Breaking




Sunday, 8 January 2023

ISRO Chairman List in Bengali || ISRO চেয়ারম্যান তালিকা PDF

ISRO Chairman List in Bengali || ISRO চেয়ারম্যান তালিকা PDF

ISRO Chairman List in Bengali
ISRO Chairman List in Bengali
নমস্কার বন্ধুরা .....
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি, Indian Space Research Organisation তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান তালিকা PDF-টি। যে পোস্টটিতে আমরা এই সংস্থার শুরু থেকে আজ পর্যন্ত সকল চেয়ারম্যানদের নাম এবং তাঁদের কার্যকাল গুলি উল্লেখ করা আছে। যা তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এবং সাধারণ জ্ঞানের জন্য দারুন ভাবে কাজে আসবে।
সুতরাং তোমরা আমাদের দেওয়া এই পোস্টটি মনোযোগ সহকারে অবশ্যই একবার দেখে নাও এবং নিজেকে এই বিষয়ে পারদর্শী করে তোল। 

ইসরোর চেয়ারম্যান তালিকা

🚀 ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় ?
➦ ১৫ই আগস্ট, ১৯৬৯ সালে। 

🚀 ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
➦ বিক্রম সারাভাই (১৯৬৩ - ১৯৭১)

🚀 ইসরোর দ্বিতীয় চেয়ারম্যান কে ছিলেন ?
➦ এম. জি. কে. মেনন (জানুয়ারি ১৯৭২ - সেপ্টেম্বর ১৯৭২)

🚀 ইসরোর তৃতীয় চেয়ারম্যান কে ছিলেন ?
➦ সতীশ ধাওয়ান (১৯৭২ - ১৯৮৪)

🚀 ইসরোর চতুর্থ চেয়ারম্যান কে ছিলেন ?
➦ ইউ. আর. রাও (১৯৮৪ - ১৯৯৪)

🚀 ইসরোর পঞ্চম চেয়ারম্যান কে ছিলেন ?
➦ কে. কস্তুরিরঙ্গন (১৯৯৪ - ২০০৩)

🚀 ইসরোর ষষ্ঠ চেয়ারম্যান কে ছিলেন ?
➦ জি. মাধবন নায়ার (২০০৩ - ২০০৯)

🚀 ইসরোর সপ্তম চেয়ারম্যান কে ছিলেন ?
➦ কে. রাধাকৃষ্ণণ (২০০৯ - ২০১৪)

🚀 ইসরোর অষ্টম চেয়ারম্যান কে ছিলেন ?
➦ এ. এস. কিরণ কুমার (২০১৫ - ২০১৮)

🚀 ইসরোর নবম চেয়ারম্যান কে ছিলেন ?
➦ কে. সিভান (জানুয়ারি ২০১৮ - জানুয়ারি ২০২২)

🚀 ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
➦ এস. সোমানাথ (১২ই জানুয়ারি ২০২২ -বর্তমান)
ISRO চেয়ারম্যানের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details ::

File Name:  ISRO চেয়ারম্যান তালিকা PDF

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  102 KB 


No comments:

Post a Comment