PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2024 PDF || PSC Food SI Bengali Practice Set Part :: 11
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আবার হাজির হয়েছি, 2024 PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF এই পোস্টটি নিয়ে। যেহেতু Food SI পরীক্ষাটি হতে আর বেশি দিন সময় নেই সেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে সেট গুলি তোমাদের জন্য প্রতিদিন শেয়ার করছি, যাতে তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতিতে কোন রকম সমস্যা না হয় এবং নিজেকে বারবার প্র্যাকটিস করতে পারো।
সুতরাং দেরি না করে তাড়াতাড়ি নীচের দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও।
PSC Food SI Bengali Practice Set Part :: 11
01. ভারতের সর্বপ্রথম ই-পঞ্চায়েত কোন রাজ্যে শুরু হয় ?
[A] হরিয়ানা
[B] অন্ধ্রপ্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] বিহার
02. কোন দেশের সংবিধান থেকে ভারতের মৌলিক অধিকার গুলি সংগৃহীত হয়েছে ?
[A] রাশিয়া
[B] জার্মানি
[C] যুক্তরাষ্ট্র
[D] কানাডা
03. "KASHMIR: Travels in Paradise on Earth" শিরোনামে বই লিখলেন কে ?
[A] কল্লোল পান্ডে
[B] রমেশ ভট্টাচার্জী
[C] সোমেশ জৈন
[D] গৌতম সর্দার
04. গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ ?
[A] আর্সেনিক
[B] কার্বন
[C] সেলেনিয়াম
[D] জার্মেনিয়াম
05. ভারতের কোন রাজ্যে প্রথম ফরাসিদের আগমন ঘটে ?
[A] পাঞ্জাব
[B] রাজস্থান
[C] গোয়া
[D] পন্ডিচেরি
06. মানবিক কাজকর্মের জন্য Champions of Change অ্যাওয়ার্ড জিতলেন কে ?
[A] খান স্যার
[B] সোনু সুদ
[C] রতন টাটা
[D] অমিতাভ বচ্চন
07. কলেরা ঘটায় কোন ব্যাকটেরিয়াটি ?
[A] ভিব্রিও কলেরি
[B] স্পাইরিলিয়াম
[C] ব্যাসিলাস
[D] কক্কাস
08. কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন ?
[A] 259 খ্রি: পূ:
[B] 255 খ্রি: পূ:
[C] 265 খ্রি: পূ:
[D] 261 খ্রি: পূ:
09. 2004-25 অন্তর্বর্তীকালীন বাজেটে জম্মু-কাশ্মীরের জন্য কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ?
[A] 1.18 কোটি
[B] 1.30 কোটি
[C] 1.20 কোটি
[D] 1.25 কোটি
10. ছত্রাক বিদ্যার আরেক নাম কী ?
[A] মাইকোলজি
[B] ফাংগালজি
[C] বায়োলজি
[D] প্যাথলজি
11. যদি a এবং b পূর্ণ সংখ্যা হয়, তাহলে যেমন ab = 121, তাহলে (a - 1)b+1 = ?
[A] 100
[B] 900
[C] 1000
[D] 1210
12. এক ঘণ্টা = কত সেকেন্ডের সমান ?
[A] 3500 সেকেন্ড
[B] 3600 সেকেন্ড
[C] 3700 সেকেন্ড
[D] 3800 সেকেন্ড
13. যদি একটি ভগ্নাংশের লবের 20% বৃদ্ধি করা হয় এবং হর কমানো হয় 10% তাহলে ভগ্নাংশটির মান হয় 16/21 তাহলে ভগ্নাংশটি প্রথমে ছিল-
[A] 3/5
[B] 4/7
[C] 2/3
[D] 5/7
14. ঘড়িতে 9:30 সময় হলে ঘড়ির কাটা দুটির মধ্যে কত কোণ হবে ?
[A] 75°
[B] 80°
[C] 90°
[D] 105°
15. এক মিটার কত সেন্টিমিটারের সমান ?
[A] 10 সেমি
[B] 100 সেমি
[C] 1000 সেমি
[D] 10000 সেমি
16. একটি গাড়ির ফুয়েল ইন্ডিকেটর দেখাচ্ছে যে গাড়িটির তেলের ট্যাঙ্কের 1/5 অংশ ভর্তি। যখন আরও 22 লিটার তেল ওই ট্যাঙ্কে ভরা হল তখন ইন্ডিকেটর দেখালো যে তেলের ট্যাঙ্কের তিন-চতুর্থাংশ ভর্তি। তেলের ট্যাঙ্কের মোট ক্ষমতা কত ?
[A] 30 লিটার
[B] 40 লিটার
[C] 36 লিটার
[D] 28 লিটার
17. 879 x 439 + 879 x 321= কত ?
[A] 668040
[B] 669040
[C] 667030
[D] 666040
18. একটি সাপ মাটি থেকে 75 ইঞ্ছি উঁচু একটি খুঁটি বেয়ে উঠচ্ছে। দিনের বেলায় সে 5 ইঞ্ছি উপরে ওঠে আবার রাতের বেলায় 4 ইঞ্ছি করে নেমে যায়। তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌছাবে ?
[A] 70 তম দিনে
[B] 71 তম দিনে
[C] 72 তম দিনে
[D] 75 তম দিনে
19. চারটি ক্রমিক ধনাত্মক সংখ্যার সমষ্টি 82। ক্ষুদ্রতম সংখ্যাটির মান কত ?
[A] 21
[B] 20
[C] 19
[D] 22
20. দুটি পরীক্ষা কক্ষটি P ও Q আছে যদি P কক্ষ থেকে 10 জন ছাত্রকে Q কক্ষে স্থানান্তরিত করা হয়, তবে দুটি কক্ষে ছাত্র সংখ্যা সমান হয়। আবার যদি 20 জন ছাত্রকে Q কক্ষ থেকে P কক্ষে স্থানান্তরিত করা হয়, তবে P কক্ষের ছাত্র সংখ্যা, Q কক্ষের ছাত্র সংখ্যার দ্বিগুণ হয়। P ও Q কক্ষে কত জন করে ছাত্র আছে ?
[A] 60,40
[B] 70,50
[C] 80,60
[D] 100,80
PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-১১ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: Food SI Practice Set Part :: 11
File Format: PDF
No. of Pages: 03
File Size: 246 KB
No comments:
Post a Comment