SSC GD Constable Previous Year Question Paper PDF | জিডি কনস্টেবল বিগত বছরের প্রশ্নপত্র PDF
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি যে SSC কমিশনের মাধ্যমে বছরে বহুবার বিভিন্ন রকম পদে প্রচুর কর্মী নিয়োগ করা হয়ে থাকে। তার মধ্যে SSC কমিশনের একটি উল্লেখযোগ্য পদ হল, SSC GD Constable. যে পদটিতে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হয়ে থাকে সমগ্র দেশ জুরে। তাই আমরা দেখেছি এই পদের জন্য প্রচুর সংখ্যক পরীক্ষার্থীও আবেদন করে থাকে এবং পরীক্ষাও দেয়। তাই আমরা আজকে সেই সমস্থ পরীক্ষার্থীর প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য নিয়ে হাজির হয়েছি SSC GD Constable বিগত সালের প্রশ্নপত্র PDF এই পোস্টটি। পোস্টটির মধ্যে থাকছে ২০১৫, ২০১৮ এবং ২০১৯ সালে হওয়া পরীক্ষার প্রশ্নপত্র গুলি।
তাই তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো এবং কোন কোন ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে বুঝে উঠতে পারছনা অবশ্যই এই প্রশ্নপত্র গুলি সংগ্রহ করে খুব ভালোভাবে দেখে নাও এবং বুঝে নাও কোন কোন বিষয় গুলি বারবার প্র্যাকটিস করতে হবে।
জিডি কনস্টেবল বিগত বছরের প্রশ্নপত্র
সাল | Link |
---|---|
2015 | Download Now |
2018 | Download Now |
2019 | Download Now |
No comments:
Post a Comment