পশ্চিমবঙ্গের পৌরসভার তালিকা PDF
![]() |
পশ্চিমবঙ্গের পৌরসভার তালিকা PDF |
ডিয়ার পরীক্ষার্থী,
আমরা আজকে তোমাদের পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক পৌরসভার তালিকা PDF-এই পোস্টটি শেয়ার করছি। আজকের এই পোস্টটিতে পৌরসভা সম্পর্কিত যাবতীয় তথ্য গুলি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এর পাশাপাশি পৌরনিগম অনুযায়ী পৌরসভা গুলির নাম দেওয়া হচ্ছে। তাই তোমরা অতি অবশ্যই খুবি মনোযোগ সহকারে পোস্টটি পড়ো যাতে নিজেদের জ্ঞান এবং এই টপিক থেকে প্রশ্ন গুলি খুব তাড়াতাড়ি দিতে পারো।
☄ পৌরসভা কি ?
উত্তর ঃ পৌরসভা বা (ইংরেজি) Municipality, একটি একক প্রশাসনিক বিভাগ যা জাতীয় ও আঞ্চলিক আইন দ্বারা অধীনস্থ হিসাবে অনুমোদিত এবং স্ব-সরকার বা এখতিয়ারের ক্ষমতাযুক্ত কর্পোরেট অবস্থান এবং ক্ষমতা রাখে।পৌরসভার সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নগরপিতা বা নগরপতি বা মেয়র বলা হয়।
সর্বপ্রথম পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে আইন পাস হয় ১৮৪২ সালে। পরবর্তীকালে ১৯৯৩ সালে পশ্চিমবঙ্গের পুরসভাগুলির পরিচালনার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পৌর আইন বা দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট চালু হয়। ১৯৯৪ ও ১৯৯৫ সালে এই আইনের সংশোধন সাধন করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের পুরসভাগুলি এই আইন মোতাবেক প্রতিষ্ঠিত আছে।
☄ পশ্চিমবঙ্গের পৌরসভার বিভাগ সমূহ
উত্তর ঃ পশ্চিমবঙ্গের পৌর আইন অনুসারে পৌরসভা গুলিকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে।
▣ ‘ক’ বিভাগ – ২,০০,০০০-এর বেশি জনসংখ্যা বিশিষ্ট। ওয়ার্ড সংখ্যা সর্বাধিক ৩৫, সর্বনিম্ন ৯
▣ ‘খ’ বিভাগ – ১,৫০,০০০ থেকে ২,০০,০০০ জনসংখ্যা বিশিষ্ট। ওয়ার্ড সংখ্যা সর্বাধিক ৩০, সর্বনিম্ন ৯
▣ ‘গ’ বিভাগ – ৭৫,০০০ থেকে ১,৫০,০০০ জনসংখ্যা বিশিষ্ট। ওয়ার্ড সংখ্যা সর্বাধিক ২৫, সর্বনিম্ন ৯
▣ ‘ঘ’ বিভাগ – ২৫,০০০ থেকে ৭৫,০০০ জনসংখ্যা বিশিষ্ট। ওয়ার্ড সংখ্যা সর্বাধিক ২০, সর্বনিম্ন ৯
▣ ‘ঙ’ বিভাগ – ২৫,০০০-এর কম জনসংখ্যা বিশিষ্ট। ওয়ার্ড সংখ্যা সর্বাধিক ১৫, সর্বনিম্ন ৯
পৌরসভা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শহরাঞ্চলীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ একক। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, হাওড়া, চন্দননগর ও বিধাননগর মহানগরগুলি বাদে পশ্চিমবঙ্গের অন্যান্য শহরে এই ব্যবস্থা প্রচলিত। পশ্চিমবঙ্গে ৭ টি পৌরনিগম মিলিয়ে মোট পৌরসভার সংখ্যা ১২৯টি। এর মধ্যে মেদিনীপুর বিভাগে ১৯টি, প্রেসিডেন্সি বিভাগে ৪৮টি, বর্ধমান বিভাগে ২৭টি, মালদা বিভাগে ১৭টি ও জলপাইগুড়ি বিভাগে ১৭টি পৌরসভা আছে।
পশ্চিমবঙ্গের পৌরসভার তালিকা
বর্ধমান বিভাগ
জেলার নাম | পৌরসভা গুলি |
---|---|
বর্ধমান | কাটোয়া, দাঁইহাট, কালনা, রাণীগঞ্জ, বর্ধমান, গুসকরা, মেমারী, কুলটি, জামুরিয়া। |
