Breaking




Thursday, 21 November 2024

SSC GD Exam Date 2024-25 :: SSC GD পরীক্ষার তারিখ 2024-25

SSC GD Exam Date 2024-25 :: SSC GD পরীক্ষার তারিখ 2024-25

SSC GD পরীক্ষার তারিখ 2024-25
SSC GD পরীক্ষার তারিখ 2024-25
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে গত মাসের ১৪ তারিখে SSC GD পদে আবেদন পর্ব শেষ হয়েছে। যে পদের জন্য অনেকেই আবেদন করেছি এখন তোমরা অপেক্ষায় আছো এই পরীক্ষা কবে থেকে শুরু হবে, তোমাদের এই অপেক্ষার অবসান ঘটনার জন্য আজকে আমরা এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি। 
গত ১৯শে নভেম্বর SSC বোর্ড GD পরীক্ষা গুলির কবে থেকে শুরু হবে এবং কতদিন ধরে শুরু হবে সেই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আজকে আমরা সেই পোস্টটির সার অংশ PDF সহ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসএসসি সিজিএল টায়ার ২ এবং তার সঙ্গেই জিডি কনস্টেবল (SSC GD Constable) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তাই জেনে নাও সমস্ত পরীক্ষার তারিখ গুলি- 

পরীক্ষার নাম তারিখ
Combined Graduate Level Examination, 2024 (Tier II) 18th, 19th and 20th January, 2025
Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in Narcotics Control Bureau Examination, 2025 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th, 20th, 21st, 24th, and 25th February, 2025

এডমিট দেওয়া হবে - পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগেই পরীক্ষার্থীরা এডমিট পেয়ে যাবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি - Download Now


No comments:

Post a Comment