Breaking




Saturday, 24 February 2024

জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীদের তালিকা PDF [১৯৬৫ - ২০২৪] || List of Jnanpith Award Winners 1965 to 2024

জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীদের তালিকা PDF [১৯৬৫ - ২০২৪]

জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা PDF
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা PDF এই পোস্টটি, যে পোস্টটিতে আমরা এই পুরস্কারটির সূচনাকাল থেকে আজ পর্যন্ত কোন কোন মহান ব্যাক্তিরা এই পুরস্কার পেয়েছেন তাদের নাম, কোন সালে পেয়েছেন এবং কোন ভাষায় পেয়েছেন এই সমস্ত তথ্য গুলি দেওয়া আছে। যে তথ্য গুলি তোমাদের অবশ্যই আগত চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে, তাই দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া সংক্ষিপ্ত তথ্য গুলি একবার দেখে নিয়ে, সম্পূর্ণ তালিকাটি মুখস্ত করে নাও আর যদি পোস্টটি ভাললেগে থাকে অবশ্যই PDF সংগ্রহ করে রাখতে পারো।

জ্ঞানপীঠ পুরস্কার ?
সংস্কৃত ভাষায় জ্ঞানপীঠ শব্দের অর্থ "জ্ঞানের বেদি"। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার।দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছিপরিষদ এই পুরস্কারটি প্রদান করে থাকে। 

জ্ঞানপীঠ পুরস্কারে সম্মান স্বরূপ কি কি দেওয়া হয় ?
জ্ঞানপীঠ পুরস্কারের অর্থমূল্য স্বরূপ ৭০০,০০০ টাকা। সঙ্গে জ্ঞান, শিল্পকলা ও সংগীতের দেবী সরস্বতীর একটি প্রতিমূর্তি এবং একটি মানপত্র দেওয়া হয়।

জ্ঞানপীঠ পুরস্কারের সূচনাকাল ?
১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। ১৯৬৫ সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। যেকোনো ভারতীয় নাগরিক, যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্যচর্চা করেন, তিনিই এই পুরস্কারের যোগ্য বিবেচিত হতে পারেন।
১৯৮২ সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হত। কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে।

জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীদের তালিকা

সাল বিজয়ীর নাম ভাষা
১৯৬৫ জি শঙ্কর কুরুপ মালায়ালম
১৯৬৬ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা
১৯৬৭ উমাশঙ্কর যোশী কন্নড়
১৯৬৭ কুপ্পল্লি ভেঙ্কটপ্পাগৌড়া পুত্তপ্পা গুজরাটি
১৯৬৮ সুমিত্রানন্দন পন্ত হিন্দি
১৯৬৯ ফিরাক গোরখপুরী উর্দু
১৯৭০ বিশ্বনাথ সত্যনারায়ণ তেলুগু
১৯৭১ বিষ্ণু দে বাংলা
১৯৭২ রামধারী সিং হিন্দি
১৯৭৩ দত্তাত্রেয় রামচন্দ্র বেন্দ্রে কন্নড়
১৯৭৩ গোপীনাথ মোহান্তি ওড়িয়া
১৯৭৪ বিষ্ণু শাখারাম খান্দেকর মারাঠি
১৯৭৫ পি ভি আকিলান বাংলা
১৯৭৬ আশাপূর্ণা দেবী বাংলা
১৯৭৭ কে শিবরাম করন্থ কন্নড়
১৯৭৮ সচ্চিদানন্দ হীরানন্দ বাৎস্যায়ন হিন্দি
১৯৭৯ বীরেন্দ্র কুমার ভট্টাচার্য অসমিয়া
১৯৮০ এস কে পট্টেক্কাট মালায়ালম
১৯৮১ অমৃতা প্রীতম পাঞ্জাবি
১৯৮২ মহাদেবী বর্মা হিন্দি
১৯৮৩ মাস্তি ভেঙ্কটেশ আয়েঙ্গার কন্নড়
১৯৮৪ তকাজী শিবশঙ্কর পিল্লাই মালায়ালম
১৯৮৫ পান্নালাল প্যাটেল গুজরাটি
১৯৮৬ সচ্চিদানন্দ রাউত্রে ওড়িয়া
১৯৮৭ বিষ্ণু বামন সিরওয়াদকড় মারাঠি
১৯৮৮ সি নারায়ণ রেড্ডি তেলেগু
১৯৮৯ কুরাতুলাইন হায়দার উর্দু
১৯৯০ বিনায়ক কৃষ্ণ গোকক কন্নড়
১৯৯১ সুভাষ মুখোপাধ্যায় বাংলা
১৯৯২ নরেশ মেহেতা হিন্দি
১৯৯৩ সীতাকান্ত মহাপাত্র ওড়িয়া
১৯৯৪ ইউ আর আনন্দমূর্তি কন্নড়
১৯৯৫ এম টি বাসুদেবান নায়ার মালায়ালম
১৯৯৬ মহাশ্বেতা দেবী বাংলা
১৯৯৭ আলী সর্দার জাফরী উর্দু
১৯৯৮ গিরিশ কার্নাড কন্নড়
১৯৯৯ নির্মল বর্মা হিন্দি
১৯৯৯ গুরুদয়াল সিং পাঞ্জাবি
২০০০ ইন্দিরা গোস্বামী অসমীয়া
২০০১ রাজেন্দ্র শাহ গুজরাটি
২০০২ ডি জয়কান্থন তামিল
২০০৩ বিন্দা করণদিকর মারাঠি
২০০৪ রহমান রাহি কাশ্মীরি
২০০৫ কুঁয়ার নারায়ণ হিন্দি
২০০৬ রবীন্দ্র কালেকার কোঙ্কণী
২০০৬ সত্যব্রত শাস্ত্রী সংস্কৃত
২০০৭ ও এন ভি কুরুপ মালায়ালম
২০০৮ আখলাক মোহাম্মদ খান উর্দু
২০০৯ অমরকান্ত হিন্দি
২০০৯ শ্রীলাল শুক্লা হিন্দি
২০১০ চন্দ্রশেখর কম্মর কন্নড়
২০১১ প্রতিভা রায় ওড়িয়া
২০১২ রভুরি ভরদ্বাজ তেলেগু
২০১৩ কেদারনাথ সিং হিন্দি
২০১৪ ভালচন্দ্র নেমাদে মারাঠি
২০১৫ রঘুবীর চৌধুরী গুজরাটি
২০১৬ শঙ্খ ঘোষ বাংলা
২০১৭ কৃষ্ণা সবতি হিন্দি
২০১৮ অমিতাভ ঘোষ ইংরাজি
২০১৯ আক্কিথাম আছুতাম নাম্বুথিরি মালায়ালম
২০২১ নীলমণি ফুকন অসমীয়া
২০২২ দামোদর মৌজো কোঙ্কণী
২০২৩ গুলজার উর্দু
২০২৩ রামভদ্রাচার্য সংস্কৃত

জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীদের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

 File Details ::

File Name: জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীদের তালিকা

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  186 KB


No comments:

Post a Comment