ICC T20 বিশ্বকাপ 2024 : সমস্ত পুরস্কার বিজয়ীদের তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
গত কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল 2024 ICC Men's T20 World Cup যে খেলায় জয় করেছে ভারত। আমরা আজকে সেই টুর্নামেন্টের সমস্ত পুরস্কার জয়ীদের নাম তালিকা আকারে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি।
সুতরাং দেরি না করে তোমরা নীচের দেওয়া তালিকাটি মনোযোগ সহকারে দেখে নাও কেননা এই টপিকটি থেকে আগত সকল চাকরির পরীক্ষায় গুলির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের জন্য দারুন ভাবে কাজে আসবে।
ICC T20 বিশ্বকাপ 2024
সংস্করণ | ৯তম |
খেলা শুরু | ১লা জুন ২০২৪ |
খেলা শেষ | ২৯শে জুন ২০২৪ |
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) |
আয়োজক দেশ | ওয়েস্ট ইন্ডিজ & মার্কিন যুক্তরাষ্ট্র |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নকআউট |
খেলার ফরম্যাট | নকআউট |
অংশগ্রহণকারী দল সংখ্যা | ২০ |
মোট ম্যাচ সংখ্যা | ৫৫ |
বিজয়ী দল | ভারত |
রানার-আপ দল | দক্ষিন আফ্রিকা |
২০২৬ আয়োজক দেশ | ভারত ও শ্রীলঙ্কা |
2024 T20 বিশ্বকাপ পুরস্কার
সর্বাধিক রান | রহমানুল্লাহ গুরবাজ | ২৮১ রান |
সবচেয়ে বেশি উইকেট | আরশদীপ সিং & ফজলহক ফারুকী | ১৭টি |
সর্বোচ্চ রান | নিকোলাস পুরান | ৯৮ রান |
সর্বোচ্চ স্ট্রাইক রেট | শাই হোপ | ১৮৭.৭১ |
সর্বাধিক ছক্কা | নিকোলাস পুরান | ১৭টি |
সর্বাধিক ৫০+ স্কোর | রোহিত শর্মা, রহমানুল্লাহ গুরবাজ | ৩ each |
সর্বাধিক ক্যাচ | এইডেন মার্করাম | ৮টি ক্যাচ |
2024 T20 বিশ্বকাপ ফাইনালের পুরস্কার
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট | জাসপ্রিত বুমরাহ |
ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ | বিরাট কোহলি |
স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ | সূর্যকুমার যাদব |
ICC T20 বিশ্বকাপ 2024 পুরস্কার বিজয়ীদের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ICC T20 বিশ্বকাপ 2024
File Format: PDF
No. of Pages: 02
File Size: 221 KB
No comments:
Post a Comment