Breaking




Saturday 30 March 2024

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ তালিকা PDF

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ তালিকা PDF || India Historical Educational Institutions In Bengali PDF 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের ভারতের একটি খুবি গুরুত্বপূর্ণ টপিক উপস্থাপন কলাম কারন এই টপিকটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই টপিকটি থাকে বিভিন্ন চাকরির পরীক্ষা গুলিতে প্রশ্ন আসার সম্ভবনা অনেকটাই।
আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF- যে তালিকাটির মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গুলির নাম, তাদের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল এই সকল তথ্য গুলি দেওয়া আছে। 
 তোমরা কোনো রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকাটি পড়ে নেবে এবং একদম নীচে দেওয়া PDF-এর লিঙ্কে ক্লিক করে PDF-টি সংগ্রহ করে নেবে।

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান তালিকা
 
শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সাল
তত্ত্ববোধিনী পাঠশালা দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪০
বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১
অ্যাংলো হিন্দু স্কুল রাজা রামমোহন রায় ১৮২২
ন্যাশনাল এডুকেশন কাউন্সিল সতীশ চন্দ্র মুখার্জী ১৯০৬
কলকাতা মেডিকেল কলেজ লর্ড বেণ্টিঙ্ক ১৮৩৫
কলকাতা বিশ্ববিদ্যালয় চার্লস উড ১৮৫৭
এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স ১৭৮৪
ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি ১৮০০
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও ১৮২৮
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদনমোহন মালব্য ১৯১৬
স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ ১৮৩০
বসু বিজ্ঞান মন্দির আচার্য জগদীশচন্দ্র বসু ১৯১৭
মাদ্রাজ বিশ্ববিদ্যালয় চার্লস উড ১৮৫৭
বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান ১৭৯১
বেথুন কলেজ জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন ১৮৭৯
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সৈয়দ আহমেদ খাঁন ১৮৭৫
শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি ১৮০০
হিন্দু কলেজ ডেভিড হেয়ার ১৮১৭
মুম্বাই বিশ্ববিদ্যালয় চার্লস উড ১৮৫৭
স্কুল বুক অফ সোসাইটি ডেভিড হেয়ার ১৮১৭
কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস ১৭৮১

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা তালিকা PDF-টি বিনামূল্যে পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :::::

File Name:  ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  181 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
ভারতীয় টাকার প্রাদেশিক নাম তালিকা Click Here
ভারতের বিখ্যাত মন্দির সমূহ Click Here

No comments:

Post a Comment