Breaking




Tuesday, 19 March 2024

UPSC চেয়ারম্যান তালিকা PDF [1926 থেকে বর্তমান] || UPSC Chairman List PDF

UPSC চেয়ারম্যান তালিকা PDF [1926 থেকে বর্তমান] || UPSC Chairman List PDF

UPSC চেয়ারম্যান তালিকা PDF
UPSC চেয়ারম্যান তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে UPSC পরীক্ষা হল ভারতবর্ষের সবচেয়ে বড়ো পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে IAP, IPS সহ আরও অন্যান্য অফিসার হয়ে যায়। যে অফিসার হওয়ার জন্য প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে।
আমরা আজকে সেই UPSC বোর্ডের চেয়ারম্যান তালিকা PDF-এই পোস্টটি শেয়ার করলাম। যে তালিকাটির মধ্যে শুরু থেকে অর্থাৎ 1926 সাল থেকে 2023 সাল পর্যন্ত চেয়ারম্যানদের নাম এবং তাঁদের কার্যকাল এই সকল তথ্য গুলি খুব সুন্দর ভাবে শেয়ার করলাম। 
তাই উক্ত টপিক থেকে আশা প্রশ্নের উত্তর গুলি খুব সহজে দেবার জন্য মনোযোগ সহকারে নীচের তালিকাটি দেখে নাও এবং পারলে PDF-টি সংগ্রহ করে রাখতে পারো। 

UPSC চেয়ারম্যান তালিকা

নম্বর চেয়ারম্যান কার্যকাল
1st স্যার রস বার্কার অক্টোবর 1926 - আগস্ট 1932
2nd স্যার ডেভিড পেট্রি আগস্ট 1932 - 1936
3rd স্যার আইয়ার গর্ডেন 1937 - 1942
4th স্যার এফ. ডব্লিউ. রবার্টসন 1942 - 1947
5th এইচ. কে. কৃপালনী 1লা এপ্রিল 1947 - 13ই জানুয়ারি 1949
6th আর. এন. ব্যানার্জী 14ই জানুয়ারী 1949 - 9ই মে 1955
7th এন. গোবিন্দরাজন 10ই মে 1955 - 9ই ডিসেম্বর 1955
8th ভি. এস. হেজমাদি 10ই ডিসেম্বর 1955 - 9ই ডিসেম্বর 1961
9th বি. এন. ঝা 11ই ডিসেম্বর 1961 - 22শে ফেব্রুয়ারি 1967
10th কে. আর. ডামলে 18ই এপ্রিল 1967 - 2রা মার্চ 1971
11th রণধীর চন্দ্র শর্মা সরকার 11ই মে 1971 - 1লা ফেব্রুয়ারি 1973
12th আখলাকুর রহমান কিদওয়াই 5ই ফেব্রুয়ারি 1973 - 4ঠা ফেব্রুয়ারি 1979
13th এম. এল. শাহারে 16ই ফেব্রুয়ারি 1979 - 16ই ফেব্রুয়ারি 1985
14th এইচ. কে. এল. কাপুর 18ই ফেব্রুয়ারি 1985 - 5ই মার্চ 1990
15th জে. পি. গুপ্ত 5ই মার্চ 1990 - 2রা জুন 1992
16th আর. এম. বাথিউ 23শে সেপ্টেম্বর 1992 - 23শে আগস্ট 1996
17th এস. জে. এস. ছাতওয়াল 23শে আগস্ট 1996 - 30শে সেপ্টেম্বর 1996
18th জে. এম. কুরেশি 30শে সেপ্টেম্বর 1996 - 11ই ডিসেম্বর 1998
19th সুরেন্দ্র নাথ 11ই ডিসেম্বর 1998 - 25শে জুন 2002
20th পূর্ণ চন্দ্র হোতা 25শে জুন 2002 - সেপ্টেম্বর 2003
21st মাতা প্রসাদ সেপ্টেম্বর 2003 - জানুয়ারি 2005
22nd এস. আর. হাশিম 4ঠা জানুয়ারি 2005 - 1লা এপ্রিল 2006
23rd গুরবচন জগত 1লা এপ্রিল 2006 - 30শে জুন 2007
24th সুবীর দত্ত 30শে জুন 2007 - 16ই আগস্ট 2008
25th ডি. পি. আগ্রাওয়াল 16ই আগস্ট 2008 - আগস্ট 2014
26th রজনী রাজদান 16ই আগস্ট 2014 - 21শে নভেম্বর 2014
27th দীপক গুপ্ত 22শে নভেম্বর 2014 - 20শে সেপ্টেম্বর 2016
28th আলকা সিরোহি 21শে সেপ্টেম্বর 2016 - 3রা জানুয়ারি 2017
29th ডেভিড আর. স্যিয়েমলিহ 4ঠা জানুয়ারি 2017 - 21শে জানুয়ারি 2018
30th বিনয় মিত্তাল 22শে জানুয়ারি 2018 - 19শে জুন 2018
31st অরবিন্দ সাক্সেনা 20শে জুন 2018 - 24শে আগস্ট 2020
32nd প্রদীপ কুমার যোশী 25শে আগস্ট 2020 - 4ঠা এপ্রিল 2022
33rd ড. মনোজ সোনি 5ই এপ্রিল 2022 - বর্তমান

UPSC চেয়ারম্যান তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name:  UPSC চেয়ারম্যান তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  273 KB 


No comments:

Post a Comment