Breaking




Saturday, 30 March 2024

দক্ষিণ পূর্ব রেলে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি 2024 | South Eastern Railway Apprentice Recruitment Notification 2024

দক্ষিণ পূর্ব রেলে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি 2024 | South Eastern Railway Apprentice Recruitment Notification 2024

দক্ষিণ পূর্ব রেলে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি 2024
দক্ষিণ পূর্ব রেলে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি 2024
সুপ্রিয় বন্ধুরা,
ভারতীয় রেল একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশ করেই চলেছে, যার মধ্যে গত কয়েকদিন আগে ভারতীয় রেলে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের বিজ্ঞপ্তি 2024 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আমরা এখন সেই বিজ্ঞপ্তিটির সকল গুরুত্বপূর্ণ তথ্য গুলি আলোচনা করবো। তাই তোমরা যারা পোস্টটির টাইটেল দেখে আগ্রহী হয়েছো, প্রথমে তোমরা নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও- 

পদের নাম :: Trade Apprentice

পদের বিন্যাস :: উক্ত প্রশিক্ষণে মোট ১৯টি পদে নিয়োগ করা হবে। 


মোট শূন্যপদ :: ৭৩৩ টি

শূন্যপদের বিন্যাস :: UR- ২৯৬ টি, EWS- ৭৪ টি, OBC- ১৯৭ টি, SC- ১১৩ টি, ST- ৫৩ টি

শিক্ষাগত যোগ্যতা :: আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয়ে থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ সহ আইটিআই ট্রেডের ডিগ্রী সম্পন্ন প্রার্থীরা এখানে প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবে।

বয়সসীমা :: এই প্রশিক্ষণে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।
তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক স্টাইপেন্ড :: প্রশিক্ষণরত প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ আইন অনুযায়ী মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ১২ই মার্চ ২০২৪
আবেদন শেষ ১২ই এপ্রিল ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here



No comments:

Post a Comment