Breaking




Saturday, 23 March 2024

WBJEE ANM & GNM Previous Year Question Paper PDF

ANM & GNM Previous Year Question Paper PDF || ANM & GNM বিগত সালের প্রশ্নপত্র PDF

ANM & GNM Previous Year Question Paper PDF
ANM & GNM Previous Year Question Paper PDF
ডিয়ার নার্সিং পরীক্ষার্থী,
তোমাদের ২০২৩-এর এই পরীক্ষা আর বেশিদিন বাকি নেই। তোমাদের হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আমরা আশা রাখছি তোমরা জোরকদমে এই পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছো। তোমাদের সেই প্রস্তুতিকে আরও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি  ANM & GNM বিগত সালের প্রশ্নপত্র PDF এই পোস্টটি নিয়ে। 
আমরা এই মধ্যে ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের 1st Shift এবং 2nd Shift-এর প্রশ্নপত্র গুলি খুব সুন্দর ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা এখনও এই সমস্থ প্রশ্ন গুলি এখনও দেখনি অবশ্যই সংগ্রহ করে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও। কেনোনা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন গুলি ফলো করা সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। 
তাই তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের দেওয়া সাল অনুযায়ী এবং Shift অনুযায়ী প্রশ্ন গুলি সংগ্রহ করে নাও এবং ভালো ভাবে প্রশ্ন গুলি দেখে নাও। 

WBJEE ANM & GNM Previous Year Question Paper

Year/Shift Download
2021 1st Shift Question Paper Download
2021 2nd Shift Question Paper Download
2022 1st Shift Question Paper Download
2022 2nd Shift Question Paper Download
2023 Question Paper Download

No comments:

Post a Comment