WBCHSE English Book PDF : উচ্চ মাধ্যমিক ইংরেজি বই (REALM & Rapid Reader) PDF
ডিয়ার স্টুডেন্টস,
আমরা সলকেই জানি এই বছর থেকে উচ্চ মাধ্যমিক ৪টি সেমিস্টারে সম্পন্ন হবে, যার মধ্যে একদশ শ্রেণীতে দুটি এবং দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার সম্পন্ন হবে। যেহেতু নতুন সিলেবাস এবং নতুন সিস্টেম সেহেতু পর্ষদ বই গুলি প্রকাশ করতে দেরি করছে তেমনি অন্যদিকে ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে বসে আছে বই গুলির জন্য।
তাই ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে সেমিস্টার কাঠামো অনুযায়ী দ্বিতীয় ভাষা তথা ইংরেজি বিষয়ের বই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য অলরেডি প্রকাশ করে দিয়েছে। আজকে আমরা তোমাদের সুবিধার্থে এই প্রতিবেদনটিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত সেমিস্টার সিস্টেমের অফিসিয়াল ইংরেজি বইটি শেয়ার করলাম। তাই দেরি না করে অবিলম্বে বইটি সংগ্রহ করে নাও এবং পড়া শুরু করে দাও-
বইটির বিষয়বস্তু -
উচ্চ মাধ্যমিক স্তরে ইংরেজি বিষয়ের দুটি বই হয়ে থাকে একটি টেক্সট বই এবং আরেকটি মূলত গল্পের বই। একাদশ এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষায় এই ২টি বই থেকেই প্রশ্ন আসে। সংসদের তরফ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৪টি সেমিস্টারের একসঙ্গে একটিই বই প্রকাশ করা হয়েছে (A REALM ENGLISH (B)) এবং আরেকটি বই এর মধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গল্প গুলি রয়েছে (A Text Book Of English (B) Rapid Reader & Book on ESP)।
A REALM ENGLISH (B)
উচ্চ মাধ্যমিক স্তরের দ্বিতীয় ভাষা তথা ইংরেজি বিষয়ের প্রথম পাঠ্যবই হল A REALM ENGLISH (B)। এই বইয়ের মধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ৪টে সেমিস্টারের সমস্ত গল্প কবিতা এবং নাটক রয়েছে।
Prose, Poetry, Play | 5.8 MB | Download |
A Text Book Of English (B) Rapid Reader & Book on ESP
উচ্চ মাধ্যমিক স্তরের দ্বিতীয় পাঠ্য বই বা গল্প বই হল A Text Book Of English (B) Rapid Reader & Book on ESP। এই বইটিতে মূলত গল্প রয়েছে এবং এই বইটি একাদশ এবং দ্বাদশ শ্রেণী প্রত্যেকের জন্যই।
Rapid Reader & Book on ESP | 5.7 MB | Download |
আরও পড়ুন - একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা বই
No comments:
Post a Comment