Breaking




Saturday, 23 March 2024

ভারতীয় রেলে 9144 শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ 2024 || RRB Technician Recruitment 2024

ভারতীয় রেলে 9144 শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ 2024 || RRB Technician Recruitment 2024

ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ 2024
ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ 2024
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে ভারতীয় রেলের একটি নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত একটি প্রতিবেদন শেয়ার করলাম। ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ 2024 এই বিজ্ঞপ্তিটির সকল গুরুত্বপূর্ণ তথ্য গুলি আলোচনা করবো যে তথ্য গুলি উক্ত বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই দেরি না করে নীচের নেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ে নাও এবং উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও-

বোর্ডের নাম :: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

পদের নাম :: টেকনিশিয়ান (Technician Grade-I Signal ও Technician Grade-III)

মোট শূন্যপদ :: ৯১৪৪টি

শূন্যপদের বিন্যাস :: 
Technician Grade-I - ১০৯২টি
Technician Grade-III - ৮০৫২টি

শিক্ষাগত যোগ্যতা :: 
Technician Grade-I -পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক পাশ অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের যেকোনো বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।

Technician Grade-III - পদে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে যেকোনো ট্রেডে ITI ডিগ্রী থাকতে হবে।

বয়সসীমা :: 
Technician Grade-I - পদের জন্য ১লা জুলাই ২০২৪ তারিখা অনুযায়ী প্রার্থী বয়স ১৮-৩৬ বছর এর মধ্যে হতে হবে। 

Technician Grade-III - পদের জন্য ১লা জুলাই ২০২৪ তারিখা অনুযায়ী প্রার্থী বয়স ১৮-৩৩ বছর এর মধ্যে হতে হবে। 

মাসিক বেতন :: 
Technician Grade-I - ২৯,২০০ টাকা
Technician Grade-III - ১৯,৯০০ টাকা

আবেদন পদ্ধতি :: প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য গুলি প্রদান করে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :: 

SC, ST, এক্স সার্ভিসম্যান, মহিলা ও EBC ২৫০ টাকা
বাকি সমস্ত প্রার্থী ৫০০ টাকা

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ৯ই মার্চ ২০২৪
আবেদন শেষ ৮ই এপ্রিল ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here


No comments:

Post a Comment