Breaking




Friday, 26 July 2024

WBJEE ANM & GNM Practice Set 2024 in Bengali PDF

WBJEE ANM GNM Practice Set in Bengali PDF

WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF
WBJEE ANM & GNM Practice Set in Bengali PDF
ডিয়ার পরীক্ষার্থী,
তোমরা যারা ANM GNM পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি একটি দারুন পোস্ট যে পোস্টটি তোমাদের এই পরীক্ষার জন্য বিশেষ ভাবে কাজে আসবে। আমরা আজকে ANM & GNM Practice Set in Bengali 2024 PDF এই পোস্টটি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আমরা এই পোস্টটি বানিয়েছি ২০২৩-এর নতুন সিলেবাস অনুযায়ী এবং আমরা এই পোস্টটিতে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বাছাইকরা প্রশ্ন দিয়ে প্র্যাকটিস সেটটি বানিয়েছি। যে প্রশ্ন গুলি তোমাদের এই পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই তোমরা নীচে দেওয়া কিছু নমুনা প্রশ্ন গুলি দেখে নিয়ে PDF-টি সংগ্রহ করে নাও যে PDF-টিতে সমস্থ প্রশ্ন গুলি দেওয়া আছে। 
WBJEE ANM & GNM Practice Set

Tsunami কথার অর্থ হল—
👍harbour wave
Ⓑ dangerous wave
Ⓒ A এবং B উভয়ই
Ⓓ কোনোটিই নয়

কলাজ্বর সৃষ্টিকারী পরজীবী প্রাণীটি হল—
Ⓐ এন্টামিবা হিস্টোলাইটিকা
Ⓑ প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
👍সিসমোনিয়া ডেনোভেনি
Ⓓ টোগা ভাইরাস 

জেনেটিক কোডের আবিষ্কর্তা কে ?
Ⓐ ড. এস স্বামীনাথন
Ⓑ ড. রোনাল্ড রস
👍ড. খোরানা
Ⓓ জোহানসন

‘The Origin of Species by means of Natural Selection’ -বইটির লেখক কে ?
Ⓐ ল্যামার্ক
👍ডারউইন
Ⓒ মেন্ডেল
Ⓓ অ্যারিস্টটল

BMR বাড়ায় যে হরমোনটি তা হল—
👍থাইরক্সিন
Ⓑ adh
Ⓒ sth
Ⓓ ইনসুলিন

কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় ?
Ⓐ o2
👍co2
Ⓒ co
Ⓓ h2

কোন ভারী ধাতু পেপটিক আলসার রোগের সৃষ্টির জন্য দায়ী ?
Ⓐ পারদ
Ⓑ দস্তা
Ⓒ জিঙ্ক
👍ক্রোমিয়াম

আলেয়ার আলো কোন গ্যাসের ফলে সৃষ্টি হয় ?
Ⓐ নাইট্রোজেন
Ⓑ কার্বন মনোক্সাইড
👍মিথেন
Ⓓ হাইড্রোজেন

তড়িৎ বিভব SI একক কি ?
Ⓐ ওহম
Ⓑ কঠিনজুল
Ⓒ ওয়াট
👍ভোল্ট

ফটকিরির রাসায়নিক নাম কী ?
Ⓐ জিঙ্ক ক্লোরাইড
Ⓑ জিঙ্ক নাইট্রেড
👍পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট
Ⓓ জিঙ্ক বাই কার্বনেট

Fill in the blanks with appropriate preposition. He  had to repent _________ what he had done .
Ⓐ At
Ⓑ Of
Ⓒ Over
👍For

Choose the word , which has nearly the same meaning as  ’Distinguish’ .
Ⓐ Darken
Ⓑ Abolish
👍Differentiate
Ⓓ Confuse

The script  is being written.
Ⓐ The script will have to be written.
👍They are writing the script.
Ⓒ They have been writing the script.
Ⓓ Write the script.

He said to them , “ Don’t make a noise.
Ⓐ He told them that don’t make a noise.
Ⓑ He told them not to make noise.
Ⓒ He told them not to make a noise.
👍He asked them not to make a noise.

It is dangerous to intrude _________the enemy’s camp.
Ⓐ in
Ⓑ into
👍on
Ⓓ through

এক দোকানদার 1 টাকায় 20 টি দরে ডিম বিক্রি করে 30% লাভ করে । সে 1 টাকায় কয়টি ডিম ক্রয় করেছিলো ?
Ⓐ 40
Ⓑ 30
Ⓒ 35
👍26

অমিত 8000 টাকা শতকরা যত সরল সুদ ঠিক তত বছরের জন্য  ধার নেয়।  যদি  তাকে সুদবাবদ 2000 টাকা দিতে হয় তবে সুদের হার কত ?
Ⓐ 7%
Ⓑ 8%
👍5%
Ⓓ 6%

2p +3q = 17 এবং 2p+2 – 3q+1 = 5 হলে, p ও q –এর মান –
Ⓐ -2,-3
Ⓑ 2 ,-3
👍3,2
Ⓓ 2,3

চাল , মাংস এবং সবজির জন্য একটি পরিবারের মাসিক খরচের অনুপাত 12 :17 : 3 । এই তিনটি জিনিসের শতকরা  দাম বেড়েছে যথাক্রমে 20% , 30% এবং 50% । এই তিনটি জিনিসের জন্য ঐ পরিবারের মোট খরচ বাড়বে শতকরা
Ⓐ 23 1⁄3 %
👍28 1⁄8 % 
Ⓒ 27 1⁄8 %
Ⓓ 25 1⁄7 %

একটি সমবাহু  ত্রিভুজের ক্ষেত্রফল x বর্গ একক এবং পরিসীমা y একক হলে নীচের কোনটি সত্য ?
👍y4 = 432x2 *
Ⓑ y4 = 216x2
Ⓒ y2 = 432x2
Ⓓ কোনোটিই নয়

‘রামচরিতমানস’ গ্রন্থের লেখক কে ?
Ⓐ নামদেব
👍তুলসীদাস
Ⓒ গ্যানদেব
Ⓓ কবীর

অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন ?
Ⓐ বটুকেশর দত্ত
👍প্রমথ মিত্র
Ⓒ অশ্বিনীকুমার দত্ত
Ⓓ যতীন দাস

ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম –
Ⓐ নারোরা
👍কুড়ন –কুলম
Ⓒ কাকরাপারা
Ⓓ তারাপুর

1, 6, 12 , 19 , 27 , ?
Ⓐ 38
Ⓑ 35
👍36
Ⓓ 54

AEI , BFG , CGK , ?
Ⓐ DLH
Ⓑ EGF
Ⓒ EFL
👍DHL 

ODL : LOD :: PWN : ?
Ⓐ WNP
Ⓑ NWP
👍NPW 
Ⓓ NMP
ANM & GNM Practice Set PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: WBJEE ANM & GNM Practice Set

File Format:  PDF

No. of Pages:  13

File Size:  435 KB 


No comments:

Post a Comment