একাদশ শ্রেণীর নতুন বই আসতে দেরি : কি জানালো সংসদ এবং প্রকাশক গুলি, দেখে নিন
ডিয়ার স্টুডেন্টস,
প্রায় এক মাস অতিক্রম করতে চললো মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির পর্ব শেষ হয়ে গেছে এবং গরমের ছুটিও প্রায় শেষের দিকে এখন শুধু ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছে কবে তারা সেমিস্টার সিস্টেমের নতুন বই গুলি হাতে পাবে এবং পড়া শুরু করবে কারণ সেমিস্টার সিস্টেম পরীক্ষার দিন আগে থেকেই বলে দেওয়া আছে।
যেহেতু নতুন সিস্টেম নতুন সিলেবাস তাই ছাত্রছাত্রী, অভিভাভক এবং শিক্ষকমণ্ডলীরাও মধ্যে হতাশা দেখা দিয়েছে। এত কম সময়ে সিলেবাস সম্পূর্ণ হবে কি করে, তাহলে কি পরীক্ষা পিছিয়ে যাবে? বিভিন্ন প্রকাশক গুলি এবং সংসদের তরফ থেকে কি আপডেট দিয়েছে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, সমস্ত কিছু জানানো আজকের পোস্টের মধ্যে।
প্রকাশকদের আপডেট :
নতুন বই সম্পর্কে প্রকাশক গুলির দাবি, যেহেতু নতুন সিলেবাস সেহেতু নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই তৈরিতে সময় বেশি লেগেছে। বই প্রকাশের যোগ্য হয়ে গেলেও যতক্ষণ না সেগুলি লাইসেন্স এবং টেক্সটবুক নম্বর পাচ্ছে সেগুলি কিন্তু বিক্রির জন্য বাজারে আসতে পারে না। আর এখানেই বেশিরভাগ প্রকাশক জানিয়েছেন টেক্সট বুক (টিবি) নম্বর দেওয়ার প্রক্রিয়া দেরি হচ্ছে।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য :
আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ের ডিজিটাল ই বুক দেওয়ার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনাটা শুরু করতে পারে কিন্তু বাকি বিষয়ের বই গুলি জুন মাসের প্রথম সপ্তাহে ছাত্রছাত্রীরা হাতে পেয়ে যাবে।
নতুন পাঠ্যক্রম অনুযায়ী লেখা একাদশের বিজ্ঞানের কিছু সহায়িকা বই ইতিমধ্যেই বাজারে এসেছে এবং পড়ুয়ারা তা নিয়ে পড়া শুরু করে দিয়েছে। বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার বই খুঁটিয়ে দেখার কাজ প্রায় শেষের দিকে এবং টিবি নম্বর দেওয়ার কাজ দ্রুত চলছে। এই বইগুলোও দ্রুত বাজারে আসবে এবং ছাত্রছাত্রীরা তা নিয়ে পড়তে পারবে।
সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া বাংলা ও ইংরেজি বই ছাপা হয়ে গেছে এবং দ্রুত স্কুলে পাঠানো হবে। বর্তমানে নির্বাচনের কারণে, কিছুটা হলেও কার্যকলাপ ধীর হয়ে পড়েছে।”
আরও পড়ুন - WB HS Exam Semester System
No comments:
Post a Comment