পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম | Nicknames of various places in West Bengal
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি পশ্চিমবঙ্গের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইউনিক টপিক নিয়ে। আজকে উপস্থাপন করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম তালিকা PDF এই পোস্টটি নিয়ে। এই টপিক থেকে বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় একটা-দুটো প্রশ্ন এসে থাকে। তাই তোমরা অবশ্যই এই PDF প্রথমে ডাউনলোড করে নেবে এবং খুবই মনোযোগ সহকারে পরে নাও।
সুতরাং আর কোন রকম সময় নষ্ট না করে খুবই মনোযোগ সহকারে পরে নাও, যাতে তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনামের তালিকা
স্থানের নাম | উপনাম |
---|---|
হাওড়া | ভারতের গ্লাসগো। |
হাওড়া | ভারতের শেফিল্ড। |
কলকাতা ও হাওড়া | যমজ শহর। |
কলকাতা | পূর্ব ভারতের প্রবেশদ্বার। |
কলকাতা | আনন্দের শহর। |
কলকাতা | ভারতের সাংস্কৃতিক রাজধানী। |
কলকাতা | পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর। |
কলকাতা | প্রাসাদ নগরী। |
কলকাতা | ফুটবলের মক্কা। |
কলকাতা | মিছিল নগরী। |
কলকাতা | আলীনগর। |
মুর্শিদাবাদ | নবাবের শহর। |
শিলিগুড়ি | উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। |
শিলিগুড়ি | ডুয়ার্সের প্রবেশদ্বার। |
জলপাইগুড়ি | ডুয়ার্সের শহর। |
বিষ্ণুপুর | টেরাকোটার শহর। |
বিষ্ণুপুর | বাংলার মন্দির নগরী। |
বিষ্ণুপুর | পূর্ব ভারতের কাশী। |
দার্জিলিং | শৈল শহর। |
দার্জিলিং | চা-এর শহর। |
দার্জিলিং | পাহাড়ের রানী। |
খড়গপুর | মিনি ইন্ডিয়া। |
ঝাড়গ্রাম | অরণ্য সুন্দরী। |
কার্শিয়াং | অর্কিডের শহর। |
পুরুলিয়া | মানভূম সিটি। |
রাজারহাট | সর্বাধুনিক শহর। |
সল্টলেক | পরিকল্পিত শহর। |
ক্ষীরাই (মেদনীপুর) | ফুলের উপতক্য। |
চন্দননগর | সিটি অফ লাইট। |
চন্দননগর | ফরাসডাঙ্গা। |
দুর্গাপুর | ভারতের রূঢ়। |
দুর্গাপুর | ভারতের ইস্পাত নগরী। |
চুঁচুড়া | ওলন্দাজ নগর। |
বনগাঁ | সীমান্ত শহর। |
শ্রীরামপুর | ফ্রেড্রিক নগর। |
শান্তিপুর | তাঁতের শহর। |
বহরামপুর | বাংলার রেশম শিল্পের শহর। |
পূর্ব বর্ধমান | পশ্চিমবঙ্গের ধানের গোলা। |
রানীগঞ্জ | কয়লার শহর। |
মালদহ | আমের শহর। |
নবদ্বীপ | বাংলার অক্সফোর্ড। |
কোচবিহার | রাজার শহর। |
কোলাঘাট | ইলেকট্রিক সিটি। |
সুন্দরবন | বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ। |
তারকেশ্বের | বাবার ধাম। |
আসানসোল | কালো হীরের স্থান। |
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম
File Format: PDF
No. of Pages: 03
File Size: 207 KB
No comments:
Post a Comment