WB College Admission Start Date : ভর্তি প্রক্রিয়ায় নতুন আপডেট, আপডেট দেখে নিন
ডিয়ার ছাত্রছাত্রীরা,
তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, যার রেজাল্ট কয়েক সপ্তাহ আগে পেয়ে গেছো। এখন তোমরা অপেক্ষায় আছো কবে থেকে কলেজ গুলিতে ভর্তির নোটিশ প্রকাশিত হবে। আমরা তোমাদের কলজে ভর্তি হবার সমস্ত প্রশ্নের উত্তর গুলি দেবার জন্য আজকের প্রতিবেদিনটি নিয়ে হাজির হয়েছি। তাই তোমরা এখন অতি মনোযোগ সহকারে নীচের প্রশ্ন উত্তর আকারে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে নাও। আমরা আজকের প্রতিবেদনটিতে কলেজ গুলিতে ভর্তি কবে থেকে শুরু হবে ? ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে ? নতুন নিয়মে শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে ? এই সকল প্রশ্নের উত্তর গুলি অতি সহজ ভাবে শেয়ার করলাম।
কলেজ গুলিতে ভর্তি কবে থেকে শুরু হবে ?
কলেজে ভর্তির ক্ষেত্রে বড়ো বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর, আর সেটি হল এবছরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজগুলিতে ভর্তি নেওয়া হবে।
প্রসঙ্গত, বিগত বছর গুলিতে দেখা গেছে রেজাল্ট বেরবার কিছু দিনের মধ্যেই কলেজ গুলি ভর্তির নোটিশ বের করে দেয় কিন্তু এই বছর লোকসভা নির্বাচনের জন্য আপাতত স্থগিত রয়েছে স্নাতক স্তরে কলেজে ভর্তির প্রক্রিয়া। তবে জানা যাচ্ছে, নির্বাচনী আচরণ বিধি মিটলেই সব ঠিক থাকলে আগামী ২২শে জুন থেকেই কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।
ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে ?
আগে কলেজে ভর্তি হতে গেলে সংশ্লিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পছন্দমত কলেজগুলির ওয়েবসাইটের প্রতিটিতে আলাদা আলাদা ভাবে আবেদন করতে হতো, এই বছর থেকে সেই নিয়ম আর চলবেনা, নতুন নিয়মানুযায়ী, কলেজে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে ভর্তির জন্য পড়ুয়াদের আবেদন জানাতে হবে।
পরবর্তীতে মেধা তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকা অনুযায়ী পড়ুয়ারা পছন্দমত কলেজে ভর্তির সুযোগ পাবে। সর্বশেষ পর্যায়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা।
নতুন নিয়মে শিক্ষার্থীদের কি কি সুবিধা হবে ?
শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে, নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করায় ভর্তি প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে, পরোক্ষভাবে যার ফল লাভ করবে শিক্ষার্থীরাই। এছাড়া নতুন নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলে শিক্ষার্থীদের একাধিক কলেজে আবেদন করতে হবে না যার ফল স্বরূপ অর্থ কম খরচা হবে এবং আমরা দেখেছি যেহেতু সমস্ত কলেজ গুলির আবেদন পর্ব একিদিনে প্রকাশিত হয়না তাই আমাদের বারবার খোঁজ রাখতে হয় বিভিন্ন কলেজ গুলিতে সেই চিন্তা দূর হবে।
No comments:
Post a Comment