরু ১লা আগস্ট ২০২৪
আবেদন শেষ ২১শে আগস্ট ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
আবেদন করার লিংক Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here

No comments:

Post a Comment