1160+ কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF | Bengali Computer GK MCQ Book PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি কম্পিউটার প্রশ্ন ও উত্তর বই PDF এই পোস্টটি নীয়ে। যে বইটির মধ্যে দেওয়া আছে 1160টির বেশি কম্পিউটার বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি দেওয়া আছে, যে প্রশ্ন উত্তর গুলি তোমাদের অবশ্যই আগত সকল চাকরির পরীক্ষা জন্য এবং কম্পিউটার বিষয়ক জ্ঞান অর্জন করতে দারুন ভাবে কাজে আসবে। আর এই বইটির আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রশ্ন উত্তর গুলি MCQ ফরম্যাটে দেওয়া আছে, যে তোমাদের উক্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে দারুন ভাবে সাহায্য করবে।
তাই দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া ডেমো প্রশ্ন উত্তর গুলি দেখে নাও আর PDF-টি সংগ্রহ করে মনোযোগ সহকারে সকল প্রশ্ন গুলি মুখস্ত করে নাও।
কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর
01.আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কয় প্রকার ?
ⓐ ৩ প্রকার
ⓑ ৪ প্রকার
ⓒ ৫ প্রকার
ⓓ ৬ প্রকার
02. কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে ?
ⓐ এনালগ
ⓑ ডিজিট্যাল
ⓒ হাইব্রিড
ⓓ উভয়ই
03. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রোসেসিং প্রোগ্রাম কোনটি ?
ⓐ ওয়ার্ড স্টার
ⓑ MS Excel
ⓒ MS Word
ⓓ MS Access
04. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
ⓐ মিনিফ্রেম কম্পিউটার
ⓑ মেইনফ্রেম কম্পিউটার
ⓒ সুপার কম্পিউটার
ⓓ মাইক্রো কম্পিউটার
05. MS Word -কি ধরণের সফটওয়্যার ?
ⓐ অপারেটিং সিস্টেম
ⓑ প্যাকেজ সিস্টেম
ⓒ ইউটিলিটি সফটওয়্যার
ⓓ অনুবাদক প্রোগ্রাম
06. কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগে ভাগ করা যায় ?
ⓐ 2টি
ⓑ 3টি
ⓒ 4টি
ⓓ 5টি
07. সফটওয়্যার প্রধানত কত ধরণের হয় ?
ⓐ দুই
ⓑ তিন
ⓒ চার
ⓓ পাঁচ
08. কাজের গতি বাড়ানোর জন্য কী ব্যবহৃত হয় ?
ⓐ Core Storage
ⓑ Main Storage
ⓒ RAM Cache
ⓓ RAM Chip
09. কিবোর্ডে কতগুলি "ফাংশন কী" আছে ?
ⓐ 10টি
ⓑ 12টি
ⓒ 5টি
ⓓ 8টি
10. কম্পিউটারে ভাইরাস কি ধরণের প্রোগ্রাম ?
ⓐ নিরাপত্তা প্রদানকারী
ⓑ বিপত্তি সৃষ্টিকারী
ⓒ শনাক্তকারী
ⓓ বিদ্যুৎ প্রদানকারী
11. স্ক্যানার একধরনের -
ⓐ স্মৃতি
ⓑ মাইক্রো প্রসেসর
ⓒ ইনপুট ডিভাইস
ⓓ আউটপুট ডিভাইস
12. কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি ?
ⓐ হার্ডডিস্ক
ⓑ সিডি
ⓒ ম্যাগনেটিক রিবন
ⓓ রম
13. MAC OS কোন কম্পিউটারে চলে-
ⓐ IBM PC কম্পাটিবল
ⓑ মিনিফ্রেম কম্পিউটারে
ⓒ ম্যাকিন্টশে
ⓓ মেইনফ্রেমে
14. ইনপুট হিসাবে তথ্যগুলো কোথায় জমা হয় ?
ⓐ মনিটরে
ⓑ কী বোর্ডে
ⓒ রমে
ⓓ র্যামে
15. নিচের কোনটি ডিজাইন সফটওয়্যার ?
ⓐ MS-Word
ⓑ Excel
ⓒ Access
ⓓ CAD
16. সিপিইউকে কটি ভাগে ভাগ করা যায় ?
ⓐ দুই
ⓑ তিন
ⓒ চার
ⓓ পাঁচ
17. বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো-
ⓐ 2
ⓑ 4
ⓒ 0এবং 2
ⓓ 0 এবং 1
18. মার্ক-৩ কোন প্রজন্মের কম্পিউটার ?
ⓐ প্রথম
ⓑ দ্বিতীয়
ⓒ তৃতীয়
ⓓ চতুর্থ
19. ডেটাবেজের গুরুত্বপূর্ণ বিষয় হলো-
ⓐ ফিল্ড
ⓑ মেনু
ⓒ ওয়ার্কশীট
ⓓ ফর্মুলা
20. ডিজিট্যাল কম্পিউটার কয় প্রকার ?
ⓐ তিন
ⓑ চার
ⓒ পাঁচ
ⓓ ছয়
1160+ কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: কম্পিউটার প্রশ্ন ও উত্তর বই
File Format: PDF
No. of Pages: 28
File Size: 14 MB
No comments:
Post a Comment