Breaking




Saturday 2 December 2023

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৫

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৫

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৫
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৫
নমস্কার বন্ধুরা,
অনেকদিন পর আবার আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৫ এই পোস্টটি নিয়ে। যে সেটটি আমরা মিনি অর্থাৎ সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে সেটটির মধ্যে থাকছে ১০টি বাছাই করা জেনারেল স্টাডিজ এবং ১০টি গণিত প্রশ্ন, যে প্রশ্ন গুলি তোমাদের আগত সকল পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই আর দেরি না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি দেখে নাও আর অবশ্যই PDF-টি সংগ্রহ করে খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও, কেননা তোমাদের হাতে সময় খুবই কম। 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

০১. পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে ?
[A] 1 বার
[B] 2 বার
[C] 3 বার
[D] 4 বার 

০২. রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় ?
[A] বুধ
[B] মঙ্গল 
[C] বৃহস্পতি
[D] শুক্র

০৩. বিশ্বকাপে ৫০টি ছক্কা মারা প্রথম ব্যাটসম্যান হলেন কে ?
[A] রোহিত শর্মা 
[B] বিরাট কোহলি
[C] গ্লেন ম্যাক্সওয়েল
[D] কে.এল. রাহুল

০৪. প্রথম কোন ভারতীয় মহিলা বুকার পুরস্কার পান ?
[A] অনিতা দেশাই
[B] অমৃতা প্রীতম
[C] অরুন্ধতী রায় 
[D] সরোজিনী নাইডু

০৫. প্রতিবছর কোন তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় ?
[A] 23rd ফেব্রুয়ারি
[B] 28th ফেব্রুয়ারি 
[C] 27th ফেব্রুয়ারি
[D] 26th ফেব্রুয়ারি

০৬. শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ৫০টি ODI সেঞ্চুরি করলেন কে ?
[A] রোহিত শর্মা
[B] বিরাট কোহলি 
[C] সূর্য্য কুমার যাদব
[D] শুবমান গিল

০৭. একটি ODI ম্যাচে ৭টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন কে ?
[A] বুমরা
[B] জাদেজা
[C] মহম্মদ শামী 
[D] রবিচন্দ্রন অশ্বিন

০৮. কোন বছর থেকে অস্কার পুরস্কার দেওয়া হয় ? 
[A] ১৯২৯ সালে 
[B] ১৯৩০ সালে
[C] ১৯২৮ সালে
[D] ১৯৩১ সালে

০৯. ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ? 
[A] ২৫টি 
[B] ২৪টি 
[C] ২২টি 
[D] ২৩টি

১০. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট ? 
[A] মাদ্রাজ হাইকোর্ট
[B] বোম্বে হাইকোর্ট
[C] দিল্লি হাইকোর্ট
[D] কলকাতা হাইকোর্ট 

১১. 200 এবং 300এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6,8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে ?
[A] 293 
[B] 228
[C] 283
[D] 288

১২. 1 থেকে 44 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যা গুলির বর্গের গড় কত ?
[A] 645 
[B] 502
[C] 702
[D] 702

১৩. ঘন্টায় 770 কিমি. বেগে ধাবমান একটি উড়োজাহাজের আটলান্টিক মহাসাগর অতিক্রম করতে 8 ঘন্টা লাগে।7 ঘন্টায় অতিক্রম করতে হলে উড়োজাহাজের বেগ বাড়াতে হবে-
[A] 105 কিমি./ঘন্টা
[B] 100 কিমি./ঘন্টা
[C] 110 কিমি./ঘন্টা 
[D] কোনোটাই নয়

১৪. 100 ও 200 এর মধ‍্যবর্তী কোন্ দুটি সংখ‍্যার গ.সা.গু. 36 ?
[A] 104,144
[B] 108,144 
[C] 160,180
[D] 144,184

১৫. কোনো একটি সৈন্য ব্যারাকে 4000 সৈন্যের 180 দিনের খাবার মজুত ছিল।যদি 20 দিন পরে 800 সৈন্য ব্যারাক পরিত্যাগ করে,অবশিষ্ট খাদ্যে অবশিষ্ট সৈন্যদের চলবে -
[A] 200 দিন 
[B] 180 দিন
[C] 190 দিন
[D] 210 দিন

১৬. চার বছর আগে A ও B এর গড় বয়স 18 বছর। A,B ও C এর গড় বয়স বর্তমানে 24 বছর ।8 বছর পরে C এর বয়স কত বছর হবে ?
[A] 25
[B] 28
[C] 36 
[D] 32

১৭. ক্রিকেট খেলায় বুলবুল,টিয়া ও এনামূল সর্বমোট 280 রান করলো। বুলবুল ও টিয়ার রানের অনুপাত 2:3,টিয়া ও এনামূলের রানের অনুপাত 3:2 হলে প্রত্যেকে কে কত রান করে ?
[A] 90,100,90
[B] 80,120,80 
[C] 60,90,120
[D] 100,80,100

১৮. জুলির বয়স টিনার বয়সের 6গুণ। আগামী 20বছর পরে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হবে।বর্তমানে জুলির বয়স কত ?
[A] 30 
[B] 35
[C] 40
[D] 5

১৯. রমেনবাবু তার স্ত্রীর চেয়ে 4 বছরের বড় এবং কন্যার তিনগুণ বয়সি। দশ বছর পরে যদি রমেনবাবুর তার কন্যার দ্বিগুণ বয়সি হয়,তবে তাদের কন্যার এখন কত বয়স হবে ?
[A] 14 বছর 
[B] 13 বছর
[C] 15 বছর
[D] 16 বছর

২০. ৭২৬ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ হলে,বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত ?
[A] ৩৩ মি.,২২ মি. 
[B] ৩০ মি.,২০ মি.
[C] ৪৫ মি.,৩০ মি.
[D] তথ্য অসুম্পূর্ণ

Food SI Practice Set-5 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০৫

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  242 KB 



No comments:

Post a Comment