Breaking




Tuesday, 27 August 2024

ভারতীয় রাজনীতি প্রশ্ন ও উত্তর PDF | Indian Polity MCQ Question Answer PDF

ভারতীয় রাজনীতি প্রশ্ন ও উত্তর PDF | Indian Polity MCQ Question Answer PDF

ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর PDF
ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে ভারতবর্ষের সকল প্রকার চাকরির পরীক্ষার একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে প্রশ্ন গুলি তোমাদের অবশ্যই দারুন ভাবে কাজে আসবে। আমরা আজকে ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করছি, যে পোস্টটির মধ্যে বেশকিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন গুলি তোমাদের অবশ্যই কাজে আসবে, তাই দেরি না করে অবিলম্বে মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও।

বিঃ দ্রঃ- যদি আজকের দেওয়া প্রশ্ন গুলি ভালোলাগে পরের পর্বের জন্য কমেন্ট বক্সে Next লিখে যাবে।

ভারতীয় রাজনীতি প্রশ্ন ও উত্তর

01. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —
ⓐ প্রধান বিচারপতি
✔️ ভারতের রাষ্ট্রপতি 
ⓒ ভারতের প্রধানমন্ত্রী
ⓓ লোকসভার অধ্যক্ষ

02. ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যা কর্তা কাকে বলা হয় ?
ⓐ কেন্দ্রীয় মন্ত্রিসভা
ⓑ রাষ্ট্রপতি
ⓒ প্রধানমন্ত্রী
✔️ সুপ্রিমকোর্ট 

03. রাষ্ট্রপতি দ্বারা অর্থ কমিশন গঠিত হয়—
ⓐ দুই বছর অন্তর
ⓑ তিন বছর অন্তর
✔️ পাঁচ বছর অন্তর 
ⓓ চার বছর অন্তর 

04. ভারতীয় সংবিধানের কোন article -এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
✔️ Article 40 
ⓑ Article 41
ⓒ Article 42
ⓓ Article 43

05.  ‘বাক স্বাধীনতা’ হল একটি-
✔️ মৌলিক অধিকার 
ⓑ নির্দেশক নীতি ভিত্তিক অধিকার
ⓒ রাজ্য বিধানসভা প্রণীত অধিকার
ⓓ উপরের কোনটিই নয়

06. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—
✔️ লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা 
ⓑ লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
ⓒ কেবলমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
ⓓ কেবলমাত্র রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা

07. ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে ?
ⓐ 41 নং ধারা
ⓑ 42 নং ধারা
ⓒ 43 নং ধার
✔️ 44 নং ধারা 

08. পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল -
ⓐ উন্নতিতে জনগণের অংশগ্রহণ
ⓑ রাজনৈতিক দায়বদ্ধতা
✔️ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ 
ⓓ আর্থিক যোজন

09.  ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?
ⓐ 16 নং ধারা
ⓑ 17 নং ধারা
ⓒ 18 নং ধারা
✔️ 19 নং ধারা 

10. কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় কোন সংস্থার সুপারিশের ভিত্তিতে ?
ⓐ পরিকল্পনা কমিশন
✔️ অর্থ কমিশন 
ⓒ জাতীয় উন্নয়ন পরিষদ
ⓓ সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি

11. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোন একটির জন্য ?
ⓐ 26 নং ধারা
ⓑ 27 নং ধারা
ⓒ 28 নং ধারা
✔️ 29 নং ধারা 

12. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার ‘অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে ?
ⓐ 12 নং ধার
ⓑ 15 নং ধার
ⓒ 16 নং ধার
✔️ 17 নং ধারা 

13. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত —
ⓐ একটি
ⓑ দুইটি
✔️ তিনটি 
ⓓ চারটি

14. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে ?
✔️ 1 নং ধারা 
ⓑ 2 নং ধারা 
ⓒ 3 নং ধারা
ⓓ 4 নং ধারা

15. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?
ⓐ 10 নং ধারা
ⓑ 11 নং ধারা
✔️ 12 নং ধারা 
ⓓ 13 নং ধারা

16. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত ? 
ⓐ কৃষি
ⓑ জনস্বাস্থ্য এবং স্বচ্ছতা 
ⓒ স্থানীয় সরকার
✔️ বন 

17. ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে ?
✔️ মহারাষ্ট্র 
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ বিহার
ⓓ কেরল

18. আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত ?
ⓐ 45
ⓑ 47
✔️ 52 
ⓓ 57

19. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে—
ⓐ ভারতের রাষ্ট্রপতি
✔️ লোকসভা 
ⓒ ভারতের প্রধান বিচারপতি
ⓓ আইন কমিশন

20. ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?
ⓐ 245 ধার
✔️ 280 ধারা 
ⓒ 356 ধারা
ⓓ 370 ধারা

21. সংসদে অর্থ বিল পাশ করার জন্য নিম্নলিখিত কোনটি জরুরি নয় ? 
ⓐ লোকসভার অনুমোদন 
ⓑ অর্থমন্ত্রীর অনুমোদন 
✔️ রাজ্যসভার অনুমোদন 
ⓓ উক্ত কোনোটিই নয়

22. কত সালে ভারতে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 করার বিলটি অনুমোদিত হয় ?
✔️ 28শে মার্চ 1989 
ⓑ 28শে মার্চ 1990
ⓒ 28শে মার্চ 1980
ⓓ 28শে মার্চ 1988

23. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না ?
ⓐ 25 নং ধার
ⓑ 26 নং ধারা
ⓒ 27 নং ধারা
✔️ 28 নং ধারা 

24. রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন - 
ⓐ লোকসভার সঞ্চালক
ⓑ ভারতের রাষ্ট্রপতি
ⓒ ভারতের প্রধানমন্ত্রী
✔️ রাজ্যপাল 

25. 29শে নভেম্বর 1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না ?
ⓐ মৌলিক অধিকার
✔️ মৌলিক কর্তব্য 
ⓒ রাষ্ট্রপতি শাসন
ⓓ জরুরি অবস্থা

ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name:  ভারতীয় রাজনীতি প্রশ্ন ও উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  267 KB 


No comments:

Post a Comment