Breaking




Friday, 29 March 2024

WBP ASI Recruitment 2024 :: ১১৭৮ শূন্যপদে পশ্চিমবঙ্গ পুলিশে ASI ও LASI নিয়োগ বিজ্ঞপ্তি 2024

WBP ASI Recruitment 2024 :: ১১৭৮ শূন্যপদে পশ্চিমবঙ্গ পুলিশে ASI ও LASI নিয়োগ বিজ্ঞপ্তি 2024

WBP ASI Recruitment 2024
WBP ASI Recruitment 2024
ডিয়ার স্টুডেন্টস,
পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে আবার একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আমরা আজকে সেই বিজ্ঞপ্তি সম্পকেই তোমাদের একটি প্রতিবেদন শেয়ার করলাম। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশে ASI ও LASI পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নীচে এই বিজ্ঞপ্তিতে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হল, তোমরা যারা আগ্রহী আছো অবশ্যই নীচের প্রতিবেদনটি দেখে দিয়ে উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করা দাও- 

বোর্ডের নাম :: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড

পদের নাম :: ASI & LASI

মোট শূন্যপদ :: ১১৭৮টি

শিক্ষাগত যোগ্যতা :: 
  • ১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশের যেকোনো বিভাগে নূন্যতম ৫ বছরের সার্ভিস সম্পূর্ণ করা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। 
  • মহিলা কনস্টেবল পদে কর্মরত প্রার্থীরা কেবলমাত্র LASI পদের জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ১৬ই মার্চ ২০২৪
আবেদন শেষ ১৫ই এপ্রিল ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here



No comments:

Post a Comment