Breaking




Monday 5 February 2024

PSC Food SI Practice Set 2024 PDF || PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৭

PSC Food SI Practice Set 2024 PDF || PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৭

PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৭
PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৭
নমস্কার বন্ধুরা,
সামনেই PSC Food SI পরীক্ষা হাতে আর মাত্র কয়েকটা দিন আছে, আশা করছি তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখন শুধু সমস্ত রকম Mock Test এবং প্র্যাকটিস সেট গুলি প্র্যাকটিস করা। তাই আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৭ এই পোস্টটি নিয়ে। 
যে পোস্টটির মধ্যে উক্ত পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে সিলেবাস অনুযায়ী। যে প্রশ্ন গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে সুতরাং আর দেরি নয় তাড়াতাড়ি নীচের প্রশ্ন উত্তর গুলি দেখে নিয়ে তারপর PDF-টি সংগ্রহ করে অবিলম্বে প্রশ্ন গুলি প্র্যাকটিস করা নাও। 

PSC Food SI Practice Set 2024

01. ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ "অটল সেতু" উদ্বোধন করা হলো কোথায় ?
[A] গান্ধী নগর
[B] বিশাখাপত্তনম
[C] মুম্বাই 
[D] চেন্নাই

02. হ্যালোজেনের উপস্থিতি প্রমানে বিকারক হিসেবে কোনটি ব্যবহৃত হয় ?
[A] গামা
[B] সোডিয়াম 
[C] পটাশিয়াম
[D] ম্যাগনেসিয়াম

03. রোহলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
[A] উত্তরপ্রদেশ
[B] গোয়া
[C] উত্তরাখন্ড
[D] হিমাচল প্রদেশ 

04. কোথাকার মৌবান মধু GI Tag পেল ?
[A] বনগাঁ
[B] কামাখ্যা
[C] সুন্দরবন 
[D] গুয়াহাটি

05. প্রাকৃতিক রবারকে শক্ত করতে কি মেশানো হয় ?
[A] কার্বন
[B] সালফার 
[C] নাইট্রোজেন
[D] ক্লোরিন

06. 23°30` N এ নিম্নের কোনটি ভারত কে দুটো ভাগে বিভক্ত করেছে ?
[A] নিরক্ষ রেখা
[B] ভূমধ্যরেখা
[C] কর্কটক্রান্তি রেখা 
[D] মকরক্রান্তি রেখা

07. রক্তবাহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন প্রোটিন ?
[A] এলবুমিন
[B] গ্লোবিউলিন
[C] ফাইব্রিনোজেন
[D] হেপারিন 

08. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ K2 কোন রেঞ্জে অবস্থিত ?
[A] পির পাঞ্জাল রেঞ্জ
[B] পূর্ব কারাকোরাম রেঞ্জ 
[C] লাদাখ রেঞ্জ
[D] জাস্কার রেঞ্জ

09. ২০২৪ সালের প্রথম ঘূর্ণিঝড় Alvaro আঘাত হানলো কোন দেশে ?
[A] কেনিয়া
[B] মাদাগাস্কার 
[C] থাইল্যান্ড
[D] অস্ট্রেলিয়া

10. তড়িৎ রোধের SI একক কি ?
[A] ভোল্ট
[B] ওহম 
[C] মোল
[D] আম্পিয়ার

11. একটি তারের টুকরো 40 সেমি লম্বা। এটি তিন টুকরো করা হয়। দীর্ঘতম টুকরোটি মাঝারি আকারের টুকরোটির চেয়ে তিনগুণ লম্বা এবং সবচেয়ে ছোট টুকরোটি দীর্ঘতম টুকরাটির চেয়ে 23 সেমি ছোট। ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য (সেমিতে) নির্ণয় করুন।
[A] 27
[B] 5
[C] 4 
[D] 9

12. ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। কত মিনিটে, এটি 11 সেমি সম্পন্ন করবে।
[A] 14 মিনিট
[B] 15 মিনিট 
[C] 16 মিনিট
[D] 20 মিনিট

13. একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 
[A] 2 
[B] 7
[C] 10
[D] 5

14. পাউরুটির দাম জ্যামের চেয়ে 25 টাকা বেশি এবং পাউরুটি ও জ্যামের দাম একত্রে 75.50 টাকা হয়।  এখন পাউরুটির দাম নির্ণয় করুন। 
[A] 50.25 
[B] 50
[C] 50.5 
[D] 49.5

15. একটি বাক্সের মধ্যে মোট 45 টি কমলালেবু রয়েছে।  মোট কমলালেবুর এক-পঞ্চমাংশ নষ্ট হয়ে গিয়েছে।  কোনো রকম নির্দিষ্ট নিয়ম ব্যতিরেকে যথেচ্ছ ভাবে একটি কমলালেবু বের করলে সেটির পচা না হওয়ার সম্ভাব্যতা কত ?
[A] 1/6
[B] 2/7
[C] 3/10
[D] 4/5 

16. একটি দ্রব্য 800 টাকায় বিক্রয় করলে প্রাপ্ত লাভ, 275 টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করে প্রাপ্ত ক্ষতির 20 গুণ। কত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে 25% লাভ হবে ?
[A] 375 
[B] 475
[C] 300
[D] 500

17. একটি বস্তু 'A'-এর ক্রয় মূল্য একটি বস্তুর ধার্য মূল্যের 42.85% হয়। যদি বস্তুটি 100 টাকা ছাড়ে বিক্রি হয়, তাহলে বস্তু 'A'-এ অর্জিত লাভের শতাংশ 50% হয়। এখন বস্তুটির বিক্রয় মূল্য 5.625x টাকা হলে, (x)(3/5)) এর মান নির্ণয় করুন। 
[A] 8 
[B] 27
[C] 64
[D] 216

18. দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70 শতাংশ ভোট পেয়েছিলেন এবং তিনি 3630 ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন।  যদি মোট ভোটের মধ্যে 75 শতাংশ ভোট বৈধ হয়, তাহলে মোট ভোটের সংখ্যা কত ?
[A] 15200
[B] 13000
[C] 16350
[D] 12100 

19. u : v = 4 : 7 এবং v : w = 9 : 7. যদি u = 72 হয় তাহলে w এর মান কত ?
[A] 98 
[B] 77
[C] 63
[D] 49

20. (8 + 2√15) এর বর্গমূল কত ?
[A] √5 + √3 
[B] 2√2 + 2√6
[C] 2√5 + 2√3
[D] √2 + √6


PSC ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৭
 
PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: Food SI Practice Set Part :: 07

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  238 KB 



No comments:

Post a Comment