Breaking




Tuesday, 6 February 2024

PSC Food SI Practice Set 2024 PDF || PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৮

PSC Food SI Practice Set 2024 PDF || PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৮

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৮
PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৮
ডিয়ার পরীক্ষার্থী,
আবার আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, PSC Food SI Practice Set 2024 PDF Part-08 এই পোস্টটি নীয়ে। যে পোস্টটির মধ্যে এই পরীক্ষার উপযোগী কিছু জেনারল স্টাডিজ এবং অঙ্ক প্রশ্ন উত্তর দেওয়া আছে যা তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতি নিতে দারুন ভাবে কাজে আসবে। 
যেহেতু পরীক্ষা আর বেশিদিন নেই সেহেতু অবশ্যই মনোযোগ সহকারে আমাদের দেওয়া প্রশ্ন গুলি বেশি বেশি করে প্র্যাকটিস করে নাও। 

PSC Food SI Practice Set 2024

01. অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে ?
[A] শীতল কুমারী
[B] দিব্যাকৃতি সিং 
[C] ঐহিকা মুখার্জি
[D] অদিতি অশোক

02. আকবরের সমাধিস্থল কোন রাজ্যে অবস্থিত ?
[A] উত্তর প্রদেশ 
[B] মধ্যপ্রদেশ
[C] মহারাষ্ট
[D] রাজস্থান

03. বিদর্ভ ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত ?
[A] গুজরাট
[B] মধ্যপ্রদেশ
[C] মহারাষ্ট্র 
[D] অন্ধ্রপ্রদেশ

04. UNESCO’s World Heritage Committee-তে সভাপতিত্ব করবে কোন দেশ ?
[A] ভারত 
[B] শ্রীলঙ্কা
[C] বাংলাদেশ
[D] পাকিস্তান

05. নোবেল পুরস্কার কোন সাল থেকে দেওয়া শুরু হয় ?
[A] 1900 সালে
[B] 1901 সালে 
[C] 1903 সালে
[D] 1906 সালে

06. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] দিল্লী
[B] চেন্নাই
[C] মুম্বাই
[D] কলকাতা 

07. International Labour Organization-এর রিপোর্ট অনুযায়ী, 2024 সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে ?
[A] 6%
[B] 3.1%
[C] 4.9%
[D] 5.2% 

08. তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত ?
[A] পুরুলিয়া
[B] বাঁকুড়া
[C] জলপাইগুড়ি 
[D] দার্জিলিং

09. সংবিধানের অষ্টম সিডিউলে কতগুলি ভাষার উল্লেখ আছে ?
[A] 21 টি
[B] 22 টি 
[C] 23 টি
[D] 24 টি

10. ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর ?
[A] ইন্দোর
[B] সুরাট
[C] উভয়ই 
[D] কেউই নয়

11. 3240 এর উৎপাদকগুলির যোগফল নির্ণয় করুন।
[A] 10890 
[B] 11000
[C] 10800
[D] 10190

12. একটি ট্রেন 60 কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দুই মিনিটে 1.5 কিমি দীর্ঘ টানেল পার হলে, ট্রেনটির দৈর্ঘ্য কত ?
[A] 250 মিটার 
[B] 500 মিটার 
[C] 1000 মিটার 
[D] 1500 মিটার

13. 720 টাকা A, B, C, D, E এর মধ্যে ভাগ করা হয়। তাদের প্রাপ্ত টাকার পরিমাণ উর্দ্ধক্রমে এবং সমান্তর প্রগতিতে ছিল।  A-এর চেয়ে E 40 টাকা বেশি পেয়ে থাকলে B কত টাকা পেয়েছিল ?
[A] 134 টাকা 
[B] 154 টাকা
[C] 144 টাকা
[D] 124 টাকা

14. ((10 + √25)(12 – √49)) এর বর্গমূল কতো ?
[A] 4√3
[B] 3√3
[C] 5√3 
[D] 2√3

15. 12টি ছেলের গড় বয়স 20 বছর। এখানে আরেকটি ছেলে  যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়। নতুন ছেলেটির বয়স কত ?
[A] 5 বছর
[B] 7 বছর  
[C] 9 বছর
[D] 19 বছর

16. বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে, একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে ? 
[A] 307 টাকা 
[B] 308 টাকা 
[C] 309 টাকা 
[D] 310 টাকা

17. একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে তারপর 20% কমালে সংখ্যাটি কি পরিবর্তন হবে ?
[A] 4% বাড়বে 
[B] 4% কমবে 
[C] বাড়বে না কমবে না 
[D] এর কোনটিই নয়

18. কমল 144 বাক্স লেবু বিক্রি করে 6 টি বাক্সের বিক্রয়মূল্যের ক্ষতি করে। যদি মোট বিক্রয়মূল্য 7200 টাকা হয়, তাহলে একটি বাক্সের বিক্রমূল্য কত টাকা ?
[A] 38
[B] 40
[C] 48 
[D] 50

19. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে ? 
[A] 125
[B] 245 
[C] 260
[D] 280

20. একটি কাচের দণ্ড পড়ে 2 : 3 অনুপাতে বিভক্ত হয়ে যায়। পরে পুনরায় ছোট দণ্ডটি পড়ে 4 : 5 অনুপাতে ভাগ হয়। তিনটি খণ্ডের অনুপাত - 
[A] 8 : 10 : 12
[B] 8 : 10 : 27 
[C] 8 : 12 : 27
[D] 10 : 12 : 27

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৮ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: Food SI Practice Set Part :: 08

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  251 KB  



No comments:

Post a Comment