Breaking




Saturday, 20 April 2024

ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF | List of Finance Commission of India

ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা PDF | List of Finance Commission of India

ভারতের অর্থ কমিশন তালিকা
ভারতের অর্থ কমিশন তালিকা
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য শেয়ার করছি, ভারতের অর্থ কমিশন তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে ১৯৫১ সাল থেকে ২০২৩ পর্যন্ত ভারতের অর্থ কমিশন, প্রতিষ্ঠাকাল, চেয়ারম্যান ও কার্যকাল এই সকল তথ্য গুলি দেওয়া আছে। যা তোমাদের আগত সকল চাকরির পরীক্ষা এবং সাধারণ জ্ঞানের জন্য দারুন ভাবে কাজে আসবে।
তাই তোমরা এই পোস্টটির উপকারিতা উপভোগ করার জন্য অবশ্যই নীচের তালিকাটি মনোযোগ সহকারে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।

ভারতের অর্থ কমিশন তালিকা

অর্থ কমিশন প্রতিষ্ঠাকাল চেয়ারম্যান কার্যকাল
১ম ১৯৫১ কে. সি. নিয়োগী ১৯৫২-৫৭
২য় ১৯৫৬ কে. সান্থানাম ১৯৫৭-৬২
৩য় ১৯৬০ এ. কে. চন্দ ১৯৬২-৬৬
৪র্থ ১৯৬৪ পি. ভি. রাজমান্নার ১৯৬৬-৬৯
৫ম ১৯৬৮ মহাবীর ত্যাগী ১৯৬৯-৭৪
৬ষ্ঠ ১৯৭২ কে. ব্রহ্মানন্দ রেড্ডি ১৯৭৪-৭৯
৭ম ১৯৭৭ জে. এম. শেলাত ১৯৭৯-৮৪
৮ম ১৯৮৩ ওয়াই বি চবন ১৯৮৪-৮৯
৯ম ১৯৮৭ এন. কে. পি. সালভে ১৯৮৯-৯৫
১০ম ১৯৯২ কে. সি. পান্থ ১৯৯৫-২০০০
১১তম ১৯৯৮ এ. এম. খুশরো ২০০০-০৫
১২তম ২০০২ সি. রঙ্গরাজন ২০০৫-১০
১৩তম ২০০৭ ড. বিজয় এল. কেলকর ২০১০-১৫
১৪তম ২০১৩ ড. ওয়াই. ভি. রেড্ডি ২০১৫-২০
১৫তম ২০১৭ এন. কে. সিং ২০২০-২৬
১৬তম ২০২৩ অরবিন্দ পানাগড়িয়া ২০২৬-৩১

ভারতের অর্থ কমিশন তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের অর্থ কমিশন তালিকা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  212 KB 


No comments:

Post a Comment