Breaking




Thursday, 22 February 2024

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2024 PDF || PSC Food SI Practice Set Part :: 10

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2024 PDF || PSC Food SI Practice Set Part :: 10

PSC Food SI Practice Set Part :: 10
PSC Food SI Practice Set Part :: 10 
সুপ্রিয় বন্ধুরা,
গতকাল প্রকাশিত হয়ে গেছে ২০২৪-এর Food SI পরীক্ষার তারিখ, পরীক্ষাটি দু'দিন ধরে অনুষ্ঠিত হবে ১৬ই এবং ১৭ই মার্চ। তোমাদের হাতে আর বেশিদিন সময় নেই, তাই তোমাদের কাজ হবে এই ক'দিন মনোযোগ সহকারে বার বার নিজেকে প্র্যাকটিস করা। তাই আমরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হলাম PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2024 PDF এই পোস্টটি নিয়ে, যে সেটটির মধ্যে ১০টি জেনারেল স্টাডিজ এবং ১০টি গণিত প্রশ্ন উত্তর, যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতিতে দারুন ভাবে কাজে আসবে। 
তাই দেরি না করে মনোযোগ সহকারে প্র্যাকটিস করা শুরু করে দাও...

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2024

01. আরশোলা কোন পর্বের অন্তর্গত ?
[A] নিডারিয়া
[B] অর্থপোডা 
[C] পরিফেরা
[D] প্লাটিহেলমিনথিস

02. কোন রাজ্য পুলিশের DSP পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা ?
[A] হরিয়ানা
[B] উত্তর প্রদেশ 
[C] মহারাষ্ট্র
[D] উত্তরাখণ্ড

03. "নীতি আয়োগ" এর চেয়ারম্যান কে ?
[A] স্বরাষ্ট্রমন্ত্রী
[B] রাষ্ট্রপতি
[C] উপরাষ্ট্রপতি
[D] প্রধানমন্ত্রী 

04. উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নম্বর আর্টিকেল এ রয়েছে ?
[A] 54
[B] 61
[C] 66 
[D] 72

05. ২০২৪ প্যারিস অলিম্পিকের "মশাল বহনকারী" হিসাবে নির্বাচিত হলেন কে ?
[A] শীতল কুমারী
[B] নীরাজ চোপড়া
[C] অভিনব বিন্দ্রা 
[D] সুমিত আন্তিল

06. জাগো গ্রাহক জাগো মিশন কত সালে চালু হয়েছিলন ?
[A] 2007 সালে
[B] 2005 সালে 
[C] 2009 সালে
[D] 2010 সালে

07. কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ একই হয় ?
[A] 0°
[B] -40° 
[C] -50°
[D] -60°

08. মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের মহাকাশচারী Oleg Kononenko ?
[A] চীন
[B] জাপান
[C] রাশিয়া 
[D] আমেরিকা

09. পঞ্চতন্ত্র কে লিখেছেন ?
[A] বাল্মিকী
[B] বিষ্ণু শর্মা 
[C] বেদব্যাস
[D] কৌটিল্য

10. রামচরিত এর রচয়িতা কে ?
[A] সন্ধ্যাকর নন্দী 
[B] অরুণ ঘোষ
[C] বিমল কর
[D] অশ্বঘোষ

11. 0.5 x 0.05 = ?
[A] 0.25
[B] 25
[C] 0.0025
[D] 0.025 

12. একব্যক্তি 12km পশ্চিমে গেলেন, তারপর 3km দক্ষিণে এবং তারপর ৪km পূর্বে। প্রারম্ভিক বিন্দু থেকে তিনি কতদূরে অবস্থিত ?
[A] 23km
[B] 20km
[C] 15km
[D] 5 km 

13. ঘড়িতে যখন 4.40 বাজবে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা যে কোণ তৈরি করবে-
[A] 140°
[B] 100° 
[C] 240°
[D] 110°

14. এক বর্গকিলোমিটার কত বর্গমিটারের সমান হয় ?
[A] 100 বর্গ মিটার
[B] 150 বর্গমিটার
[C] 10 লক্ষ বর্গমিটার 
[D] 150 লক্ষ বর্গমিটার

15. এক ব্যক্তি পশ্চিমের দিকে মুখ করে দাড়িয়ে রয়েছে। এরপর সে ঘড়ির কাঁটার দিকে 45° ঘুরে যায়। তারপর আবার ঘড়ির কাঁটার দিকেই 180° এবং এরপর 270° ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরেন।  তাহলে ব্যক্তিটি কোন দিকে মুখ করে দাড়িয়ে রয়েছেন ?
[A] পশ্চিম
[B] দক্ষিণ
[C] দক্ষিণ-পশ্চিম 
[D] উত্তর-পশ্চিম

16. রাহুল 20 মিটার উত্তরে যায়। তারপর ডানদিকে ঘুরে যে যায় আরও 30 মিটার। এরপরে আবার ডানদিকে ঘুরে 35 মিটার হাঁটে। তারপর বাঁদিকে ঘুরে 15 মিটার এবং আবার বাঁদিকে ঘুরে 15 মিটার হাঁটে। তাহলে সে কোন দিকে এবং তার হাঁটা শুরুর স্থান থেকে কত দুরে ?
[A] 15 মিটার পশ্চিমে
[B] 45 মিটার পূর্বে 
[C] 30 মিটার পশ্চিমে
[D] 30 মিটার পূর্বে

17. A এবং B কাছে মোট 147 টাকা আছে। B ও C কাছে মোট 173 টাকা রয়েছে এবং C ও A কাছে 150 টাকা আছে।  A কাছে কত টাকা আছে ?
[A] 67 টাকা
[B] 70 টাকা
[C] 62 টাকা 
[D] 60 টাকা

18. এক ব্যক্তির কাছে কিছু লেবু রয়েছে বাক্সে ভর্তি করার জন্য। যদি তিনি 4, 5 বা 6 টি করে লেবু একটি বাক্সে রাখেন তাহলে 1 টি লেবু বাকি থাকে। আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 7 টি করে লেবু রাখেন তাহলে কোন লেবু পড়ে থাকে না।  ওই ব্যক্তির কাছে কতগুলি লেবু ছিল ?
[A] 301 টি 
[B] 309 টি
[C] 305 টি
[D] 302 টি

19. 2টি লেবু, 3টি কলা ও 4টি আপেলের মোট দাম 15 টাকা এবং 3টি লেবু 2টি কলা ও 1টি আপেলের মোট দাম 10 টাকা তবে 3টি লেবু, 3টি কলা ও 3টি আপেলের মোট দাম কত হবে ?
[A] 12 টাকা
[B] 16 টাকা
[C] 20 টাকা
[D] 15 টাকা 

20. একটি সৈন্যশিবিরে 4000 সৈন্যের 190 দিনের খাদ্য মজুত ছিল। 30 দিন পর 800 সৈন্য শিবির ছেড়ে চলে গেল।  বাকি সৈন্যের জন্য কত দিনের খাদ্য মজুত থাকবে ?
[A] 175 দিন
[B] 200 দিন 
[C] 225 দিন
[D] 250 দিন

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-১০ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: Food SI Practice Set Part :: 10

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  230 KB  



No comments:

Post a Comment