বীরভূম | সিউড়ি, রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর, সাঁইথিয়া, নলহাটি। |
হুগলী | বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর, আরামবাগ, চাঁপদানি, রিষড়া, চুঁচুড়া, কোন্নগর, উত্তরপাড়া, তারকেশ্বর। |
মালদা বিভাগ
জেলার নাম | পৌরসভা গুলি |
---|---|
উত্তর দিনাজপুর | রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর। |
দক্ষিণ দিনাজপুর | বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর। |
মালদা | পুরাতন মালদহ, ইংলিশবাজার। |
মুর্শিদাবাদ | মুর্শিদাবাদ, কান্দি, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, জঙ্গীপুর, বহরমপুর, ধুলিয়ান, বেলডাঙা। |
মেদিনীপুর বিভাগ
জেলার নাম | পৌরসভা গুলি |
---|---|
পূর্ব মেদিনীপুর | তমলুক, কাঁথি, এগরা, হলদিয়া। |
পশ্চিম মেদিনীপুর | মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, চন্দ্রকোণা, ক্ষীরপাই, ঝাড়গ্রাম, রামজীবনপুর। |
বাঁকুড়া | বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী। |
পুরুলিয়া | পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর। |
প্রেসিডেন্সি বিভাগ
জেলার নাম | পৌরসভা গুলি |
---|---|
উত্তর ২৪ পরগণা | বারাসাত, বরানগর, বাদুড়িয়া, বনগাঁ, অশোকনগর কল্যাণগড়, ব্যারাকপুর, গোবরডাঙা, বসিরহাট, দমদম, ভাটপাড়া, গারুলিয়া, হাবড়া, কামারহাটী, নৈহাটি, খড়দহ, কাঁচড়াপাড়া, নিউ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, দক্ষিণ দমদম, উত্তর দমদম, পানিহাটি, টাকি, টিটাগড়, হালিশহর। |
দক্ষিণ ২৪ পরগণা | রাজপুর সোনারপুর, বারুইপুর, জয়নগর-মজিলপুর, বজবজ, ডায়মণ্ড হারবার, মহেশতলা, পূজালী। |
হাওড়া | উলুবেড়িয়া, বালি |
নদীয়া | রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, বীরনগর, নবদ্বীপ, চাকদহ, কল্যাণী, গয়েশপুর, কুপার্স ক্যাম্প, তাহেরপুর, হরিণঘাটা |
জলপাইগুড়ি বিভাগ
জেলার নাম | পৌরসভা গুলি |
---|---|
জলপাইগুড়ি | জলপাইগুড়ি, মাল, ধুপগুড়ি। |
দার্জিলিং | দার্জিলিং, কার্শিয়াং, মিরিক। |
কালিম্পং | কালিম্পং |
আলিপুরদুয়ার | আলিপুরদুয়ার। |
কোচবিহার | কোচবিহার, মাথাভাঙ্গা, দিনহাটা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, তুফানগঞ্জ। |
সম্ভাব্য প্রশ্নাবলী
☄ পশ্চিমবঙ্গে মোট কয়টি পৌরসভা আছে ?
উত্তর ঃ ১২২টি
☄ পশ্চিমবঙ্গে মোট কয়টি পৌরনিগম আছে ?
উত্তর ঃ ৭টি
☄ পশ্চিমবঙ্গে কয়টি বিধাননগর/মহানগর আছে ?
উত্তর ঃ ৬টি
☄ পশ্চিমবঙ্গে কবে পৌর আইন চালু হয় ?
উত্তর ঃ ১৯৯৩ সালে
☄ হুগলী জেলায় কত গুলি পৌরসভা আছে ?
উত্তর ঃ ১১টি
☄ পশ্চিমবঙ্গের পৌরসভা গুলি কে কয়টি বিভাগে ভাগ করা হয়েছে ?
উত্তর ঃ ৫টি (বর্ধমান, মালদা, মেদিনীপুর, প্রেসিডেন্সি, জলপাইগুড়ি)
পশ্চিমবঙ্গের পৌরসভার PDF-টি পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গের পৌরসভার তালিকা
File Format: PDF
No. of Pages: 03
File Size: 450 KB
No comments:
Post a Comment