Breaking




Wednesday, 7 February 2024

বিভিন্ন নদীমাতৃক সভ্যতা তালিকা PDF

বিভিন্ন নদীমাতৃক সভ্যতা তালিকা PDF || River Valley Civilizations In Bengali PDF 

বিভিন্ন নদীমাতৃক সভ্যতা তালিকা PDF
বিভিন্ন নদীমাতৃক সভ্যতা তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা PDF-টি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই এই পোস্টটি খুব ভালোভাবে পড়বে, কারন এই পোস্টটি বিভিন্ন পরীক্ষার জন্য খুবি দরকারি গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যেটা তোমরা যে কোন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ঘেঁটে দেখলেই বুঝতে পারবে।
এই টপিকটি থেকে, মহেঞ্জোদাড়ো সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে ? রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ? এই ধরনের প্রশ্ন আসে। তাই তোমারা নীচের দেওয়া তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নাও এবং এই পোস্টের PDF-টি সংগ্রহ করে নাও।

বিভিন্ন নদী নদীমাতৃক সভ্যতা তালিকা

নদী সভ্যতা
নীলনদ মিশরীয় সভ্যতা
সিন্ধু নদী মহেঞ্জোদাড়ো সভ্যতা
হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদী চৈনিক সভ্যতা
টাইগ্রীস নদী অ্যাসেরিয় সভ্যতা
টাইবার নদী রোমান সভ্যতা
বাদুর নদী রংপুর সভ্যতা
রাভী নদী হরপ্পা সভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী মেসোপটেমিয়া সভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী ব্যাবিলনীয় সভ্যতা
রাইন নদী সেলটিক/কেলটিক সভ্যতা
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী সুমেরীয় সভ্যতা

বিভিন্ন নদীমাতৃক সভ্যতা তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details ::

File Name: বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  147 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
বিভিন্ন দেশের জাতীয় প্রতীক তালিকা Click Here
বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখাClick Here

No comments:

Post a Comment