Breaking




Monday 20 November 2023

2023 ক্রিকেট বিশ্বকাপ পুরস্কার বিজয়ীদের তালিকা PDF || 2023 ICC Cricket World Cup Award Winners List

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পুরস্কার বিজয়ীদের তালিকা PDF || 2023 ICC Cricket World Cup Award Winners List

2023 ক্রিকেট বিশ্বকাপ পুরস্কার বিজয়ীদের তালিকা
2023 ক্রিকেট বিশ্বকাপ পুরস্কার বিজয়ীদের তালিকা
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি গতকাল ছিল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, যেখানে ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই শক্তিশালী দেশ অংশগ্রহণ করেছিল। যে ম্যাচে ৬ উইকেটের বিনিময়ে ৪২ রানের ব্যবধানে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিজয়ী হয়। কালের ওই ফাইনাল ম্যাচে ভারতের পরাজয় গোটা ভারতবাসীর চোখে জল এনে দেয়। খেলায় হার জিত আছে আমরা একদিন ঠিক পারবো এই কাপ জিততে। 
বন্ধুরা আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, 2023 ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বিশ্বকাপে পুরস্কার বিজয়ীদের নাম গুলি খুব সুন্দর ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।

সুতরাং বন্ধুরা তোমরা অবিলম্বে নীচে দেওয়া আলাদা আলাদা তালিকা গুলি খুব ভালোভাবে দেখা নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে নাও কেননা আগত সকল চাকরীর পরীক্ষায় এবং ইন্টার্ভিউ গুলিতে এই কারেন্ট অ্যাফেয়ার্স টপিক থেকে প্রশ্ন আসবেই। 

২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ

ব্যবস্থাপক International Cricket Council (ICC)
প্রতিযোগিতার ধরন রাউন্ড-রবিন ও নকআউট
সংস্করণ ১৩তম
আয়োজক দেশ ভারত
খেলা শুরু ৫ই অক্টোবর ২০২৩
খেলা শেষ ১৯শে নভেম্বর ২০২৩
অংশগ্রহণকারী দলসংখ্যা ১০
খেলার সংখ্যা ৪৮
২০২৭ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া

২০২৩ ICC ক্রিকেট বিশ্বকাপে পুরস্কার বিজয়ীদের তালিকা

বিজয়ী দেশ অস্ট্রেলিয়া (৬ষ্ঠ শিরোপা)
রানার-আপ ভারত
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট, ৫ ক্যাচ)
ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ ট্র্যাভিস হেড (১৩৭ রান, ১ ক্যাচ)
সর্বোচ্চ দলীয় রান ৪২৮/৫ - দক্ষিণ আফ্রিকা
সর্বনিম্ন নিম্ন দলীয় রান ৫৫/১০ - শ্রীলঙ্কা
সর্বাধিক রান বিরাট কোহলি (১১ ইনিংসে ৭৬৫ রান)
সর্বোচ্চ স্কোর গ্লেন ম্যাক্সওয়েল (২০১*)
সর্বাধিক সেঞ্চুরি কুইন্টন ডি কক (৪ শতক)
সর্বাধিক অর্ধশতক বিরাট কোহলি (৬ অর্ধশতক)
সর্বাধিক উইকেট মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট)
সেরা পরিসংখ্যান মহম্মদ শামি (৭/৫৭ নিউজিল্যান্ড)
সর্বাধিক ছক্কা রোহিত শর্মা (৩১ ছক্কা)
সর্বাধিক চার বিরাট কোহলি (৬৮ চার)
সর্বাধিক ক্যাচ ড্যারিল মিচেল (১১ ক্যাচ)
উইকেটরক্ষক দ্বারা সর্বাধিক ডিসমিসাল কুইন্টন ডি কক (২০ ডিসমিসাল)
সর্বোচ্চ স্ট্রাইকার রেট গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)

ICC ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্ন উত্তর

  ICC ক্রিকেট বিশ্বকাপ প্রথম টুর্নামেন্ট কবে হয় ?
Ans :: ১৯৭৫ সালে 

 ICC ক্রিকেট বিশ্বকাপ প্রথম টুর্নামেন্ট কোথায় হয় ?
Ans :: ইংল্যান্ডে

 ১৯৭৫ সালে হওয়া প্রথম টুর্নামেন্টে কোন দেশ বিজয়ী হয় ? 
Ans :: ওয়েস্ট ইন্ডিজ (অস্ট্রেলিয়াকে হারিয়ে)

 ICC ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক চ্যাম্পিয়ন দেশ কোনটি ? 
Ans :: অস্ট্রেলিয়া

 অস্ট্রেলিয়া কতবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ? 
Ans :: ৬ বার

 ICC ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক রান কে করেন ? 
Ans :: শচীন তেন্ডুলকর (২,২৭৮)

 ICC ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক উইকেট কে নেন ? 
Ans :: গ্লেন ম্যাকগ্রা (৭১)

 ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে ?
Ans :: দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া

 ২০৩১ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে ?
Ans :: ভারত  এবং বাংলাদেশ 

ক্রিকেট বিশ্বকাপ পুরস্কার বিজয়ীদের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: 2023 ক্রিকেট বিশ্বকাপ পুরস্কার বিজয়ীদের তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  219 KB 



No comments:

Post a Comment