Breaking




Sunday, 24 December 2023

এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF || SSC GD Constable Question Answers PDF

এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF || SSC GD Constable Question Answers PDF

এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
এসএসসি জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
ডিয়ার জিডি পরীক্ষার্থী,
তোমরা যারা এই SSC GD Constable পরীক্ষার জন্য নিজেকে অনেক দিন থেকে বিভিন্ন রকম ভাবে নিজেক প্রস্তুত করছো, তোমাদের জন্য আমরা আজকে অনেকদিন পর নিয়ে হাজির হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে যে পোস্টটি তোমাদের এই পরীক্ষার প্রস্তুতির জন্য দারুন ভাবে কাজে আসবে।
আমাদের আজকের সেই দারুন উপযোগী পোস্টটি হল, SSC GD Constable Question Answers PDF আমরা এই প্রশ্ন গুলি একদম বাছাই করে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। যে প্রশ্ন গুলি তোমরা দেখলেই বুঝতে পারবে প্রশ্ন গুলি কতটা আলাদা এবং এই পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। 
তাই তোমরা সময় নষ্ট নাকরে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব মনজগ সাহকের দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে রেখে দাও যাতে পরবর্তী সময়ে জরুরীকালীন অবস্থায় কাজে আসে। 

SSC GD Constable Question Answers

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কী ?
Ans ::- ভারত

প্রশ্নঃ স্বাধীন ভারতের বৃহত্তম কর ব্যবস্থা GST কবে থেকে চালু হয় ?
Ans ::- ১লা জুলাই ২০১৭

প্রশ্নঃ বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় কোন সরঞ্জামের সাহায্যে ?
Ans ::- থার্মোমিটার।

প্রশ্নঃ ভারতের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয় ?
Ans ::- মণিপুর

প্রশ্নঃ ‘চিরবসন্তের দেশ’ কাকে বলা হয় ?
Ans ::- কুইটো/কিটো (ইকুয়েডর)

প্রশ্নঃ সম্প্রতি কোন প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত করে ?
Ans ::- কন্যাশ্রী প্রকল্প

প্রশ্নঃ পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
Ans ::- ফর্মিক অ্যাসিড

প্রশ্নঃ ভারতের হাইকোর্টগুলির মধ্যে কে প্রথম মহিলা বিচারপতি ছিলেন ?
Ans ::- লীলা শেঠ

প্রশ্নঃ ফারাক্কা প্রকল্প কোথায় অবস্থিত ?
Ans ::- পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে

প্রশ্নঃ মেয়েদের ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট পাওয়ার নাজির কে গড়েন ?
Ans ::- ঝুলন গোস্বামী

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভায় শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?
Ans ::- মৌলানা আবুল কালাম আজাদ

প্রশ্নঃ ‘রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান’ ভারতের কোথায় আছে ?
Ans ::- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

প্রশ্নঃ ভারতের কোথায় জাফরান অধিক পরিমাণে পাওয়া যায় ?
Ans ::- কাশ্মীর উপত্যকায়

প্রশ্নঃ কার জন্মদিনে ভারত সরকার ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করে ?
Ans ::- বল্লভভাই প্যাটেল

প্রশ্নঃ ভারতে কে প্রথম সর্বভারতীয় মহিলা সমিতি গড়েন ?
Ans ::- অ্যানি বেসান্ত

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ‘সৌর সুজলা যোজনা’ শুরু হয় ?
Ans ::- ছত্রিশগড়ে

প্রশ্নঃ নদীয়া জেলার সদর দপ্তর কোনটি ?
Ans ::- কৃষ্ণনগর

প্রশ্নঃ আয়ুষ্মান ভারত কোন প্রকল্পের অন্তর্ভুক্ত ?
Ans ::- জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প

প্রশ্নঃ কোন সালে চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে ?
Ans ::- ১৭৬৮ সালে

প্রশ্নঃ সম্প্রতি ভারত যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পরীক্ষা করলো তার নাম কি ?
Ans ::- নাগ

প্রশ্নঃ ভারতের জাতীয় প্রতীকের স্তম্ভে দাঁড়ানো মোট সিংহের সংখ্যা কয়টি ?
Ans ::- ৪টি

প্রশ্নঃ ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশন কোনটি ?
Ans ::- রেডিও উমং

প্রশ্নঃ ‘গুড ফ্রাইডে’ উৎসব কোন দিনটির স্মরণে পালন করা হয় ?
Ans ::- যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন

প্রশ্নঃ ভারতবর্ষের কোন শৈল্য রাজ্য প্রথম ইলেকট্রিক বাস চালু হয় ?
Ans ::- হিমাচল প্রদেশ

প্রশ্নঃ জাতীয় মানবাধিকার কমিশন কবে গড়ে ওঠে ?
Ans ::- ১৯৯৩ সালে

প্রশ্নঃ ভারতের কোন মহিলা বক্সার প্রথম কমনওয়েলথ গেমস-এ সোনা জেতে ?
Ans ::- মেরী কম

প্রশ্নঃ ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসের রচয়িতা কে ?
Ans ::- আশাপূর্ণা দেবী

প্রশ্নঃ দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত মেট্রো স্টেশন কোনটি ?
Ans ::- দিল্লী

প্রশ্নঃ জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের আনুপাতিক হার কত ?
Ans ::- ২ : ৩

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম কি ?
Ans ::- অবণী চতুর্বেদী

প্রশ্নঃ ইউরিয়াতে কোন মৌলের পরিমান অধিক থাকে ?
Ans ::- নাইট্রোজেন

প্রশ্নঃ কে ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে সর্বাধিক সময় ধরে মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে রেকর্ড গড়লেন ?
Ans ::- পবন কুমার চামলিং (সিকিম)

প্রশ্নঃ মরফিন নামক উপক্ষার কোথায় পাওয়া যায় ?
Ans ::- আফিম

প্রশ্নঃ হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম রোবটের নাম কি ?
Ans ::- রশ্মি

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ -এটির উচ্চতা কত ?
Ans ::- ১৮২ মিটার

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ?
Ans ::- লালকেল্লায়

প্রশ্নঃ ভাগীরথী ও অলকানন্দার সঙ্গম কোথায় হয় ?
Ans ::- দেবপ্রয়াগ

প্রশ্নঃ বাদুড় কোন প্রকারের জীব ?
Ans ::- স্তন্যপায়ী

জিডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

No comments:

Post a Comment