Breaking




Wednesday, 8 November 2023

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৩

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৩

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৩
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৩
সুপ্রিয় বন্ধুরা,
আবার আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৩ এই পোস্টটি নিয়ে। যে সেটটি আমরা খুবই সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম যাতে তোমরা একটু একটু করে নিজেকে আরও সঠিক ভাবে প্রস্তুত করেতে পারো।
তাই আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং পারলে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো। 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৩

০১. বর্তমানে ভারতের রাষ্ট্রপতির মাসিকে বেতন কত ? 
[A] ১ লক্ষ ৮০ হাজার 
[B] ২ লক্ষ 
[C] ৩ লক্ষ 
[D] ৫ লক্ষ 

০২. সোয়াবিন উৎপাদনে ভারতে প্রথম স্থান করেছে কোন রাজ্য ? 
[A] মধ্যপ্রদেশ
[B] পশ্চিমবঙ্গ 
[C] বিহার 
[D] ঝাড়খণ্ড

০৩. পাকিস্তানকে পরাজিত করে SAFF Under-19 Championship জিতলো কে ?
[A] ভারত 
[B] শ্রীলঙ্কা
[C] বাংলাদেশ
[D] নেপাল

০৪. স্টেইনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কি মেশানো হয় ? 
[A] জিঙ্ক 
[B] টিন 
[C] ক্রোমিয়াম
[D] টাইটেনিয়াম

০৫. বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা কত ? 
[A] ৩৪
[B] ৩৩ 
[C] ৩২ 
[D] ৩৬

০৬. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে ? 
[A] ২ মিনিট 
[B] ১.২৬ সেকেন্ড 
[C] ৮ সেকেন্ড 
[D] ২ সেকেন্ড

০৭. কোন সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠাতে চায় ভারত ?
[A] ২০৪০ সালে 
[B] ২০৪৫ সালে
[C] ২০৩৩ সালে
[D] ২০৩৫ সালে

০৮. ভারতে বায়ু সেনা দিবস কবে পালন করা হয় ? 
[A] ৫ই অক্টোবর 
[B] ৬ই অক্টোবর 
[C] ৭ই অক্টোবর 
[D] ৮ই অক্টোবর

০৯. এশিয়ান গেমসে সোনা জেতার জন্য ভারতীয় হকি টিমের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য ?
[A] ওড়িশা 
[B] ত্রিপুরা
[C] আসাম
[D] অরুণাচল প্রদেশ

১০. এডিস ইজিপ্ট মশার কামড়ে কোন রোগ হয় ? 
[A] ম্যালেরিয়া 
[B] ডেঙ্গু
[C] এনকেফেলাইটস 
[D] কোনটি নয়



১১. কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ১২৬০ কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
[A] ৩৫ 
[B] ৩০
[C] ৪০
[D] ৪৫

১২. চার জন বন্ধু A, B, C এবং D এর কাছে একত্রে ৪৭ টাকা আছে। A ও B এর কাছে একত্রে ২৭ টাকা আছে, C ও A এর কাছে একত্রে আছে ২৫ টাকা, D ও A এর কাছে একত্রে আছে ২৩ টাকা, B এর কাছে কত টাকা আছে ?
[A] ৯
[B] ১১
[C] ১৩ 
[D] ২৮

১৩. একটি ছাত্রদল ৪৮০২ টাকা খরচ করে।  ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি ৫০ পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করেছে ?
[A] ৪৯
[B] ৯৮ 
[C] ১৯৬
[D] ১৪৭

১৪. এমন একটি সংখ্যা নির্নয় করো ৩/৪ এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে ২৭/৬৪ এর অনুপাত একই হবে ?
[A] ৯/১৫
[B] ৯/১৬ 
[C] ৯/১৩
[D] ৯/১৪

১৫. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে অনুপাত ৩ : ২ এবং বাহু দুটির মধ্যে দূরত্ব ১৫ সেমি । যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪৫০ বর্গ সেমি হয় তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত ?
[A] ৩৬ সেমি
[B] ১২ সেমি
[C] ২৪ সেমি 
[D] ২৮ সেমি

১৬. যদি A এর বেতন B এর বেতনের থেকে ২৫% কম হয়, B এর বেতন A এর বেতন থেকে কত শতাংশ বেশি ?
[A] ৪৪ ১/৪%
[B] ৩৩ ১/৩% 
[C] ২২ ১/২%
[D] ৫৫ ১/৫%

১৭. কোনো এক বছরে এক ব্যক্তির মাসিক গড় আয় ৩৪০০ টাকা, প্রথম ৮ মাসের গড় আয় ৩১৬০ টাকা এবং শেষ ৫ মাসের গড় আয় ৪১২০ টাকা হলে অষ্টম মাসে তার উপায় কত ?
[A] ৩১৬০
[B] ৫০৮০ 
[C] ৫১৮০
[D] ৫৫২০

১৮. দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫, প্রথমটিকে ২০% বাড়ানো হলো এবং দ্বিতীয়টিকে ২০% কমানো হলো তবে বর্তমান অনুপাত কত ?
[A] ৪:৫
[B] ৫:৪
[C] ৫:৬
[D] ৬:৫ 

১৯. ৬৫ এবং কোন সংখ্যার অনুপাত ১৩ এবং ৬ এর অনুপাতের সমান হবে ?
[A] ৩০ 
[B] ৫০
[C] ৪০
[D] ৬০

২০. দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪; তাদের ল.সা.গু. ৮৪;বড় সংখ্যাটি হবে -
[A] ২১
[B] ২৮ 
[C] ২০
[D] ৮৪

Food SI Practice Set-3 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

 File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০৩

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  232 KB



No comments:

Post a Comment