ছাত্রছাত্রীদের জন্য স্কুল গুলিতে গরমের ছুটি বাড়ানো হল! কবে স্কুল খুলবে? অফিশিয়াল নোটিশ দেখে নিন
স্নেহের ছাত্রছাত্রীরা,
আমরা সকলেই জানি যে এই বছরে গরমের উপদ্রব কতটা বৃদ্ধি পেয়েছে। যার জন্য সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়তে হচ্ছিলো স্কুল কলের ছাত্রছাত্রী গুলিকে। যার জন্য গত ২২শে এপ্রিল সোমবার থেকে রাজ্যে গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল, ৬ই মে থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল এবং যে ছুটি চলত ৩রা জুন পর্যন্ত।
আমরা সবাই জানি স্কুল খুললেই পরীক্ষা। সেই দিকটা মাথায় রেখে এত ছুটি দেওয়া হলে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে ভেবে বাঙালি শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেছিলেন, ৩রা জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি দেওয়া হলেও আবহাওয়ার উন্নতি হলে তাড়াতাড়ি স্কুল খুলে দেওয়া হোক। আর এতদিন স্কুল বন্ধ রাখলে ছোটদের ধারাবাহিক শিক্ষায় ক্ষতি হতে পারে।
কিন্তু অভিভাবকমণ্ডলীর গরমের উপদ্রব বাড়া, প্রাকৃতিক দুর্যোগ, ভোট পর্ব, ভোটের রেজাল্ট এবং নতুন সরকার গঠনের এই ধরনের দুশ্চিন্তার অবসান ঘটাতে, গত ২৭শে মে পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে। যেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য ৩রা জুন স্কুল খুলা হচ্ছে না।
স্কুলে গরমের ছুটি কবে শেষ হচ্ছে ও ক্লাস কবে থেকে শুরু হবে ?
২৭শে মে এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩রা জুন থেকে স্কুল খুলা হবে কিন্তু ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাস শুরু হবে ১০ই জুন থেকে অর্থাৎ ৩ জুন থেকে কেবলমাত্র শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুলে যাবেন। আগামী ৯ই জুনের মধ্যে স্কুলে স্কুলে পঠন-পাঠন এর উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে এবং ১০ই জুন থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
![]() |
অফিশিয়াল নোটিশ |
No comments:
Post a Comment