Breaking




Sunday 11 February 2024

PSC Food SI Practice Set 2024 PDF || PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৯

PSC Food SI Practice Set 2024 PDF || PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৯

PSC Food SI Practice Set 2024 PDF
PSC Food SI Practice Set 2024 PDF
ডিয়ার স্টুডেন্টস,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম PSC Food SI Practice Set 2024 PDF এই পোস্টটি। যে সেটটি আমরা খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমরা একটু একটু করে সঠিক ভাবে নিজেকে প্রস্তুত করতে পারো। তাই আর দেরি না করে নীচের প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং PDF টি সংগ্রহ করে প্র্যাকটিস করা শুরু করে দাও....

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৯

01. আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান "অসম বৈভব" পাচ্ছেন কে ?
[A] রঞ্জন গগৈ 
[B] নিতিন গদকরি
[C] পীযুষ গোয়েল
[D] ধর্মেন্দ্র প্রধান

02. ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?
[A] পোলিও
[B] ম্যালেরিয়া
[C] ডারমাটাইটিস 
[D] কলেরা

03. প্রাকৃতিক রবার এর মনোমার কোনটি ?
[A] আইসোপ্রিন 
[B] মিথেন
[C] ইথিন
[D] কোনটাই নয়

04. ১ বছর দীর্ঘ "রামায়ণ উৎসব" আয়োজন করছে কোন দেশ ?
[A] শ্রীলঙ্কা
[B] ভারত 
[C] থাইল্যান্ড
[D] ইন্দোনেশিয়া

05. কোন সবজিতে সর্বাধিক আর্দ্রতা রয়েছে
[A] লাউ
[B] চাল কুমড়ো
[C] তরমুজ 
[D] কোনটাই নয়

06. প্রকৃতিতে ক্লোরিনের কয়টি আইসোটোপ বর্তমান ?
[A] 2 
[B] 3
[C] 1
[D] 5

07. 2023 সালে ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে কে ?
[A] বির্নিহাট 
[B] হাওড়া
[C] বেগুসরাই
[D] গ্রেটার নয়ডা

08. আলোকবর্ষ কীসের একক ?
[A] সময়
[B] দূরত্ব 
[C] আলো
[D] আলোর প্রবাল্য

09. RNA- এর একটি বেস হল-?
[A] অ্যাডেনাইন
[B] গুয়ানিন
[C] ইউরাসিল 
[D] সাইটোসিন

10. ১৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে ?
[A] বিরাট কোহলি
[B] পি.আর. স্টার্লিং
[C] শোয়েব মালিক
[D] রোহিত শর্মা 

11. এক ব্যক্তির কাছে কিছু লেবু রয়েছে বাক্সে ভর্তি করার জন্য।  যদি তিনি 4, 5 বা 6 টি করে লেবু একটি বাক্সে রাখেন তাহলে 1 টি লেবু বাকি থাকে। আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 7 টি করে লেবু রাখেন তাহলে কোন লেবু পড়ে থাকে না। ওই ব্যক্তির কাছে কতগুলি লেবু ছিল ?
[A] 301 
[B] 309
[C] 105
[D] 4055

12. এক বর্গকিলোমিটার কত বর্গমিটারের সমান হয় ?
[A] 100 বর্গ মিটার
[B] 150 বর্গমিটার
[C] 10 লক্ষ বর্গমিটার 
[D] 150 লক্ষ বর্গমিটার

13. ঘড়িতে যখন 4.40 বাজবে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা যে কোণ তৈরি করবে:
[A] 140°
[B] 100° 
[C] 240°
[D] 110°

14. যদি a এবং b পূর্ণ সংখ্যা হয়, তাহলে যেমন ab = 121, তাহলে (a - 1)b+1 = ?
[A] 100
[B] 900
[C] 1000 
[D] 1210

15. সোহম প্রতিটি ঠিক উত্তরের জন্য তিন নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তার দু'নম্বর কাটা যায়।  যদি সে 30 টি প্রশ্নের উত্তর দিয়ে 40 নম্বর পায়, তবে সে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল ?
[A] 10
[B] 15
[C] 20 
[D] 25

16. উত্তমবাবু প্রতি সপ্তাহে 650 টাকা আয় করেন এবং প্রতি চতুর্থ সপ্তাহে 200 টাকা গরিবদের দান করেন। বছরের শেষে শ্যামলবাবুর কাছে কত টাকা থাকবে ?
[A] 30000 টাকা
[B] 31000 টাকা
[C] 31200 টাকা 
[D] 31400 টাকা

17. চালের মূল্য 20% শতাংশ কমে যাওয়ায় কোন ব্যক্তি 385 টাকায় 3.5 কেজি বেশি চাল ক্রয় করতে পারেন।  চালের আসল মূল্য কত ছিল ?
[A] 20 টাকা
[B] 22.50 টাকা
[C] 27.50 টাকা 
[D] 25 টাকা 

18. তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত 8 : 9 এবং শেষ দুটির অনুপাত 3: 4 ; তৃতীয় সংখ্যাটি 36 হলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত ?
[A] 102
[B] 51 
[C] 48
[D] 53

19. কোন একটি ভোটে দুজন প্রতিদ্বন্দী আছেন।  প্রাপ্ত ভোটের 1/6 অংশ ভোট বাতিল হয়ে যায়।  প্রথম প্রতিদ্বন্দী, বৈধ ভোটের 8/15 অংশ এবং দ্বিতীয় প্রতিদ্বন্দী 4900 টি ভোট পান। কতজন ভোটার ভোট দিয়েছিলেন ?
[A] 10,500
[B] 11,800
[C] 12,600 
[D] 14,200

20. যখন কোন ভগ্নাংশের লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করা হয় তখন তার মান হয় 4।  আবার যখন লব ও হর উভয়ের থেকে 1 বিয়োগ করা হয়, তখন তার মান হয় 7।  মূল ভগ্নাংশের লবের মান কত ?
[A] 2
[B] 3
[C] 7
[D] 15 


PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৯ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: Food SI Practice Set Part :: 09

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  230 KB   



No comments:

Post a Comment