HS Exam 2025 Routine :: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 PDF
![]() |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 PDF |
ডিয়ার স্টুডেন্টস,
আমরা সকলেই জানি গতমাসে সম্পন্ন হল উচ্চ মাধ্যমিক ২০২৪ এর পরীক্ষা। যার রেজাল্ট কয়েকদিনের মধ্যেই প্রকাশ করে দেবে পর্ষদ। পর্ষদ রেজাল্ট বেরকরার আগে গত ১৫ই মার্চ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।
তাই আমরা এখন নীচের পোস্টের মধ্যে উচ্চ মাধ্যমিক রুটিন 2025-এর সমস্ত তথ্য গুলি সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম, অতএব তোমরা যারা আগামী সালে পরীক্ষা দেবে অবশ্যই নীচের রুটিনটা দেখে নাও এবং এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও।
বোর্ডের নাম | WBCHSE [উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ] |
পরীক্ষার নাম | WBCHSE 12th Class Exam |
পরীক্ষা শুরুর তারিখ | ৩রা মার্চ ২০২৫ |
পরীক্ষা শেষের তারিখ | ১৪ই মার্চ ২০২৫ |
পরীক্ষা শুরুর সময় | সকাল ১০.০০ |
পরীক্ষা শেষের সময় | দুপুর ১.১৫ |
অফিশিয়াল ওয়েবসাইট | wbchse.wb.gov.in |
2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
তারিখ | বার | বিষয় |
---|---|---|
3রা মার্চ 2025 | সোমবার | বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি |
4ঠা মার্চ 2025 | মঙ্গলবার | হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এন্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ভোকেশনাল সাবজেক্ট |
5ই মার্চ 2025 | বুধবার | ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি |
6ই মার্চ 2025 | বৃহস্পতিবার | ইকোনোমিক্স |
7ই মার্চ 2025 | শুক্রবার | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টান্সি |
8ই মার্চ 2025 | শনিবার | কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সাইন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
10ই মার্চ 2025 | সোমবার | কমার্শিয়াল আইন এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিয়লজি |
11ই মার্চ 2025 | মঙ্গলবার | রসায়ন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ |
13ই মার্চ 2025 | বৃহস্পতিবার | গণিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলোজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস |
17ই মার্চ 2025 | সোমবার | বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান |
18ই মার্চ 2025 | মঙ্গলবার | স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |
No comments:
Post a Comment