Breaking




Thursday 16 November 2023

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৪

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৪

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৪
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৪
সুপ্রিয় বন্ধুরা,
তোমরা হয়তো পোস্টটির টাইটেল দেখেই বুঝে গেছো পোস্টটির মধ্যে কি আছে। তবুও বলি তোমরা যারা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের দের জন্য বেশ কয়েকদিন ধরে উক্ত পরীক্ষার জন্য একের পর এক মিনি প্র্যাকটিস সেটের ব্যবস্তা করে চলেছি। আমরা আজকে নিয়ে হাজির হয়েছি ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৪ এই পোস্টটি। 
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং যদি মনে হয় PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো। 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৪

০১. কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল ?
[A] কনিষ্ক
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] অশোক
[D] কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই 

০২. কার উদ্যোগে ইলবার্ট বিল পাশ হয় ?
[A] লর্ড রিপন 
[B] লর্ড ক্লাইভ
[C] ওয়ারেন হেস্টিংস
[D] লড ডালহৌসি

০৩. মাতৃভাষায় প্রকাশিত সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয় ?
[A] ১৮৭২ খ্রিঃ
[B] ১৮৭৮ খ্রিঃ 
[C] ১৮৮২ খ্রিঃ
[D] ১৮৮৮ খ্রিঃ

০৪. ভারতের সর্ববৃহৎ লৌহ-ইস্পাত কোম্পানীটি কোন্ রাজ্যে অবস্থিত ?
[A] ঝাড়খন্ড 
[B] ওড়িশা
[C] পশ্চিমবঙ্গ
[D] ছত্তিশগড়

০৫. পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন -
[A] দুই বছর
[B] এক বছর
[C] তিন মাস
[D] ছয় মাস 

০৬. নিম্নের কোন্ ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় ?
[A] 1 টাকা 
[B] 2000 টাকা
[C] 500 টাকা
[D] 100 টাকা

০৭. 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কোন্ সাহিত্যিক ?
[A] কিরণ দেশাই
[B] অমিতাভ ঘোষ *
[C] বিক্রম শেঠ
[D] অনিতা দেশাই

০৮. নিম্নলিখিত বইগুলোর মধ্যে স্বামী বিবেকানন্দ রচিত বইটির নাম হল :
[A] কথামালা
[B] বর্তমান ভারত 
[C] কথামৃত
[D] নেশন ইন মেকিং

০৯. শতদ্রু নদী কোন নদীর উপনদী ?
[A] সিন্ধু 
[B] বিপাশা
[C] ঝিলাম
[D] চন্দ্রভাগা

১০. কোন ধারা অনুসারে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে ?
[A] 32 নং ধারা
[B] 226 নং ধারা 
[C] 228 নং ধারা
[D] 268 নং ধারা

১১. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু. 180, ছোট সংখ্যাটি হবে -
[A] 30
[B] 40
[C] 45 
[D] 60

১২. তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ?
[A] 81
[B] 100 
[C] 121
[D] 144

১৩. কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। সংখ্যাটি কত ?
[A] 30 
[B] 32
[C] 34
[D] 36

১৪. 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত ?
[A] 163
[B] 173
[C] 204 *
[D] 331

১৫. একটি চৌবাচ্চার 0.8 অংশ জলপূর্ণ আছে, এ থেকে 25 লিটার জল তুলে নেওয়ার পর দেখা যায় যে চৌবাচ্চার অর্ধেক থেকে 14 লিটার জল বেশী আছে। চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা বের করো।
[A] 100 লিটার
[B] 130 লিটার 
[C] 200 লিটার
[D] 150 লিটার

১৬. একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রা আছে ?
[A] 10টি
[B] 40টি 
[C] 50টি
[D] 80টি

১৭. দুটি সংখ্যার যোগফল 128 এবং বড় সংখ্যাটির 3 গুণ = ছোট সংখ্যাটির 5 গুণ। ছোট সংখ্যাটি হল -
[A] 48 
[B] 60
[C] 72
[D] 80

১৮. 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল 7:2 অনুপাতে আছে। এর সঙ্গে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ 4:3 হবে ?
[A] 20 লিটার
[B] 24 লিটার
[C] 26 লিটার 
[D] 30 লিটার

১৯. দুটি সংখ্যার অনুপাত 3:4; তাদের গ.সা.গু. 4, তাদের ল.সা.গু কত ?
[A] 48 
[B] 50
[C] 56
[D] 60

২০. 5টি ভেড়ার দাম = 8টি ছাগলের দাম, 30টি ছাগলের দাম = 3টি গোরুর দাম,50টি ভেড়ার বদলে ক-টি গোরু পাওয়া যাবে ?
[A] 6
[B] 8 
[C] 10
[D] 12 

Food SI Practice Set-4 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০৪

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  242 KB 



No comments:

Post a Comment