Breaking




Sunday, 24 November 2024

SSC GD Constable Math Question Answer in Bengali PDF | জিডি কনস্টেবল গণিত প্রশ্ন উত্তর PDF

SSC GD Constable Math Question Answer in Bengali PDF || জিডি কনস্টেবল গণিত প্রশ্ন উত্তর PDF

জিডি কনস্টেবল গণিত প্রশ্ন উত্তর PDF
জিডি কনস্টেবল গণিত প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, এসএসসি জিডি কনস্টেবল গণিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা বেশ কিছু বাছাই করা অঙ্ক প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি দেখে নাও এবং যদি অঙ্ক গুলি ভালোলাগে অবশ্যই PDF-টি সংগ্রহ করে প্র্যাকটিস করে নেবে। 

জিডি কনস্টেবল গণিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 20 মিনিটে ভর্তি হয় এবং অপর আরেকটি পাইপ দিয়ে 60 মিনিটে ভর্তি করা যায়।  যদি দুটি পাইপ 10 মিনিট খোলা রাখার পর, প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয়।  তবে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে ? 
[A] 20 মিনিট 
[B] 30 মিনিট 
[C] 10 মিনিট 
[D] 40 মিনিট

প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বাড়ে এবং প্রস্থ 20% বাড়ে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ? 
[A] 50% 
[B] 56% 
[C] 150% 
[D] 60%

প্রশ্নঃ একটি গ্লাসে জল ও অ্যালকোহলের অনুপাত 2 : 5। গ্লাসে 6 লিটার জল ঢাললে অনুপাত হয় 1 : 1, গ্লাসে অ্যালকোহলের পরিমাণ কত ছিল ? 
[A] 10 লিটার
[B] 15 লিটার 
[C] 20 লিটার 
[D] 22 লিটার

প্রশ্নঃ কোন একটি পরীক্ষায় 35% ছাত্র গণিতে এবং 30% ছাত্র ইংরেজিতে ফেল করে।  20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে।  275 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ? 
[A] 400 জন 
[B] 500জন 
[C] 555 জন 
[D] 505 জন

প্রশ্নঃ অর্ধেক ভর্তি অবস্থায় কোন বালতির ওজন 70 কেজি। সিকি অংশ খালি অবস্থায় জলভরা বালতিটির ওজন 80 কেজি। এখন দুই-পঞ্চমাংশ ভর্তি অবস্থায় পাত্রটির ওজন কত হবে ?  
[A] 16 কেজি 
[B] 48 কেজি 
[C] 66 কেজি 
[D] 100 কেজি

প্রশ্নঃ দুটি পারস্পরিক মৌলিক সংখ্যার যোগফল 20 এবং তাদের ল.সা.গু 99 ; সংখ্যা দুটি কি কি ?  
[A] 11 এবং 9
[B] 12 এবং 1 
[C] 8 এবং 12 
[D] 19 এবং 7

প্রশ্নঃ জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে ?
[A] 1:4 
[B] 3:4
[C] 4:3 
[D] 4:1

প্রশ্নঃ A ও B একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে শেষ করে। 4 দিন একসঙ্গে কাজ করার পর A চলে যায়।  বাকি কাজ B কতদিনে শেষ করবে ?
[A] 13 দিন
[B] 12 দিন
[C] 11 দিন 
[D] 10 দিন

প্রশ্নঃ একটি চিড়িয়াখানায় হরিণ ও ময়ূরের মাথার সংখ্যা 50টি এবং পায়ের সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে ?
[A] 20
[B] 25
[C] 30 
[D] 35

প্রশ্নঃ একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 280 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত ?
[A] 56
[B] 60
[C] 70 
[D] 75

প্রশ্নঃ একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ ও পায়রা আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290টি হলে খরগোশের সংখ্যা কটি ?
[A] 40
[B] 45 
[C] 50
[D] 55 

প্রশ্নঃ একজন দালাল ক্রেতার কাছ থেকে 3 % কমিশন নেন এবং বিক্রেতার কাছে 4 % কমিশন নেন। তিনি একটি জায়গা বিক্রি করে যদি 7000 টাকা কমিশন পান, তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল ?
[A] 10000 টাকা
[B] 70000 টাকা
[C] 100000 টাকা 
[D] 700000 টাকা

প্রশ্নঃ এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিমি গতিতে গিয়ে বাকি অর্ধেক পথ 20 কিমি গতিতে যায়। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত ?
[A] 12 কিমি/ঘণ্টা 
[B] 15 কিমি/ঘণ্টা
[C] 24 কিমি/ঘণ্টা 
[D] 27 কিমি/ঘণ্টা

প্রশ্নঃ তিনটি সংখ্যার অনুপাত 1 : 2 : 3 এবং তাদের গ.সা.গু. 5 হলে, সংখ্যা তিনটির গুণফল কত ?
[A] 30
[B] 150 
[C] 180
[D] 200

প্রশ্নঃ 4 জন লোক 4 দিনে 4 টি মাদুর তৈরি করে।  200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে ?
[A] 200 টি
[B] 1000 টি
[C] 5000 টি 
[D] 10000 টি 

প্রশ্নঃ বাঁকুড়া থেকে পুরুলিয়ার বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত 5 : 3। ট্রেন ভাড়া 10 % ও বাস ভাড়া 20 % বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে ?
[A] 11 : 20
[B] 12 : 19
[C] 19 : 12
[D] 20 : 11 

প্রশ্নঃ ঘণ্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে ?
[A] 9 সেকেন্ডে 
[B] 12 সেকেন্ডে
[C] 13 সেকেন্ডে
[D] 15 সেকেন্ডে

প্রশ্নঃ 250 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার লম্বা ব্রিজ কে অতিক্রম করতে 16 সেকেন্ড সময় নেয় আবার একটি প্লাটফর্মকে অতিক্রম করে 18 সেকেন্ডে। প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?
[A] 200 মিটার 
[B] 250 মিটার
[C] 450 মিটার
[D] 400 মিটার

প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ভেতরের চারদিকে 3 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত ?
[A] 48 বর্গসেমি 
[B] 64 বর্গসেমি
[C] 76 বর্গসেমি
[D] 84 বর্গসেমি

প্রশ্নঃ একটি শঙ্কু ও একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান এবং উচ্চতা যথাক্রমে 3 সেমি ও 6 সেমি।  শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত কত ?
[A] 1 : 2
[B] 2 : 1
[C] 3 : 4
[D] 1 : 6 

প্রশ্নঃ বর্গক্ষেত্রের বাহু 11 সেন্টিমিটার হলে, বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত ?
[A] 3.5 সেন্টিমিটার
[B] 7 সেন্টিমিটার
[C] 10.5 সেন্টিমিটার
[D] 14 সেন্টিমিটার


জিডি কনস্টেবল গণিত প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  এসএসসি জিডি কনস্টেবল গণিত প্রশ্ন

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  224 KB  


No comments:

Post a Comment