Breaking




Saturday, 3 February 2024

Food SI Practice Set 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৬

Food SI Practice Set 2024 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৬

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৬
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৬
সুপ্রিয় বন্ধুরা,
আবার অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ফুড ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট নিয়ে। আজকের পোস্টটি হল, ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৬। যে সেটটি আমরা খুবই সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম, যার মধ্যে ১০টি জেনারেল স্টাডিজ এবং ১০টি গনিত প্রশ্ন উত্তর দেওয়া আছে। যে প্রশ্ন গুলি উক্ত পরীক্ষার প্রস্তুতিতে কাজে আসবে। আর দেরি না করে তাড়াতাড়ি প্র্যাকটিস করে নাও-

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 2024

01. দুষ্প্রাপ্য "গোল্ডেন টাইগার" দেখা গেল কোথাকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ?
[A] ওড়িশা 
[B] আসাম 
[C] উত্তরাখণ্ড
[D] পশ্চিমবঙ্গ

02. ICC T 20 Captain of the Year 2023 হিসাবে ঘোষিত হলেন কে ?
[A] সূর্য্য কুমার যাদব 
[B] বিরাট কোহলি
[C] রোহিত শর্মা
[D] কেউই নন

03. নিচের কোনটি একটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ ?
[A] ছিপি খোলার যন্ত্র
[B] মাছ ধরার ছিপ 
[C] কাঁচি
[D] কোদাল

04. কলহন রচিত গ্রন্থটির নাম কী ?
[A] কথামৃত
[B] রাজতরঙ্গিনী 
[C] রামচরিত মানস
[D] কোনোটিই নয়

05. পরপর ৬ বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা কততম অর্থমন্ত্রী হলেন নির্মলা সিথারামন ?
[A] দ্বিতীয় 
[B] তৃতীয়
[C] চতুর্থ
[D] প্রথম

06. অর্জুন পুরস্কার দেওয়া হয় -
[A] যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য
[B] তীরন্দাজিতে কৃতিত্বের জন্য
[C] খেলায় কৃতিত্বের জন্য 
[D] সাহিত্যের জন্য

07. ভারতবর্ষে কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় ?
[A] দিল্লি
[B] পুনে 
[C] কলকাতা
[D] পাটনা

08. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
[A] চিত্তরঞ্জন দাস
[B] লালা লাজপত রায় 
[C] সুভাষচন্দ্র বসু
[D] রামমোহন রায়

09. লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেন ?
[A] সরলাদেবী চৌধুরানী 
[B] কল্পনা দত্ত
[C] লীলা নাগ
[D] বীণা দাস

10. ভারতীয় সংবিধান রচনার সময় প্রণেতাগণ কোনটি গ্রহণ করেননি ?
[A] মৌলিক কর্তব্য 
[B] মৌলিক অধিকার
[C] নির্দেশাত্মক নীতি
[D] জরুরি অবস্থা

11. একটি পরীক্ষায়, 40% শিক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছিল, 20% গণিতে অনুত্তীর্ণ হয়েছিল। যদি 10% শিক্ষার্থী এই উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয়, তবে উভয় বিষয়ে কত শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ?
[A] 50% 
[B] 40%
[C] 30%
[D] কোনোটিই না

12. কোনো পরীক্ষায় 250 টি প্রশ্ন রয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর বিয়োগ হয়। কোনো শিক্ষার্থী মোট 300 পেয়ে থাকলে সে কতগুলি ভুল উত্তর দিয়েছিল ?
[A] 60
[B] 70
[C] 75
[D] 80 

13. একটি বানর 12 মিটার উঁচু পিচ্ছিল স্তম্ভের উপরে উঠে যায়। তার প্রথম মিনিটে, সে 2 মিটার উপরে ওঠে এবং পরের মিনিটে, সে এক মিটার নীচে পিছলে যায়। এইভাবে, স্তম্ভের শীর্ষে পৌঁছতে সে কত সময় নেবে ?
[A] 10 মিনিট 
[B] 21 মিনিট 
[C] 12 মিনিট 
[D] 11 মিনিট

14. 100 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে, গণিতে 50 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ইংরেজিতে 70 জন উত্তীর্ণ হয়েছে, 5 জন শিক্ষার্থী গণিত এবং ইংরেজি উভয় বিষয়েই অনুত্তীর্ণ হয়েছে। উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ?
[A] 50
[B] 40
[C] 35
[D] 25 

15. একটি পরীক্ষায় 41% শিক্ষার্থী অর্থনীতিতে, 35% শিক্ষার্থী ভূগোলে এবং 39% শিক্ষার্থী ইতিহাসে অকৃতকার্য হয়েছে, 5% শিক্ষার্থী তিনটি বিষয়েই অকৃতকার্য হয়েছে, 14% শিক্ষার্থী অর্থনীতি ও ভূগোলে অকৃতকার্য হয়েছে, 21 ভূগোল ও ইতিহাসে % শিক্ষার্থী এবং ইতিহাস ও অর্থনীতিতে 18% শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শুধুমাত্র অর্থনীতিতে অকৃতকার্য ছাত্রদের শতাংশ খুঁজে বের করুন ?
[A] 16%
[B] 14% 
[C] 12%
[D] 10%

16. রোহিত একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরিবর্তে একটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করে। ফলাফলের সংখ্যাটি সঠিক মানের কত শতাংশ ?
[A] 200%
[B] 300%
[C] 50%
[D] 400% 

17. দুটি সংখ্যার যোগফল 90; যদি তাদের মধ্যে একটির চেয়ে অন্যটি 16 বেশি হয় তবে সংখ্যাদুটি কত ?
[A] 50, 40
[B] 53, 37 
[C] 64, 48
[D] 43, 47

18. 5 এর তিনটি ক্রমাগত গুণকের যোগফল হ'ল 285। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন।   
[A] 75
[B] 100 
[C] 120
[D] 90

19. একটি ন্যূনতম ধনাত্মক পূর্ণসংখ্যার সাথে 4050 কে গুণ করলে প্রাপ্ত পূর্ণ বর্গটির বর্গমূল নির্ণয় করুন।
[A] 80
[B] 90 
[C] 85
[D] 95

20. একজন মালি 17956 টি গাছের চারা এমনভাবে রোপণ করল যাতে একটি শ্রেণিতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণি হল। একটি শ্রেণিতে কতগুলি গাছ আছে ?
[A] 136
[B] 134 
[C] 144
[D] 154


ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৬ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: Food SI Practice Set Part :: 06

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  232 KB 



No comments:

Post a Comment